স্বাস্থ্য এবং সুখ
আশির্বাদের প্রতিজ্ঞাসমূহ
“শিশুদিগকে একত্র কর।” (যোয়েল ২:১৬) MHBen 380.3
“ঈশ্বরের বিধি ও ব্যবস্থা সকল তাহাদিগকে জ্ঞাত করি।” (যাত্রা ১৮:১৬)। MHBen 380.4
“ইস্রায়েল সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে; আর
আমি তাহাদিগকে আশীর্বাদ করিব”
(গণনা ৬:২৭)।
MHBen 380.5
“আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে
পাইবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে।”
(দ্বি: বি: ২৮:১০)।
MHBen 380.6
“আর অনেক জাতির মধ্যে যাকোবের অবশিষ্টাংশ
সদাপ্রভুর নিকট হইতে আগত শিশিরের ন্যায়
তৃণের উপরে পতিত বৃষ্টির ন্যায় হইবে,
যা মনুষ্যের জন্য বিলম্ব করে না ও
মনুষ্য সন্তানদের অপেক্ষা করে না।”
MHBen 380.7
(মীখা ৫:৭)।
আমরা ইস্রায়েলের সঙ্গে গণিত। পুরাকালের ইস্রায়ে সন্তানদের; তাদের সন্তান সন্ততিদের শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে যে নির্দেশ প্রদত্ত হয়েছিল, আজ্ঞাবহতার মাধ্যমে সফল আশীর্বাদের প্রতিজ্ঞা, ঐ সকল আমাদেরই জন্য। MHBen 381.1
আমাদের নিকট ঈশ্বরের বাণী, “আমি... তোমাকে আশীর্বাদ
করিব... তুমি আশীর্বাদের আকর হইবে।”
MHBen 381.2
(আদি ১২:২)।
প্রথম শিষ্যেরা এবং খ্রীষ্টের বাক্যে যারা বিশ্বাস করে, তাদের কাছে তিনি বলেছেন, “আর তুমি আমাকে যে মহিমা দিয়াছ, তাহা আমি তাহাদিগকে দিয়াছি; যেন তাহারা এক হয়, যেমন আমরা এক; আমি তাহাদিগেতে, ও তুমি আমাতে যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়; যেন জগৎ জানিতে পায় যে, তুমি আমাকে প্রেরণ করিয়াছ, এবং আমাকে যেমন প্রেম করিয়াছ, তেমনি তাহাদিগকেও প্রেম করিয়াছ।”(যোহন ১৭:২২, ২৩)। MHBen 381.3
চমৎকার, চমৎকার বাণীসমূহ, প্রায় বিশ্বাসে আকরে ধরার বাইরে! সমুদয় বিশ্বের স্রষ্টা তাঁর সেবাকারীদের প্রেম করেন, যেমন তিনি তাঁর পুত্রকে প্রেম করেন। এমন কি এই স্থানে এবং এখনই তাঁর অনুগ্রহ দয়া আমাদের উপরে বর্ষণ করেছেন। তিনি আমাদের স্বর্গের জ্যোতি এবং পরাক্রম দান করেছেন, এবং তাঁর সঙ্গে তিনি স্বর্গের সকল সম্পদও দান করেছেন। তিনি যেমন আমাদের কাছে ভাবী জীবনের প্রতিজ্ঞা করেছেন তদ্রূপ তিনি আমাদের কাছে এই জীবনে ... উপহার সমূহ প্রদান করেছেন। তাঁর অনুগ্রহের প্রজাগণরূপে, তিনি আশা করেন যেন আমরা সমস্ত কিছুই উপভোগ করি যা আমাদের চরিত্রকে শক্তিশালী করবে, প্রসারিত ভাবে এবং উচ্চে তুলে ধরবে। তিনি ঊর্ধ্ব থেকে আগত শক্তি দ্বারা যুবক যুবতীদেরকে অনুপ্রাণিত করার জন্য অপেক্ষা করেছেন যেন তারা খ্রীষ্টের রক্ত-রঞ্জিত পতাকার নীচে দন্ডায়মান হতে পারে, তিনি যেমন কাজ করেছেন, তারাও তদ্রূপ কাজ করতে পারে, আত্মাগণকে নিরাপদ পথে পরিচালিত করতে পারে, সর্বযুগের আশ্রয় গিরির ওপরে তাদের চরণ স্থাপন করতে পারে। MHBen 381.4