স্বাস্থ্য এবং সুখ

161/269

২৮ - গৃহের পরিচর্যা

“পিতামাতাদের ওপরে যে দায়িত্ব ন্যাস্ত
হয়েছে, তদপেক্ষা গুরুত্বপূর্ণ
মিশনারী ক্ষেত্র আর নেই।”

গৃহেই আরম্ভ হয় মানব জাতির পুনরুদ্বার এবং উন্নয়ন কাজ। সব কাজের ওপড়ে পিতামাতার কাজ। কতকগুলো পরিবার নিয়েই সমাজ গঠিত, আর পরিবারের যারা প্রধান বা মস্তক, তারাই এটা গড়েন। হৃদয় “থেকেই জীবনের উদ্গম হয়;’’ (হিতোপদেশ ৪:২৩) এবং সমাজ, মণ্ডলী, এবং জাতির প্রাণকেন্দ্রই হল গৃহ। সমাজের মঙ্গল, মণ্ডলীর কৃতকার্যতা, জাতির সমৃদ্ধি, নির্ভর করে গৃহের প্রভাবের ওপর। MHBen 325.1

পারিবারিক জীবনের গুরুত্ব এবং সুযোগ সুবিধা যীশুর জীবনে চিহ্নিত হয়েছিল। যিনি আমাদের আদর্শ এবং শিক্ষক হবার জন্য স্বর্গ থেকে এসেছিলেন, তিনি নাসরতে গৃহের একজন সদস্যরূপে ত্রিশ বছর অতিবাহিত করেছিলেন। এই বছরগুলো সম্পর্কে বাইবেলের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। কোন ক্ষমতা সম্পন্ন অলৌকিক কাজ বিশাল জনতার মনোযোগ আকর্ষণ করেনি। কোন উৎসুক জনতা তাঁর পদচিহ্ন অনুসরণ করেনি বা তাঁর বাক্য শ্রবণ করেনি। তথাপি এই সকল বছর সমূহ ব্যাপি, তিনি তাঁর ঐশ্বরিক উদ্দেশ্য পূর্ণ করেছিলেন। তিনি আমাদেরই একজনের ন্যায় জীবন যাপন করেছেন, গৃহজীবন সহভাগ করেছেন, শৃ‫খলা রক্ষা করেছেন, গৃহের কর্তব্য কাজ সম্পন্ন করেছেন, বোঝা বহন করেছেন। একটি বিনম্র গৃহের আশ্রয়-তত্ত্বাবধানে, আমাদের সাধারণ নিয়তির অভিজ্ঞতায় অংশগ্রহণ করে, তিনি “জ্ঞানে ও বয়সে, এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন।”(লূক ২:৫২)‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 325.2

এই সকল নির্জন বছরগুলো ব্যাপি তাঁর জীবন থেকে সহানুভূতি এবং উপকারিতার স্রোত প্রবাহিত হয়েছে। তাঁর নিঃস্বার্থপরতা এবং ধৈর্য, সহনশীলতা, তাঁর সৎসাহস এবং বিশ্বস্ততা তাঁর পরীক্ষার প্রতিরোধ ক্ষমতা, তাঁর অব্যর্থ শান্তি এবং আনন্দপূর্ণতা, এসব ছিল এক বিরামহীন অনুপ্রেরণা। তিনি গৃহের মধ্যে এবং নির্মল, মধুর পারিপার্শ্বিক অবস্থা আনয়ন করেছেন, এবং তাঁর জীবন ছিল রুটি ক্সতরি তাড়ির ন্যায় যা সমাজের উপাদানের মধ্যে কাজ করছিল। কেউই বলত না যে, তিনি অলৌকিক কাজ সাধন করতেন, তথাপি তাঁর গুণ- আরোগ্য দান, প্রেমের জীবনদায়ী ক্ষমতা অসুস্থ ব্যক্তি এবং ভগ্নহৃদয়কে প্রলোভিত করেছে। তাঁর শৈশব থেকে, একটি বিনীত উপায়ে তিনি অন্যের পরিচর্যা করতেন, এবং এই হেতু যখন তিনি তাঁর প্রকাশ্য সেবা কার্য আরম্ভ করেছিলেন, তখন অনেকে আনন্দ সহকারে তার কথা শুনেছিল। MHBen 326.1

ত্রাণকর্তার প্রাথমিক বছরগুলো যুবক যুবতীদের কাছে একটা দৃষ্টান্ত ছাড়াও অধিক কিছু! ঐ সকল এক একটা পাঠ্য, এবং ওটা প্রত্যেক অভিভাবকের কাছে একটা উৎসাহস্বরূপ হবে। পারিবারিক বৃত্ত এবং প্রতিবেশীত্বের কর্ম দায়িত্ব, যারা তাদের সহমানবকে তুলে ধরার জন্য কাজ করবে তাদের জন্য এটা হবে সর্বপ্রথম কর্মক্ষেত্র। গৃহের নির্মাতা এবং অভিভাবকদের আছে যে কর্মপ্রচেষ্টার ক্ষেত্র গ‪চ্ছিত রাখা হয়েছে, তদপেক্ষা অধিক গুরত্বপূর্ণ আর কিছু নেই। পিতা এবং মাতাদের কাছে যে কার্যভার অর্পিত হয়েছে, তার যে মহৎ এবং সুদূর প্রসারী ফলাফল লাভ হবে, তদপেক্ষা অন্য আর কোন কাজ মানবজাতির কাছে গ‪চ্ছিত রাখা হয়নি। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 326.2

অদ্যকার যুবক যুবতী এবং শিশুদের দ্বারা সমাজের ভবিষ্যৎ স্থিরীকৃত হবে, এবং এই সব শিশু সমাজ কি হবে তা নির্ভর করে গৃহের ওপর। গৃহের প্রশিক্ষণের প্রভাবটাই হবে সেই পদচিহ্ন যা মানব সমাজে বহু ব্যাধি, দুঃখ-কষ্ট এবং অপরাধ সহভাগ করবে। যদি পারিবারিক জীবন পবিত্র, অভ্রান্ত এবং খাঁটি হত, যদি শিশুরা তাদের দুঃখ কষ্ট অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হয় এবং জীবনের দায়িত্ব সমূহ এবং বিপদসমূহের মুকাবিলার জন্য প্রস্তুত হয় তবে পৃথিবীতে কি-ই না এক পরিবর্তন দৃষ্ট হত! MHBen 327.1

প্রতিষ্ঠানসমূহে এবং ব্যবসাক্ষেত্রে মহান্ প্রচেষ্টা প্রয়োগ, সময়, অর্থ এবং সীমাহীন শ্রম দেয়া হয়, যাতে করে মন্দ অভ্যাসের শিকার যারা, তাদের পুনর্গঠন এবং সংস্কার সাধন করা যেতে পারে। আর এমন কি এই প্রচেষ্টা বড় ধরনের অভাব পুরণে অপর্যাপ্ত। তথাপি ফলাফল কতই না অপ্রতুল! কত অল্প সংখ্যক লোকদেরই না ফিরিয়ে আনা হয়েছে! MHBen 327.2

অসংখ্য লোক উত্তম জীবনের আশা করে থাকে, কিন্তু তাদের মধ্যে অভ্যাসের শক্তি থেকে সরে পড়ার সৎসাহস এবং অঙ্গীকারের অভাব রয়েছে। তারা চেষ্টা, সংগ্রাম এবং ত্যাগস্বীকার থেকে হাত গুটিয়ে নেয়, এবং তাদের জীবনে ফাটল ধরে এবং জীবন নষ্ট হয়। এরূপে এমন কি মেধাবী উ‪চ মন আশা এবং মহান শক্তির অধিকারী মনুষ্য অন্য প্রকারে স্বভাব এবং শিক্ষা দ্বারা যোগ্যতা অর্জন করে, নির্ভরশীলতা এবং দায়িত্বপূর্ণ পদ পূর্ণ করবে তাদের পদস্খলন হয় এবং ওটা জীবন এবং পরজীবন হারায়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 327.3

যারা সংস্কার কাজ সাধন করেন পুরুষত্ব ও মনুষ্যত্ব ফিরে পেতে তাদের কতই না সংগ্রাম করতে হয়! তাদের সারা জীবন মন ও শরীরের গঠন ভগ্নচূর্ণ অবস্থায়, একটা নড়বড়ে ই‪ছা, দুর্বল বোধ এবং দুর্বল আত্মার শক্তি এই সবসহ তারা অনেকে তাদের মন্দ ফসল চয়ন করে। যদি প্রথম থেকে মনের সঙ্গে যথারীতি আচরণ করা হত, তবে কত কিছুই অর্জন করা সম্ভব হত! ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 328.1

এই কাজ বহুলাংশে নির্ভর করে পিতামাতাদের ওপরে। অমিতাচার এবং অন্যান্য মন্দতা যা সমাজকে একটা ক্যান্সারের মত, খেয়ে ফেলছে, তার বিরুদ্ধে সংগ্রামে যদি পিতামাতাদের আরো মনোযোগ সহকারে শিক্ষা দেয়া যেত, যাতে করে তাদের সন্তানদের অভ্যাস এবং চরিত্র গঠন শিক্ষা দেয়া যেত, তবে শতগুণ উত্তম ফল লাভ হত। স্বভাব বা মন্দের পক্ষে এত ভয়াবহ এক শক্তি, এটা তাদের শক্তির মধ্যে নিহিত, যা উত্তমের পক্ষে একটা কর্মশক্তি। তাদেরকে এই স্রোতের উৎস ধ্বংস করতে হবে, এবং এটা সঠিকভাবে পরিচালনার দায়িত্ব তাদের ওপরে নির্ভর করে। MHBen 328.2

বাবা-মা’রা তাদের সন্তনদের জন্য একটা সুস্থ, সুখী জীবনের ভিত্তি স্থাপন করতে পারেন। তারা তাদেরকে তাদের গৃহ থেকে ক্সনতিক শক্তিসহ প্রেরণ করতে পারেন যেন তারা প্রলোভন প্রতিরোধ করতে এবং জীবনের সমস্যাবলীর সঙ্গে সাহস এবং শক্তির সঙ্গে কৃতকার্যতা লাভে সংগ্রাম করতে পারে। তারা তাদের মধ্যে উদ্দেশ্যকে ও তাদের শক্তি উন্নয়নে অনুপ্রাণিত করতে পারেন যেন তাদের জীবন ঈশ্বরের কাছে একটা সম্মানস্বরূপ, জগতের কাছে আশীর্বাদ স্বরূপ করতে পারে। তারা আলো-ছায়ার মধ্য দিয়ে সরল পথ করে দিয়ে ঊর্ধ্বে গৌরবময় সর্বো‪চ মাত্রায় পৌছতে পারে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 328.3