স্বাস্থ্য এবং সুখ

160/269

নিষেধাজ্ঞা

যে লোক উগ্র দ্রব্য ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে সে অত্যন্ত ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। তার মস্তিষ্ক অসুস্থ, তার ই‪ছাশক্তি দুর্বল হয়ে পড়েছে। তার নিজের মধ্যে যতটা শক্তি রয়েছে, তার মধ্যে জৈব ক্ষুধাই হল নিয়ন্ত্রণের বাইরে। সে নিজের বিপরীতে যুক্তি দেখিয়ে অথবা যুক্তি দ্বারা প্ররোচিত করে নিজেকে অস্বীকার করতে পারে না। অপরাধের গুহায় আকর্ষিত হয়ে সে যে মদ পান থেকে বিরত থাকতে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই মদের পেয়ালাই সে লুফে নেয়, এবং মদের প্রথম স্বাদ গ্রহণের সাথে সাথে তার সব রকমের ভাল সঙ্কল্পগুলো পরাভূত হয়, ই‪ছা শক্তির শেষ বিন্দুটুকুও ধ্বংস হয়ে যায়। উগ্র দ্রব্যের একবার এক চুমুকে স্বাদগ্রহণ, এবং এর পরিণাম সম্পর্কে সমস্ত চিন্তামাথা থেকে উধাও হয়ে যায়, ভগ্নহৃদয়, হতাশাগ্রস্ত হয়ে স্ত্রীকে ভুলে যায়। নীতিভ্রষ্ট পিতা তার ছেলেমেয়েরা যে অনাহারে আছে এবং উলঙ্গ আছে সে দিকে তার আর ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ কোন খেয়াল থাকে না। এই মদ ব্যবসাকে ক্সবধকরণের মাধ্যমে, এই আইন আত্মার সর্বনাশকে অনুমোদন করে, এবং এই ব্যবসা যা এই পৃথিবীকে মন্দে পরিপূর্ণ করে তোলে তাকে বন্ধ করতে অস্বীকার করে। MHBen 321.2

এভাবে কি সবসময় চলতে থাকবে? লোকদের কি তাদের সামনে প্রলোভনের প্রশস্ত দরজা খোলা অবস্থায়ই বিজয়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে? রোগাক্রান্তবিবর্ণ সভ্য পৃথিবীর ওপর অমিতাচারের অভিশাপ কি অবশ্যই চিরদিন ভর করে থাকবে? লেলিহান অগি′শিখা যেমন হাজার হাজার সুখের ঘর গ্রোগ্রাসে গিলে ফেলে, তেমন কি অবশ্যই প্রতিবছর এটা, চুরমার করেই চলবে? যখন সমুদ্র উপকূলে কোন জাহাজকে ঝড়ের মধ্যে পড়ে ধ্বংস হতে দেখা যায়, লোকেরা অলসভাবে শুধু তা চেয়ে চেয়েই দেখে না। সলিল সমাধি থেকে নরনারীদের উদ্ধার করতে তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। যারা মদ্যপান করে তাদের নির্ঘাত মৃত্যু থেকে উদ্ধারের জন্য কত বেশীই না প্রচেষ্টা থাকার প্রয়োজন! MHBen 322.1

এটা শুধু মদ্যপায়ী এবং তার পরিবারের বোঝা নয় যারা মদবিক্রেতার মন্দ কাজের দ্বারা বিপদাপন্ন, এটা শুধু প্রধান পাপীর আরোপিত করের বোঝাও নয় যা তার মদ ব্যবসা সমাজে এনে থাকে। আমরা সকলেই একত্রে মানবিকতার জাল বুনেছি। মন্দতা যদি মহৎ ভ্রাতৃত্ববোধের কোন অংশে ঘটে থাকে তা সকলের জন্য বিপদ ডেকে আনে। MHBen 322.2

অনেকের মধ্যে কেউ আছেন প্রথম থেকে শেষ পর্যন্তবিত্ত সঞ্চয় অথবা স্বস্তি বিধান করতে ভালবাসেন, অবৈধ মদ ব্যবসা বন্ধ করার জন্য তাদের কিছুই করার থাকে না, খুব দেরীতে, তিনি লক্ষ্য করে থাকেন, যে মদ ব্যবসা তাকে দিয়ে কি করিয়েছে। তিনি দেখেন তার নিজের ছেলেমেয়েরা মদের নেশায় আ‪চ্ছন্ন হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। অরাজকতা দাঙ্গার সৃষ্টি করে। সম্পদ বিপদগ্রস্ত হয়। জীবন নিরাপদহীন হয়ে পড়ে। স্থল ও নৌপথে দুর্ঘটনা বহুগুণে বৃদ্ধি পায়। যে সকল রোগ ব্যাধি ময়লা এবং বিশ্রী অবস্থার মধ্যে আস্তানা গেড়ে লালিত পালিত হয় তারা তাদের ঘরগুলো জৌলুসপূর্ণ এবং বিলাস বহুল ও আরামদায়ক রূপে তৈরী করে। পাপ অসংযম ও ভোগবিলাসী ছেলেমেয়েদের দ্বারা লালিত পালিত হয় এবং পরিমার্জিত এবং সংস্কৃতিবান পরিবারের ছেলেমেয়েদের মধ্যে অপরাধ সংক্রমিত হয়। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 322.3

এমন কোন লোক নেই যার অবৈধ মদ ব্যবসা কাউকে বিপদাপন্ন না করে। এমন কোন লোক নেই যিনি নিজের নিরাপত্তার জন্য এটাকে ধ্বংস করে এবং এর বিরুদ্ধে নিজেকে স্থাপন করে। MHBen 323.1

সর্বোপরি অন্যান্য সর্ব স্থানে শুধুমাত্র পার্থিব মুনাফা ভোগ করে থাকে, আইন প্রণয়নকারী ভবনগুলো এবং আদালতের বিচারকদের অমিতাচারের অভিশাপ থেকে মুক্ত থাকা উচিত। প্রাদেশিক শাসকবর্গ, পরিষদ সদস্যবর্গ, প্রতিনিধিবর্গ, বিচারকবর্গ, এই ধরনের লোকেরা যারা জাতির জন্য আইন পাশ করেন এবং যারা জাতির শাসক, যারা তাদের হাতে জীবন, মনোরম খ্যাতি ধারণ করে আছেন, যাদের হাতে জনসাধারণের সম্পদ গ‪চ্ছিত আছে, তাদের হতে হবে কঠোর সংযমী মানুষ। শুধুমাত্র তখনই তাদের মন পরিষ্কারভাবে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। শুধুমাত্র তখনই তারা সুদৃঢ় উন্নত চেতন ব্যক্তি হতে পারে, এবং বিচক্ষণতার সাথে ন্যায্য বিচার করতে পারে এবং দয়া দেখাতে পারে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 323.2

কিন্তু লেখ্যপ্রমাণ কিরূপ সাক্ষ্য দেয়? এই লোকদের মধ্যে কত জন তীব্র মদ্যপানের মাধ্যমে তাদের মন মেঘা‪চ্ছন্ন করেছেন, সঠিক ও ভুল বোঝার জন্য তাদের মনকে দ্বিধাগ্রস্ত করেছে! মদ্যপায়ী বিধি-বিধান প্রণয়নকারী, সাক্ষী, জুরির সদস্যরা, উকিল, এমনকি বিচারকদের ক্সবষম্যমূলক আইন পাশ এবং অন্যায় বিচারের মাধ্যমে কত নিরীহ ব্যক্তিই না মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে! অনেকে আছেন, “খুবই মদ্যপায়ী” এবং “তীব্র মিশ্রিত মদ্যপানে শক্তিশালী,” “তারা মন্দকে ভাল বলে, এবং ভালকে মন্দ বলে;” “তারা দুষ্টকে পুরষ্কারে ভূষিত করে, এবং ধার্মিকের মধ্য থেকে তার ধার্মিকতা দূর করে!” এই জন্য ঈশ্বর বলেন:-‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 323.3

“ধিক্ তাহাদিগকে, যাহারা দ্রাক্ষারস পান করিতে শুরু করে; আর সুরা মিশাইতে বলবান; যাহারা উৎকোচের জন্য দুষ্ট লোককে নির্দোষ করে, আর ধার্মিকের ধার্মিকতা তাহা হইতে দূর করে। ...তাহাদের পুস্প ধূলার ন্যায় উড়িয়া যাইবে।”(যিশাইয়া ৫:২২,২৪)। MHBen 323.4

ঈশ্বরের সম্মান, জাতির স্থিতিশীলতা, সমাজের কল্যাণ, ঘরের এবং ব্যক্তিগত কল্যাণ, দাবি করে যে লোকদের প্রতীকরূপে গড়ে তোলার সম্ভাব্য প্রচেষ্টা মন্দ অসংযম থেকে ক্সতরী হয়। যেহেতু এটাকে এখনও আমরা দেখি না সুতরাং খুব শ্রীঘ্রই এই ভয়াবহ মন্দের ফলাফল দেখতে পাব। কে এই ধ্বংসাত্মক কাজে নিজেকে স্থির রাখার জন্য সামনের দিকে এগিয়ে যেতে সুদৃঢ় মনোস্থির করবে? এখন পর্যন্তপ্রতিযোগিতা সবেমাত্র শুরু হল। নেশা উদ্রেককারী মদ যা মানুষকে মাতাল করে সেই মদ বিক্রির বিরুদ্ধে একদল সৈন্য গড়ে উঠুক। অবৈধ মদ ব্যবসা থেকে উদ্ভুত বিপদ সরল ও নিষ্কণ্টক করা হোক, এবং জনসাধারনের মাঝে এমন জনমত গড়ে উঠুক যা এর নিষিদ্ধকরণ দাবি করবে। মদপানে উত্তেজিত লোকদের তাদের দাসত্ব থেকে পলায়ন করতে একটা সুযোগ দেয়া হোক। জাতির কণ্ঠস্বর এমন আইন প্রণেতার দাবি করুক যিনি এই লজ্জাষ্কর ব্যবসা বন্ধ করবেন। MHBen 323.5

“তাহাদিগকে উদ্ধার কর,
যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে,
যাহারা কাঁপিতে কাঁপিতে বধ্যভূমিতে যাইতেছে
আহা! তাহাদিগকে রক্ষা কর।
যদি বল, দেখ,
আমরা ইহা জানিতাম না,
তবে যিনি হৃদয় তৌল করেন,
তিনি কি তাহা বুঝেন না?
যিনি তোমার প্রাণ রক্ষা করেন,
তিনি কি তাহা জানিতে পারেন না?
তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্মানুযায়ী ফল দিবেন না?”
MHBen 324.1

(হিতপদেশ ২৪:১১, ১২)।

“যখন তিনি তাহাদিগকে সতর্করূপে তোমার উপরে নিযুক্ত করিবেন,
তৎকালে কি বলিবে?
MHBen 324.2

(যিরমিয় ১৩:২১)।