স্বাস্থ্য এবং সুখ
কড়া মদ বিক্রেতার কাজ
বাইবেলের এই অংশটি যারা উগ্র পানীয় ক্সতরী করে এবং যারা বিক্রি করে তাদের দেখিয়ে দেয়। তাদের ব্যবসার অর্থ ডাকাতি। তারা যে অর্থ গ্রহণ করে, তার বিনিময়ে তারা যা দেয় তা কোন ভাবেই সমতুল্য নয়। প্রত্যেকটি টাকা তাদের লাভের সাথে যুক্ত হয় এবং খরচকারীর জন্য অভিশাপ বয়ে আনে। MHBen 313.2
ঈশ্বর মানুষের প্রতি মুক্ত হস্তে তাঁর আশীর্বাদ দান করেছেন। যদি তাঁর উপহারগুলো বুদ্ধিপূর্বক ব্যবহার করা হতো, তাহলে পৃথিবী দারিদ্র অথবা দুঃখ-কষ্টের কথা কতই না কম জানতো! মানুষ যে তাঁর আশীর্বাদ থেকে মুখ ফিরিয়ে অভিশাপে প্রবেশ করেছে, এটা মানুষের দুষ্টতা। লাভের লোভে এবং জৈব লালসা চরিতার্থ করতে গিয়ে মানুষ, যে সব শস্যকনা এবং ফলমূল জীবন ধারনের জন্য দেয়া হয়েছিল সেগুলোকে বিষে রূপান্তরিত করেছে যা তাদের জন্য দুঃখ-কষ্ট এবং ধ্বংস বয়ে আনে। MHBen 313.3
প্রতি বছর লক্ষ লক্ষ গ্যালন উগ্র মদ পান করা হচ্ছে। শোচনীয় অবস্থা, দারিদ্র, দুঃখভোগ, অসম্মান যে․ন লালসা, অপরাধ ও মৃত্যু ক্রয় করতে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। শুধুমাত্র লাভের স্বার্থে তার শিকারের কাছে মদ বিক্রেতা মদ বিক্রি করে থাকে যা শরীর ও মনকে নষ্ট করে এবং ধ্বংস করে। সে মদ্যপায়ীর পরিবারের ওপর দারিদ্র এবং শোচনীয় অবস্থা চাপিয়ে দেয়। MHBen 315.1
যখন তার শিকার মারা যায়, সুরা বিক্রেতা অতিরিক্ত দাবি থেকে তখনও ক্ষান্তহয় না। সে বিধবাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, ছেলেমেয়েদের ভিক্ষাবৃত্তিতে নামায়। স্বামী ও পিতার মদ্যপানের বাকী অর্থ পরিশোধ করতে সে বিদ্ধস্ত পরিবার থেকে জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপকরণটি নিতেও বিন্দুমাত্র দ্বিধা করে না। বেদনাক্লিষ্ট ছেলেমেয়েদের কান্না, যন্ত্রণাদগ্ধ মায়ের কান্না, শুধু মাত্র তাকে উত্তেজিত করে তোলে। এসব দুঃখবেদনা ক্লিষ্ট লোকেরা অনাহারে থাকলে তার কি এসে যায়? যদি তাদের দুর্গতি বৃদ্ধি পায় এবং তারা ধ্বংস হয়ে যায় তাতেই বা তার কি এসে যায়? যাদের সে, সম্পূর্ণ সর্বনাশ করতে যাচ্ছে তাদেরই ওপর কামড় বসিয়ে সে তার সম্পদ গড়ে তোলে। MHBen 315.2
বেশ্যালয়, পাপীদের গোপন আশ্রয়, অপরাধীদের আদালত, কয়েদী, ভবঘুরেদের আড্ডাখানা, পাগলা গারদ, হাসপাতল, এসব স্থানে আগত লোকদের একটা বড় অংশ মদ বিক্রেতাদের কারণেই ভরে যায়। বাইবেলের শেষ অধ্যায়ে বর্ণিত আত্মিক শক্তিসম্পন্ন ব্যাবিলনের মত, সে ক্রীতদাস এবং মানবাত্মা নিয়ে কারবার করছে।”মদ বা সুরা বিক্রেতার পেছনে এবং মানব জাতিকে তার অধীনে আনার জন্য পৃথিবী অথবা নরকের সব দক্ষ আচরণ পরিকল্পনা ও তা প্রণয়নের পেছনে ক্ষমতাধর ধ্বংসকারী শক্তি দাঁড়িয়ে আছে। শহরে ও গ্রামে, রেলগাড়িতে, বড় স্টিমার বা জাহাজে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, বিশাল বিনোদন কেন্দ্রসমূহে, ওষুধ বিক্রেতার দোকানে, এমন কি ধর্ম প্রতিষ্ঠানে, পবিত্র ধর্মীয় অনুষ্ঠানের টেবিলে; তার ফাঁদ পাতা রয়েছে। উগ্র দ্রব্যের প্রতি আগ্রহ সৃষ্টি এবং তা পোষণ করার আগ্রহ জাগ্রত করার মত আর কিছুই বাকি নেই। সাধারণ পানশালার প্রায় সব কোনেই সে অতি উজ্জ্বল আলো নিয়ে দাঁড়িয়ে আছে, সে তুষ্টিকর পানাহারের জন্য আহŸান জানায়, কর্মরত লোকদের আমন্ত্রণ জানায়, অলস ধনী লোকদের এবং আস্থাশীল যুবকযুবতীদের আমন্ত্রণ জানায়। MHBen 315.3
বেসরকারী বা ব্যক্তি মালিকানাধীন পানাহার ঘরগুলোতে এবং ধনী লোকদের দ্বারা পৃষ্ঠপোষিত আশ্রয়কেন্দ্রগুলোতে, নারীসহ আকর্ষণীয় নামের পানীয় সরবরাহ করা হয়, আর সেগুলো সত্যিই উগ্র দ্রব্য। অসুস্থ এবং দুর্বলদের জন্য, ব্যাপকভাবে বিজ্ঞাপন দেয়া আছে, “তিক্ত,” যাতে অধিক পরিমাণে অ্যালকোহল রয়েছে। MHBen 316.1
ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে তীব্র পানীয়ের প্রতি আকাংখা সৃষ্টির লক্ষ্যে মিষ্টান্ন, কেক, পেস্ট্রি, চকলেট ইত্যাদির মাধ্যমে মদ জাতীয় নেশাকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এই ধরনের মিষ্টান্ন, কেক, পানীয়, পেস্ট্রি, চকলেট ইত্যাদি দোকানে বিক্রি হচ্ছে। আর এইসব মিষ্টিজাতীয় খাবারের বদে․লতে তীব্র পানীয় বিক্রেতা তার দিকে ছেলেমেয়েদের আসতে প্ররোচিত করে। MHBen 316.2
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কাজটি চলতেই থাকে। পিতারা, স্বামীরা এবং ভাইয়েরা যারা জাতির স্থায়ীত্ব, আশা এবং গর্ব, তাদের মদ বিক্রেতার শিকারে পরিণত হতে পিছু হতে ছিন্নভিন্ন করতে এবং ধ্বংস করতে অনবরত চাপ দেয়া হচ্ছে। MHBen 316.3
শোচনীয় অবস্থা, অভিশাপ এখনও ঘরের একেবারে প্রাণ কেন্দ্রে আঘাত করছে। অধিক থেকে অধিকতর সংখ্যক মহিলারা মদ পানে আসক্ত হয়ে পড়ছে। অনেক সংসারে, ছোট ছোট ছেলেমেয়ে এমনকি নিরপরাধ ও শিশুকালের অসহায়ত্ব অবস্থা, মদ্যপায়ী মায়েদের অবহেলা, গালাগালি, জঘন্যতার মধ্যে প্রতিদিন ভয়ানক বিপদের মধ্যে অবস্থান করছে। পুত্র ও কন্যারা এই ভয়াবহ মন্দ ছায়ার নীচে বেড়ে উঠছে। তাদের জন্য ভবিষ্যৎ আভাস কি, তবে কি তারা তাদের পিতামাতা অপেক্ষা অধিক অধঃপতিত হবে? MHBen 316.4
তথাকথিত খ্রীষ্টান দেশ থেকে অভিশাপ পে․ত্তলিক অঞ্চলে ছড়িয়ে পড়ছে। দরিদ্র, অজ্ঞ আদিবাসীদের মদের ব্যবহার শিক্ষা দেয়া হয়েছে। এমনকি বিধর্মীদের মধ্যে, বুদ্ধিমান লোকেরা বুঝতে পারে এবং মরণঘাতী বিষ বলে এর বিরোধীতা করে; কিন্তু এর বিধ্বংসী প্রভাব থেকে তারা তাদের দেশকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সভ্য লোকেরা তামাক, মদ, এবং আফিম জাতীয় দ্রব্য বিধর্মী ও পৌত্তলিকদের মধ্যে জোর করে চাপিয়ে দিয়েছে। বিনাশের প্রতি দুর্দমনীয় অনুরাগ, মদ্যপানের কারণে মাতালামি, অচেনা লোকের কাছে সে অতিশয় নীচ প্রকৃতির লোক হিসেবে নিজেকে উপস্থাপন করে, এবং একারণে সেই সব দেশে বা স্থানে ধর্মপ্রচারক প্রেরণ করা প্রায় সম্পূর্ণ ক্সনরাজ্যজনক হয়ে পড়ে। MHBen 316.5
তাদের সংস্পর্শে এসে, যাদের কাছে ঈশ্বরের সম্পর্কে বার্তা দেয়া উচিত ছিল, সেই পৌত্তলিকেরা নিজেদের অপরাধের মধ্যে পরিচালিত করছে যা তাদের সম্পূর্ণ উপজাতি এবং জাতির ধ্বংস প্রমাণ করছে। তাই এই কারণে পৃথিবীর অন্ধকার স্থানগুলোতে সভ্য জাতির লোকেরা ঘৃণিত হয়। MHBen 317.1