স্বাস্থ্য এবং সুখ
২৭ - কড়া মদের অ‣বধ ব্যবসা এবং নিষেধাজ্ঞা
“ধিক সেই ব্যক্তিকে যে তাহার
প্রতিবাসীকে সুরা দেয়, এবং
তাহাকে মাতাল করিয়া তুলে।”
“ধিক্ তাহাকে, যে অধর্ম দ্বারা আপন বাটী, ও অন্যায় দ্বারা আপন উচ কুঠরি নির্ম্মাণ করে, যে বিনা বেতনে আপন প্রতিবাসীকে খাটায়, এবং তাহার শ্রমের ফল তাহাকে দেয় না; যে বলে, আমি আপনার নিমিত্ত এক বৃহৎ বাটী ও প্রশস্ত উচ কুঠরি নির্ম্মাণ করিব; এবং সে আপনার নিমিত্ত বাতায়ন-দ্বার কাটে; আর এরস কাষ্ঠ দিয়া ঘর মুড়ান হয়। ...কিন্তু তোমার চক্ষু ও তোমার অন্তঃকরণ কেবল তোমারই লাভ ও নির্দ্দোষের রক্তপাত এবং উপদ্রবের ও দৌরাত্ম্যের অনুষ্ঠান ব্যতিরেকে আর কিছুই লক্ষ্য করে না।”(যিরমিয় ২২:১৩-১৭)। MHBen 313.1