স্বাস্থ্য এবং সুখ

131/269

২২ - পোশাক

“তিনি তোমাদের যা বলেন তাই কর।”

বাইবেল পোশাকে শালীনতা শিক্ষা দেয়। “সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক।”(১তীমথিয় ২:৯) এই পদটি পোশাকে আকর্ষণীয় ভাব, জাঁকাল রঙ, অমিতব্যয়ী অলঙ্কার নিষেধ করে। পোশাক পরিধানকারীর প্রতি মনোযোগ আকর্ষণকারী কোন নক্শা অথবা বিস্ময় উত্তেজিত করা, শালীন পোশাক থেকে বাদ দেয়া হয়েছে যা ঈশ্বরের বাক্যে নিষেধ করা হয়েছে। MHBen 265.1

আমাদের পোশাক হবে সস্তা- “স্বর্ণ বা রৌপ্য বা বহুমূল্য পরি‪ছদ নয়।”(১তীম ২:৯)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 265.2

অর্থ ঈশ্বর হতে গ‪চ্ছিত একটা বস্তু। এই অর্থ গর্ব অথবা উ‪চাভিলাষ চরিতার্থ করার জন্য আমাদের কাছে গ‪চ্ছিত রাখা হয়নি। ঈশ্বরের সন্তানদের হস্তে এ অর্থ ক্ষুধার্তদের জন্য খাদ্য এবং উলঙ্গদের জন্য বস্ত্রস্বরূপ। এ অর্থ প্রপীড়িতদের জন্য একটি প্রতিরোধ দূর্গ, পীড়িতদের জন্য আরোগ্য লাভের একটি মাধ্যম, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারের একটি মাধ্যম। যে অর্থ এখন লোক দেখাবার জন্য ব্যবহার করা হ‪চ্ছে, তা আপনি বুদ্ধিপূর্বক ব্যবহারের মাধ্যমে অনেক হৃদয়ে সুখ আনয়ন করতে পারতেন। খ্রীষ্টের জীবন চিন্তাকরুন। তাঁর চরিত্র অধ্যয়ন করুন, এবং তাঁর আত্ম-ত্যাগে তাঁর সহভাগি হোন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 265.3

নামধারী খ্রীষ্টান বিশ্বে যে অর্থ দ্বারা সমস্ত ক্ষুধার্ত লোকদের আহার দেয়া যায় এবং উলঙ্গদের বস্ত্র পরান যায়, সেই অর্থ অলঙ্কার এবং অনর্থক ব্যয়বহুল পোশাক আশাকের জন্য ব্যয় করা হ‪চ্ছে। ক্রেতা ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ এবং জাহির করা বা প্রদর্শনী যে অর্থ শোষণ করে, তদ্বারা দরিদ্র এবং দুঃখীজনদের যন্ত্রণা করা এবং দুর্দশা লাঘব করা যেত। ঐ সকল ত্রাণকর্তার প্রেমের সুসমাচার থেকে জগৎকে অন্যায়ভাবে বঞ্চিত করছে। প্রকৃত লক্ষ্য অবসন্ন হ‪চ্ছে। অগনিত লোক খ্রীষ্টান শিক্ষার অভাবে বিনষ্ট হ‪চ্ছে। আমাদের নিজেদের দরজা এবং বিদেশ ব্যতিরেকে পৌত্তলিকেরা এবং অশিক্ষিত এবং পরিত্রাণহীন অবস্থায় রয়েছে। ঈশ্বর তাঁর প্রাচুর্য দিয়ে পৃথিবী ভরপুর করে রেখেছেন। এবং জীবনের আরাম আয়েশ দিয়ে গোলাঘর পূর্ণ করেছেন, একই সঙ্গে তিনি তাঁর সত্যের এক ত্রাণকারী জ্ঞান বিনামূল্যে আমাদের দিয়েছেন, তখন বিধবা এবং পিতৃহীন, পীড়িত এবং যন্ত্রণাভোগী অশিক্ষিত এবং পরিত্রাণহীনদের স্বর্গে প্রবেশ করার একান্ত বাসনা এবং ক্রন্দনের প্রতি আমরা কি অজুহাত দিতে পারি? ঈশ্বরের দিনে যখন আমরা তাঁর সম্মুখাসম্মুখী হব যিনি এই অভাবগ্রস্ত লোকদের জন্য তাঁর জীবন দিয়েছিলেন তখন তারা কি অজুহাত দেবে যারা তাদের সময় এবং অর্থ অসংযম ই‪চ্ছা পূরণের জন্য ঈশ্বর নিষেধ করেছিলেন তবুও তাই করেছে? এরূপ লোকদের প্রতি খ্রীষ্ট একথা‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ বলেন, “কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম, আর তোমরা আমাকে আহার দেও নাই; পিপাসিত হইয়াছিলাম, আর আমাকে পান করাও নাই...; বস্ত্রহীন হয়েছিলাম, আর আমাকে বস্ত্র পরাও নাই; পীড়িত ও কারাগারাস্থ হয়েছিলাম, আর আমার তত্ত্বাবধান কর নাই”(মথি ২৫:৪২, ৪৩)। MHBen 265.4

কিন্তু আমাদের পোশাক হবে শালীন এবং জাঁকজমকহীন, রঙ হবে পাঁকা, সেবাকার্যের উপযোগী। আকর্ষণীয় না হয়ে বরং হবে টেকসই। এটা উষ্ণতা দেবে এবং সংরক্ষণকর। হিতোপদেশে বর্ণিত গুণবতী রমনী “তুষার হইতে ভয় পান না; কারণ তাঁহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে।”(হিতোপদেশ ৩১:২১)। MHBen 267.1

আমাদের পরিধেয় হবে পরিষ্কার। পোশাকে অপরি‪চ্ছন্নতা অস্বাস্থ্যকর এবং এভাবে আমরা শরীর ও আত্মাকে অশুচি করি। ” তোমরা ঈশ্বরের মন্দির।...যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন।”(২ করি ৩:১৬,১৭)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 267.2

সর্বক্ষেত্রে পোশাক হবে স্বাস্থ্যসম্মত। “সর্ব বিষয়ে”ঈশ্বর চান যেন তুমি “সুস্থ থাক” - শরীর ও আত্মার স্বাস্থ্য। আত্মা ও শরীর, উভয়ের স্বাস্থ্যের জন্য তাঁকে নিয়ে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যসম্মত পোশাক দ্বারা উভয়েরই অগ্রগতি সাধন করতে হবে। MHBen 267.3

এতে থাকবে অনুগ্রহ, সৌন্দর্য, প্রাকৃতিক সরলতার উপযুক্ততা। খ্রীষ্ট আমাদের জীবনের গর্বের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন, কিন্তু মাধুর্য এবং প্রাকৃতিক বা স্বাভাবিক সৌন্দর্যের বিরুদ্ধে নয়। তিনি ক্ষেত্রের পুষ্পরাজির প্রতি, প্রষ্ফুটিত কানুড় পুষ্পের পবিত্রতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, “তথাপি... শলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না।”(মথি ৬:২৯)। এরূপে প্রকৃতির বস্তুনিশ্চয় দ্বারা, খ্রীষ্ট সৌন্দর্য বর্ণনা করেন, যা স্বর্গ মূল্যায়ন করে, বিশুদ্ধ, মাধুর্য, সরলতা, পবিত্রতা, উপযুক্ততা, যা বাসনাকে তাঁর কাছে সন্তোষজনক করে তোলে। MHBen 267.4

তিনি আমাদের যে সুন্দর বস্ত্র পরিধান করতে বলেন, তা হ’ল আত্মার বসন। কোন বাহ্যিক বেশভূষা “মৃদু ও প্রশান্ত আত্মার মাধুর্যের সঙ্গে তুলনা করতে পারে না যা তাঁর দৃষ্টিতে বহুমূল্য।” (১পিতর ৩:৪)। MHBen 267.5

যারা ত্রাণকর্তার নীতিমালাকে তাদের পথ প্রদর্শকরূপে গণ্য করে, তাদের কাছে তাঁর প্রতিজ্ঞার বাণীসমূহ কতই না মূল্যবান: “আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও?”... ” ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না?... অতএব ইহা বলিয়াু ভাবিত হইও না, ‘যে, কি পরিব?’ তোমাদের স্বর্গীয় পিতা ত জানেন যে, এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া যাইবে।”(মথি ৬:২৮, ৩০-৩৩)। MHBen 268.1

“যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর।”(যিশাইয় ২৬:৩)। MHBen 268.2