স্বাস্থ্য এবং সুখ
ঈশ্বরের ব্যবস্থার বাধ্যতার ফল
ঈশ্বর ইস্রায়েল সন্তানদের শারীরিক ও নৈতিক বিষয় সব রকম প্রয়োজনীয় নীতিমালা প্রদান করেছিলেন এবং এ নীতিমালাগুলো নৈতিক ব্যবস্থা যা তিনি পালন করতে আদেশ করেছিলেন তার থেকে কোন অংশে গুরুত্বহীন ছিল না: MHBen 261.1
“আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন গাত্রোত্থান কালে ঐ সমস্তের কপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্নস্বরূপে সে সকল বাঁধিয়া রাখিবে, ও সে সকল ভূষণরূপে তোমার দুই চক্ষুর মধ্য স্থানে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহির্দ্বারে তা লিখিয়া রাখিবে।”(দ্বি: বি: ৬:৬-৯)। MHBen 261.2
“ভাবীকালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণ বাক্য বিধি ও শাসন দিয়াছেন, সে সকল কি? তখন তুমি আপন সন্তানকে বলিবে, আমরা মিশর দেশে ফরে․ণের দাস ছিলাম, আর সদাপ্রভু বলবান হস্ত দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন; আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি অদ্যকার মত যেন আমাদিগকে জীবিত রাখেন।”(দ্বি: বি: ৬:২০, ২১, ২৪)। MHBen 261.3
ইস্রায়েল সন্তানরা যে শিক্ষা পেয়েছিলেন তা পালন করলে তার উপকারিতার জন্য পৃথিবীর কাছে স্বাস্থ্য ও সম্পদের উদাহরণ হতো। তারা যদি ঈশ্বরের পরিকল্পনানুসারে জীবন যাপন করত, তবে অন্য জাতিরা যেসব রোগে আক্রান্ত হয় তা থেকে রক্ষা পেত। সব লোকের ওপরে তারা শক্তিতে ও বিচক্ষণতায় স্থান পেত। তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হোত। ঈশ্বর বলেন:- MHBen 261.4
“সকল জাতির মধ্যে তুমি আশীর্বাদ প্রাপ্ত হইবে।”(দ্বি: বি: ৭:১৪)। MHBen 262.1
“আর অদ্য সদাপ্রভুও এই অঙ্গীকার করিয়াছেন যে, তাঁর প্রতিজ্ঞানুসারে তুমি তাঁহার নিজস্ব প্রজা হইবে ও তাঁহার সমস্ত আজ্ঞা পালন করিবে; আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা, কীর্ত্তি ও মর্যাদা স্বরূপ করিবেন, এবং তিনি যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজা হইবে।”(দ্বি: বি: ২৬:১৮, ১৯)। MHBen 262.2
“আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তাবে ও তোমাকে আশ্রয় করিবে। তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদযুক্ত হইবে। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গোবৎস ও তোমার মেষীদের শাবক আশীর্বাদযুক্ত হবে। তোমার ফসলের ঝুড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদযুক্ত হইবে। ভিতরে আসবার সময়ে তুমি আশীর্বাদযুক্ত হইবে, এবং বাহিরে যাবার সময় তুমি আশীর্বাদযুক্ত হইবে।” (দ্বি: বি: ২৮:২-৬)। MHBen 262.3
“সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার, গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোন কার্যে হস্তক্ষেপ কর, তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন; এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিয়াছেন, তথায় তোমাকে আশীর্বাদ করিবেন। সদাপ্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন; কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাঁহার পথে গমন করিতে হইবে। MHBen 262.4
আর পৃথিবীর সমস্ত জাতি দেখিতে পাইবে যে, তোমার উপরে সদাপ্রভুর নাম কীর্তিত হইয়াছে, এবং তাহারা তোমা হইতে ভীত হইবে। আর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তিনি মঙ্গলার্থেই তোমার শরীরের ফলে, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্য্যশালী করিবেন। MHBen 262.5
যথাকালে তোমার ভূমির জন্য বৃষ্টি দিতে ও তোমার সমস্ত হস্তের সমস্ত কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন; এবং তুমি অনেক জাতিকে ঋণ দিবে, কিন্তু আপনি ঋণ লইবে না। আর সদাপ্রভু তোমাকে মস্তকস্বরূপ করিবেন, পুচ্ছস্বরূপ করিবেন না; তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে; কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হইবে।”(দ্বি: বি: ২৮:৮-১৩)। MHBen 262.6
প্রধান যাজক হারোণ এবং তাঁর পুত্রদের নির্দেশ দেয়া হয়েছিল: MHBen 263.1
“তোমরা ইস্রায়েল-সন্তানগণকে এইরূপে আশীর্বাদ করিবে;
তাহাদিগকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন
ও তোমাকে রক্ষা করুন; সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন,
ও তোমাকে অনুগ্রহ করুন; সদাপ্রভু তোমার প্রতি
আপন মুখ উত্তোলন করুন, ও তোমাকে শান্তি দান করুন।
এইরূপে তাহারা ইস্রায়েল-সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করিবে;
আর আমি তাহাদিগকে আশীর্বাদ করিব।”
MHBen 263.2
- গণনা ৬:২৩-২৭।
“তোমার যেমন দিন, তেমনি শক্তি হউক।
হে যিশুরূণ, ঈশ্বরের তুল্য কেহ নাই;
তিনি তোমার সাহার্য্যার্থে আকাশরথে,
নিজ গৌরবে গগণরথে যাতায়াত করেন।
অনাদি ঈশ্বর তোমার বাসস্থান,
নিম্নে অনন্তস্থায়ী বাহুযুগল;
তিনি তোমার সম্মুখ হইতে শত্রুকে দূর করিলেন,
আর বলিলেন, বিনাশ কর।
তাই ইস্রায়েল নির্ভয়ে বাস করে, যাকোবের উৎস একাকী থাকে,
শস্যের ও দ্রাক্ষারসের দেশে বাস করে; আর তাহার আকাশ হইতেও
শিশির ক্ষরে। হে ইস্রায়েল! ধন্য তুমি, তোমার তুল্য কে?
তুমি সদাপ্রভু কর্তৃক নিস্তার প্রাপ্ত জাতি,
তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার উৎকর্ষের খড়গ।
তোমার শত্রুগণ তোমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে,
আর তুমিই তাহাদের উচ্চস্থলী সকল দলন করিবে।
MHBen 263.3
- দ্বি: বি: ৩৩:২৫-২৯।
ইস্রায়েল সন্তানেরা ঈশ্বরের উদ্দেশে পূর্ণ করতে ব্যর্থ হয়েছিল, সে কারণে তাদের যে আশীর্বাদ পাবার কথা ছিল তা তারা পায়নি। কিন্তু যোষেফ, দানিয়েল, মোশি, ইলিশায় এবং অন্যান্য অনেক মহৎ ব্যক্তিরা সঠিক পথে চলার জন্য যে ফল পেয়েছেন তার উদাহরণ আমরা জানি। অনুরূপভাবে বর্তমানেও বিশ্বস্ত লোকেরা একই ফল পাবে। আমাদের কাছে লেখা হয়েছে:- MHBen 264.1
“কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, [ঈশ্বরের] নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁরই গুণকীর্তন কর, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।”(১পিতর ২:৯)। MHBen 264.2
“ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে,
যার বিশ্বাস ভূমি সদাপ্রভু।”
MHBen 264.3
(যিরমিয় ১৭:৭)।
“ধার্ম্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে,
সে লিবানোনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে।
যাহারা সদাপ্রভুর বাটীতে রোপিত,
তাহারা আমাদের ঈশ্বরের প্রাঙ্গণে উৎফুল- হইবে।
তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে,
তাহারা সারস ও তেজস্বী হইবে।”
MHBen 264.4
- গীত ৯২:১২-১৪।
“বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;
তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।
...তখন তুমি নিজ পথে নির্ভয়ে গমন করিবে,
তোমার পায়ে উছোট লাগিবে না।
শয়নকালে তুমি ভয় করিবে না,
তুমি শয়ন করিবে, তোমার নিদ্রা সুখদায়িনী হইবে।
আকস্মিক বিপদ হইতে ভীত হইও না,
দুষ্টের বিনাশ আসিলে তাহা হইতে ভীত হইও না;
কেননা সদাপ্রভু তোমার বিশ্বাস ভূমি হইবেন,
ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন।
MHBen 264.5
- হিতোপদেশ ৩:১,২, ২৩-২৬।