স্বাস্থ্য এবং সুখ
প্রাতিষ্ঠানিক সেবাকার্য
সেবালয় এবং হাসপাতালে, যেখানে নার্সরা অবিরত বহুসংখ্যক রোগীদের সংস্পর্শে আসে, সেখানে সর্বদা নিশ্চিতভাবে আনন্দ ও প্রফুল-তা বিরাজ করা উচিত, এবং প্রতিটা কাজে ও কথায় চিন্তাশীল বিবেচনা প্রদর্শন করতে হবে। এই সব প্রতিষ্ঠানে সর্বগুরুত্বপূর্ণ বিষয়টি এই যে, নার্সনা বুদ্ধিপূর্বক এবং সুন্দর কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করবে। তাদের মনে রাখতে হবে যে, দৈনন্দিন কাজের মধ্যে তারা প্রভু যীশুর সেবা করছে। MHBen 206.1
অসুস্থ ব্যক্তিদের কাছে জ্ঞান পূর্বক কথা বলতে হবে। সেবিকারা প্রতিদিন বাইবেল পাঠ করবেন যেন তারা এমন কথা বলেন যা তাদের আলোকিত করবে এবং কষ্টে সাহায্য করবে। ঈশ্বরের দূতেরা যন্ত্রণা ভোগকারীদের কক্ষে রয়েছেন এবং তারা পরিচর্যা লাভ করছেন এবং যে ব্যক্তি চিকিৎসা এবং সেবা দান করবে তার চারপাশে পরিবেশ বিশুদ্ধ এবং সুগন্ধময়। চিকিৎসক এবং সেবিকারা খ্রীষ্টের নীতিমালা পালন করবে। তাদের জীবনে তাঁর গুণাবলি দৃষ্ট হবে। অতঃপর তারা যা করে এবং বলে তদ্বারা অসুস্থ ব্যক্তি ত্রাণকর্তার নিকটে আকর্ষিত হবে। MHBen 206.2
খ্রীষ্টান সেবিকা, স্বাস্থ্য পুনরুদ্বারকল্পে সেবা দানকালে সন্তুষ্ট চিত্তে এবং কৃতকার্যতার সঙ্গে রোগীর মন, এবং শরীরের নিরাময় দানকারী খ্রীষ্টের নিকটে আনয়ন করবে। এখানে একটু, সেখানে একটু, এ চিন্তাগুলো তাদের প্রভাব লাভ করবে। বয়স্ক সেবিকারা অসুস্থ ব্যক্তির মনোযোগ খ্রীষ্টের নিকটে আনয়ন করবার কোন সুবর্ণ সুযোগ হারাবেন না। তারা শারীরিক নিরাময়ের সঙ্গে আত্মিক নিরাময় একত্র করবার জন্য সদা প্রস্তুত থাকবেন। MHBen 206.3
সদয় এবং কোমলভাবে সেবিকারা শিক্ষা দেবেন যে, যে ব্যক্তি সুস্থ হতে চায় তার অবশ্যই ঈশ্বরের ব্যবস্থা লঘন করা হতে বিরত থাকতে হবে। তাকে পাপময় জীবন মনোনয়ন থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি স্বেচ্ছায় স্বর্গের ব্যবস্থা লংঘন দ্বারা তার নিজের ওপরে ব্যাধি পীড়া এবং দুঃখ কষ্ট আনয়ন করবে, ঈশ্বর তাকে আশীর্বাদ করতে পারেন না। কিন্তু খ্রীষ্ট, পবিত্র আত্মার মাধ্যমে মন্দ পরিত্যাগ করে উত্তম কাজ করতে তাদের নিকটে একটি নিরাময় দানকারী শক্তি রূপে আসবেন। MHBen 206.4
ঈশ্বরের নিমিত্ত যাদের প্রেম নেই, তারা বিরামহীন আত্মা এবং শরীরের সর্বোত্তম স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাবে। কিন্তু যারা সাম্প্রতিক পাপময় বিশ্বে ঈশ্বরের প্রতি আজ্ঞাবহতায় জীবনযাপনের গুরুত্বের প্রতি সজাগ তারা প্রতিটা মন্দ অভ্যাস থেকে পৃথক হবে, তাদের হৃদয়ে কৃতজ্ঞতা এবং প্রেম স্থান করে নেবে। তারা জানে যে, খ্রীষ্ট তাদের বন্ধু। অনেক ক্ষেত্রে এইরূপ উপলব্ধি করা হয় যে, তাদের এমন একজন বন্ধু আছে যিনি অসুস্থতার মধ্যে সর্বোৎকৃষ্ট সেবা এবং চিকিৎসাদানকারী অপেক্ষা অধিক কিছু। MHBen 207.1
কিন্তু উভয় প্রকার পরিচর্যাকার্য অপরিহার্য। ওগুলো পরস্পর হাত ধরাধরি করে বা একসঙ্গেই চলবে। MHBen 207.2
*****