স্বাস্থ্য এবং সুখ

95/269

অসুস্থ লোকদের সহিত সাক্ষাৎ

যথার্থ দয়া, শিষ্টাচারের মাধ্যমে একটি ভ্রান্ত ধারণা এনে দেয় যে, রোগীর সঙ্গে খুব বেশী দেখা সাক্ষাতের সুযোগ নেয়া। খুব বেশী অসুস্থ লোকদের কাছে আগুন্তক থাকবে না। (টেলিফোনে) আহ্বায়কের কথা শুনে উত্তেজনা রোগীকে খুব চিন্তাভাবনায় ফেলে দেয়, যে সময় তার নীরবতা এবং বিরক্তহীন বিশ্রাম প্রয়োজন। MHBen 205.2

নিরাময় লাভকারী একজন বংশগত, পুরাতন রোগে আক্রান্ত ব্যক্তি জানতে পেরে খুবই খুশী হবে যে, তাকে প্রায়ই স্মরণ করা হয়; কিন্তু এই নিশ্চয়তা তাকে দেয়া হয় একটা সহানুভূতির বার্তা বা ছোট একটা উপহার পাঠিয়ে দিয়ে যা প্রায়ই একবার ব্যক্তিগত সাক্ষাৎ অপেক্ষা অধিক উপকারে আসে, আর এতে বিপদের কোন আশঙ্কা থাকে না। MHBen 205.3