মহা বিবাদ

8/44

৫ম অধ্যায় - খৃষ্টের পরিচর্যা কার্য

শয়তান তার পরীক্ষা গুলি শেষ করার পরে এক নির্দিষ্ট সময়ের জন্যে যীশুর কাছ থেকে প্রস্থান করে, আর দূতগণ তাঁর জন্যে প্রান্তরে ও তাকে সবল করেন, আর তাঁর পিতার আশীর্বাদ তাঁর উপরে থাকে। শয়তান তাঁর প্রচণ্ড তম প্রলোভন গুলিতে বিফল হয়েছিল। তথাপি সে যীশুর পরিচর্যার কালের দিকে দৃষ্টি প্রসারিত করে, যখন সে বিভিন্ন সময়েতে তাঁর বিরুদ্ধে তাঁর চাতুরী পরীক্ষা করবে। সে তখনো তাঁর বিরুদ্ধে জয়ী হবার আশা করে, তাদেরকে উত্তেজিতকরার দ্বারা যারা তাকে গ্রহণ করবে না, তাকে ঘৃণা করবে ও তাকে বিনাশ করার চেষ্টা করবে। তাঁর দূতগণের সঙ্গে শয়তান এক বিশেষ মন্ত্রণাসভা করে। তারা নিরাশ ও ক্ষুব্ধ ছিল যে ঈশ্বরের পুত্রের বিরুদ্ধে তারা কিছুই প্রচলিত করতে পারেনি। তারা স্থির করে যে তাদেরকে আরো চতুর হতে হবে ও তাঁর জগতের ত্রাণকর্তা হবার উদ্দেশে তাঁর আপন জাতির মনে অবিশ্বাস অনুপ্রাণিত করতে তাদের ক্ষমতার চরম প্রচেষ্টা ব্যবহার করতে হবে, আর এ উপায়ে যীশুকে তাঁর উদ্দেশ্যে নিরাশ করবে। তাদের ক্রিয়া-কর্ম ও যাগযজ্ঞে যিহূদীরা যত নিয়মনিষ্ঠ হোক না কেন, তারা যদি ভাববাণী সমূহের প্রতি তাদের দৃষ্টি অন্ধ রাখে, ও তাদের বিশ্বাস করায় যা হবে এক পরাক্রমী জাগতিক রাজা যে এই ভাববণী সমূহ পূর্ণ করবে, তারা এক ভাবী মসীহের জন্যে তাদের মন প্রসারিত রাখবে। GCBen 16.1

আমাকে অতঃপর দেখানো হয় যে শয়তান ও তাঁর দূতগণ খৃষ্টের পরিচর্যা ব্যাপী বড়ই ব্যস্ত থেকে, মনুষ্যদেরকে অবিশ্বাস, বিদ্বেষ ও অবজ্ঞা দ্বারা উৎসাহিত করে। প্রায়শঃ যীশু যখন তাদের পাপরাশি নিন্দা করে কিছু উগ্র সত্য উচ্চারণ করেন, তারা ক্ষুব্ধ হতো। শয়তান ও তাঁর দূতেরা ঈশ্বরের পুত্রের জীবন নিতে তাদেরকে উত্তেজিত করে। একবার তাঁর প্রতি নিক্ষেপ করতে তারা পাথরাদি তুলে নেয়, পরন্তু দূতগণ তাকে বিপদ থেকে রক্ষা করেন, ও ক্ষুব্ধ জনতা থেকে তাঁকে এক নিরাপদ স্থানে বহন করে নিয়ে যান। আবার যেমন সুস্পষ্ট সত্য তাঁর পবিত্র ওষ্ঠদ্বয় থেকে নির্গত হয়, জনতা তাঁকে ধরে ফেলে ও তাঁকে এক পাহাড়ের খাড়া কিনারে চালিত করে। আপনাদের মধ্যে এক বিবাদ ওঠে, তাঁকে নিয়ে কি করা উচিত, যখন আবার দূতেরা তাঁকে জনতার দৃষ্টি থেকে লুকোন, আর তিনি তাদের মধ্য দিয়ে বিচরণ করে তাঁর পথে চলে যান। GCBen 16.2

শয়তান তবুও আশা করে পরিত্রাণের মহান পরিকল্পনা বিফল হবে। যীশুর বিরুদ্ধে সমস্ত লোকের হৃদয় কঠিন করতে ও তাদের আবেগ নির্মম করতে সে তাঁর সমস্ত ক্ষমতা বিস্তৃত করে। সে আশা করে যে ঈশ্বরের পুত্র রূপে তাকে যারা গ্রহণ করবে তাদের সংখ্যা এত অল্প হবে যে যীশু এত ছোট্ট এক দলের জন্যে তাঁর দুঃখভোগ ও বলিদান অতীব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করবেন না। কিন্তু আমি দেখি যে যদি কেবল দুজন থাকতো যারা যীশুকে ঈশ্বরের পুত্র বলে গ্রহণ করেছে, তাদের আত্মার করার উদ্দেশে তিনি তাঁর পরিকল্পনা সম্পাদন করতেন। GCBen 16.3

যীশু তাঁর কার্য আরম্ভ করেন সেই ক্ষমতা ভেঙ্গে দেবার দ্বারা যা শয়তান দুর্দশাগ্রস্তদের ওপরে চালিয়ে গেছে। তিনি তাদের সুস্থ করেন যারা তাঁর মন্দ ক্ষমতাঁর দ্বারা কষ্টভোগ করেছিল। অসুস্থদেরকে তিনি স্বাস্থ্যে পুনঃদ্ধার করেন, খঞ্জদেরকে সুস্থ করেন, এবং তাদের হৃদয়ের আনন্দে, ও ঈশ্বরের গৌরবে তাদেরকে লক্ষ্য দেয়া ঘটান। অন্ধদের প্রতি তিনি দৃষ্টি প্রদান করেন। তাদের স্বাস্থ্য ফিরিয়ে দেন যারা বহু বছর শয়তানের নিষ্ঠর ক্ষমতাঁর দ্বারা হীনবল ও আবদ্ধ হয়ে এসেছিল। দুর্বল, উদ্বিগ্ন ও নিরাশ হওয়াদেরকে তিনি সদয় বাক্যসমূহে সান্ত্বনা দেন। মৃতগণকে তিনি জীবনে উত্থিত করেন, আর তারা তাঁর ক্ষমতাঁর পরাক্রমী প্রদর্শন ঈশ্বরের গৌরব করে যারা তাঁর ওপরে বিশ্বাস করেছিল তিনি তাদের জন্য পরাক্রমের সঙ্গে শ্রম সিদ্ধ করেন। আর দুর্বল, দুর্দশা ভোগ কারীদেরকে যাদের শয়তান বিজয়ে ধরে রেখেছিল, যীশু তাঁর হস্তমুষ্ঠি থেকে ছিনিয়ে আনেন, আর তাঁর ক্ষমতাঁর দ্বারা তাদের উদ্দেশে দেহের সুস্থতা, ও মনের আনন্দ ও সন্তোষ আনেন। GCBen 16.4

খৃষ্টের জীবন ছিল উপচিকীর্ষা, সহানুভূতি ও প্রেমে পূর্ণ। যারা তাঁর কাছে আসে তাদের দুঃখ-কষ্ট শুনতে ও লাঘব করতে তিনি সদাই মনোযোগী ছিলেন। জনসমূহ তাদের আপন আপন দেহের ঐশ্বরিক ক্ষমতাঁর প্রমাণগুলি বহন করে। তথাপি তাদের অনেকে কার্যটি সংঘটিত হবার মুহূর্ত পরেই বিনীত, অথচ পরাক্রমী শিক্ষকের বিষয়ে লজ্জিত ছিল। যেহেতু অধ্যাপকেরা তাঁর ওপরে বিশ্বাস করে নি, তারা যীশুর সঙ্গে দুঃখভোগ করতে ইচ্ছুক ছিল না। তিনি ছিলেন এক ব্যথার পাত্র ও যাতনার সঙ্গে পরিচিত। কিন্তু অল্পজনই তাঁর শান্ত-সংগত, আত্মত্যাগী জীবনের দ্বারা পরিচালিত হওয়া সহ্য করতে পারতো। জগতের প্রদান করা সম্মান তারা উপভোগ করার ইচ্ছে করে। অনেকেই ঈশ্বরের পুত্রের অনুসরণ করে, ও তাঁর শিক্ষা-অনুজ্ঞা শ্রবণ করে। সেই বাক্যসমূহের সম্বন্ধে পরিতৃপ্ত হয় যা এমন করুণার সঙ্গে তাঁর ওষ্ঠ হতে পতিত হয়। তাঁর বাক্যসমূহ তাৎপর্যপূর্ণ ছিল, তথাপি এতই সরল ছিল যে দুর্বলতমেরাও বুঝতে পারতো। GCBen 16.5

শয়তান ও তাঁর দূতেরা ব্যস্ত ছিল। তারা যিহূদীদের চোখ অন্ধ করে ও বোধশক্তি আচ্ছন্ন করে। তাঁর জীবন নিতে শয়তান লোকদের প্রধান ও অধ্যক্ষদেরকে উত্তেজিত করে। তাদের কাছে যীশুকে আনতে তারা আধিকারিকদেরকে প্রেরণ করে, আর যেখানে তিনি ছিলেন যেমন তারা তাঁর কাছে আসে, তারা প্রচুররূপে বিস্মিত হয়। তারা দেখে যেমন তিনি মানব দুঃখ-কষ্ট স্বচক্ষে দেখেন যীশু উত্তেজিত হন। তারা দেখে তিনি দুর্বল ও মনোব্যথায় পীড়িতদের প্রতি ভালবাসা ও স্নেহশীলতায় উৎসাহভরে কথা বলেন। তারা তাকে এও বলতে শোনে, এক কতৃত্বের কণ্ঠে শয়তানের ক্ষমতাকে ভৎসনা করতে, ও তাঁর দ্বারা ধরে রাখা বন্দিদের মুক্ত হয়ে চলে যাবার জন্য আদেশ করতে। তাঁর ওষ্ঠ থেকে পতিত জ্ঞানের বাক্যসমূহ তারা শ্রবণ করে। আর তারা মুগ্ধ হয়। তারা তাকে স্পর্শ করতে পারে না। যীশু বিনেই তারা যাজক ও প্রাচীনদের কাছে ফিরে যায়। তারা আধিকারিকদের দ্বারা জিজ্ঞাসিত, তাকে তোমরা কেন আন নি? তাঁর চিহ্ন কার্যসমূহ যা তারা স্বচক্ষে দেখেছিল ও প্রেম ও জ্ঞানের পবিত্র বাক্যসমূহ যা তারা শুনেছিল তাঁর বিষয়ে তারা বর্ণনা করে, ও এই বলে শান্ত হয়, এ ব্যক্তি যেরূপ কথা বলেন, কোন মানুষে কখনও এরূপ কথা কহে নাই। তারাও প্রতারিত হয়েছে বলে প্রধান যাজকেরা তাদেরকে অভিযুক্ত করে। কেউ কেউ লজ্জিত হয় যে তারা তাকে আনে নি। প্রধান যাজকেরা এক বিদ্রুপের ধারায় জিজ্ঞেস করে অধ্যক্ষদের কেউ তাঁর সম্বন্ধে বিশ্বাস করেছিল কিনা। আমি দেখি যে অনেক শাসক ও প্রাচীনবর্গ যীশুর ওপরে বিশ্বাস করে বই কি। কিন্তু তা মেনে নিতে শয়তান তাদেরকে ধরে রাখে। ঈশ্বরকে ভয় করার চেয়ে তারা লোকদের নিন্দা-ভৎসনা বেশী ভয় করে। GCBen 16.6

এ পর্যন্ত শয়তানের চতুরতা ও বিদ্বেষ পরিত্রাণের পরিকল্পনা ভাঙ্গে নি। যে জন্যে যীশু জগতের মাঝে আসেন তা সম্পাদনের জন্যে সময় নিকটবর্তী হচ্ছিল। শয়তান ও তাঁর দূতেরা একত্রে পরামর্শ করে, তাঁর রক্তের জন্য, সাগ্রহে প্রচার করতে ও নিষ্ঠুরতা উদ্ভাবন করতে ও তাঁর ওপরে অবজ্ঞা-উপহাসি স্তুপীকৃত করতে তাঁর আপন জাতিকে অনুপ্রাণিত করতে স্থির করে। সে আশা করে যে যীশু তেমন ব্যবহারে বিরক্ত হবেন, তাঁর নম্রতা ও মৃদুতা বজায় রাখবেন না। GCBen 17.1

যখন শয়তান তার পরিকল্পনাগুলি প্রস্তুত করে, যীশু তাঁর শিষ্যদের কাছে মনোযোগের সঙ্গে উন্মুক্ত করছিলেন যে দুঃখভোগের মধ্যে দিয়ে তাকে অবশ্যই যেতে হবে। যে তিনি ক্রুশারোপিত হবেন, ও যে তিনি আবার তৃতীয় দিনে উত্থিত হবেন। কিন্তু তাদের বোধশত্তি ভোঁতা বলে মনে হয়। তিনি তাদেরকে যা বলেন তা তারা হৃদয়ঙ্গম করতে পারেন না। GCBen 17.2

______________________________________
লুক ৪:১৯( যোহন ৭: ৪৫-৪৮( ৮:৫৯ দেখুন।
GCBen 17.3