মহা বিবাদ

39/44

৩৬শ অধ্যায় - যাকোবের সঙ্কট-সময়

আমি দেখি ধার্মিকেরা নগরগুলি ও গ্রামগুলি ছাড়ছে, ও দলে দলে একত্রে সংযুক্ত হচ্ছে, ও অত্যন্ত নিভৃত স্থানে বাস করছে। দূতগণ তাদেরকে খাদ্য ও জল সরবরাহ করেন, কিন্তু দুষ্টেরা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। তখন আমি দেখি পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা একত্রে পরামর্শ করছে, আর শয়তান ও তারা দূতেরা তাদের চারিপাশে ব্যস্ত। আমি দেখি এক লিখন, ও দেশের বিভিন্ন অংশ তার প্রতিলিপিগুলি ছড়িয়ে থেকে, লিখিত নির্দেশ দিচ্ছে, যে যদি না ধাৰ্মিকেরা তাদের অদ্ভুত বিশ্বাস ত্যাগ করে, বিশ্রামদিন ত্যাগ করে, ও প্রথম দিন পালন করে, তেমন এক সময়ের পরে, তাদেরকে মেরে ফেলতে, তারা স্বাধীন ছিল। তবে এই সময়ে সাধুগণ শান্ত ও সুস্থির থেকে, ঈশ্বর আস্থা রাখছিল, ও তাঁর প্রতিশ্রুতির ওপরে হেলান দিচ্ছিল, যে তাদের জন্যে মুক্তির এক পথ করা হবে। কোনো কোনো স্থানে, লিখিত আদেশ পালিত হবার সময়ের পূর্বে, তাদেরকে বধ করতে দুষ্টেরা ধার্মিকদের ওপরে মহাবেগে ধাবিত হয়, তবে যুদ্ধের লোকদের আকারে দূতেরা তাদের জন্যে লড়াই করেন। পরাৎপরের সাধুগণকে বিনষ্ট করার বিশেষ সুযোগ শয়তান পেতে চায়। কিন্তু তার লোকদের ওপরে নজর রাখতে ঈশ্বর তাঁর দূতগণকে নির্দেশ দেন। কারণ ঈশ্বর তাদের সঙ্গে এক অঙ্গীকার করে সম্মানিত হবেন যারা তাদের আশেপাশে বিধর্মীদের সাক্ষাতে তাঁর ব্যবস্থা পালন করেছিলেন।আর যীশু সেই বিশ্বস্ত, প্রতীক্ষাকারীদের রূপান্তরিত করে সম্মানিত হবেন, যারা দীর্ঘকাল ধরে তাদের মৃত্যু না দেখে, তাঁর প্রত্যাশা করেছিল। GCBen 77.1

শীঘ্রই আমি দেখি ধার্মিকেরা মহা মানসিক যন্ত্রণা ভোগ করছে। জগতের দুষ্ট নিবাসীদের দ্বারা তাদেরকে বেষ্টিত মনে হয়। প্রতিটি উপস্থিতি (অপচ্ছায়া) তাদের বিপক্ষে ছিল। দুষ্টদের হস্ত দ্বারা অবশেষে বিনষ্ট হতে ঈশ্বর তাদেরকে পরিত্যাগ করেছিলেন বলে কেউ কেউ ভয় করতে শুরু করে। কিন্তু যদি তাদের চক্ষু খোলা যেতো, তারা দেখতে পেত নিজেরা ঈশ্বরের দূতগণ দ্বারা বেষ্টিত রয়েছে। পরে আসে ক্রুদ্ধ দুষ্টদের জনসমূহ, আর তার পরে মন্দ দূতগণের এক দল, দুষ্টদের সঙ্গে মিলিত হয়ে সাধুগণকে বধ করতে। কিন্তু যেমন তারা তাদের দিকে অগ্রসর হবার চেষ্টা করে, তাদেরকে প্রথমে এই পরাক্রমী, পবিত্র দূতগণকে পার হয়ে যেতে হবে, যা ছিল অসম্ভব। ঈশ্বরের দূতগণ তাদেরকে পিছু হটানো ঘটাচ্ছিলেন, তাছাড়া সেই মন্দ দূতগণকে যারা তাদের ওপরে এসে পড়ছিল হাটিয়ে দেয়া ঘটাচ্ছিলেন। ধার্মিকদের কাছে সে ছিল ভীষণ ভয়ানক যন্ত্রণার সময়। উদ্ধারের জন্যে তারা দিনে ও রাতে ঈশ্বরের কাছে ক্রন্দন করে। বাহ্যিক আপাতঃদৃষ্টিতে তাদের পলায়নের কোনো সম্ভব ছিল না। দুষ্টেরা ইতিমধ্যেই তাদের সাফল্যের আনন্দপ্রকাশ শুরু করে, ও চিৎকার করে বলছিল, আমাদের হস্ত হতে তোমাদের ঈশ্বর কেন তোমাদেরকে উদ্ধার করছে না? কেন তোমরা ঊৰ্দ্ধ উঠে যাচ্ছ না ও তোমাদের জীবন রক্ষা করছে না? ধার্মিকেরা তাদের বাক্যে কর্ণপাত করে না। তারা যাকোবের মতন ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করছিল। দূতগণ তাদেরকে উদ্ধার করার প্রবল ইচ্ছে করেন, কিন্তু তাদেরকে তখনো কিছুক্ষণ বিলম্ব করতে হবে, ও পেয়ালা থেকে পান করতে হবে, ও বাপ্তিষ্মের দ্বারা বাপ্তাইজিত হতে হবে। দূতগণ তাদের জিন্মায় বিশ্বস্ত থেকে, তাদের চৌকি রাখেন। সময় প্রায় আগত যখন ঈশ্বর তাঁর পরাক্রমী ক্ষমতা প্রকাশ করবেন, ও গৌরবের সঙ্গে তাদেরকে উদ্ধার করবেন। বিধর্মীদের মধ্যে তাঁর নাম ঈশ্বর-নিন্দিত হতে দেবেন না। তাঁর নামের গৌরবের জন্যে তাদের প্রত্যেক জনকে উদ্ধার করবেন যারা ধৈর্যের সঙ্গে তাঁর জন্যে প্রতীক্ষা করে, ও যাদের নাম পুস্তকে লিখিত আছে। GCBen 77.2

আমাকে ফিরে নোহের দিকে নির্দেশিত করা হয়। বৃষ্টি নেমে আসে, বন আসে। নোহ ও তাঁর পরিবার জাহাজে প্রবেশ করেছিলেন, আর ঈশ্বর তাদেরকে ভেতরে আবদ্ধ করেন। নোহ বিশ্বস্তভাবে প্রাচীন জগতের নিবাসীগণকে সতর্ক করেছিলেন, যখন তারা তাকে বিদ্রুপ ও পরিহাস করে। আর যেমন জল পৃথিবীর ওপরে নেমে আসে, আর যেমন একের পর এক লোক জলে ডুবছিল, তারা সেই জাহাজটিকে দেখে যার বিষয়ে তারা কতই কৌতুক তামাশা করে, জলের ওপর দিয়ে ভেসে চলছিল, বিশ্বস্ত নোহ ও তাঁর পরিবারকে রক্ষা করছিল। তেমনি আমি দেখি যে ঈশ্বরের লোকেরা, যারা তাঁর আগামী ক্রোধের বিষয়ে জগৎকে সতর্ক করেছিল, উদ্ধারপ্রাপ্ত হবে। তারা বিশ্বস্তভাবে পৃথিবীর নিবাসীগণকে সতর্ক করেছিল। আর ঈশ্বর তাদেরকে বিনষ্ট করতে দুষ্টদেরকে অনুমতি দেবেন না যারা রূপান্তরে প্রত্যাশা করছিল, ও যারা পশুর আজ্ঞাপ্তির প্রতি মাথা নোয়াবে না, ও আমি দেখি যে যদি দুষ্টেরা ধাৰ্মিকগণকে বধ করতে অনুমতিপ্রাপ্ত হয়, শয়তান ও তার সমস্ত মন্দ বাহিনী যারা ঈশ্বরকে ঘৃণা করে, তৃপ্ত হবে। আর ও, তার পৈশাচিক মহিমার জন্যে তা কি এক সাফল্যের সময় হবে, অন্তিম শেষের দ্বন্দ্বে, তাদের ওপরে ক্ষমতা রাখতে, যারা তাকে দেখতে এক দীর্ঘকাল প্রতীক্ষা করেছিল যাঁকে তারা ভালবাসে। ধার্মিকগণের ঊৰ্দ্ধে গমনের বিষয়ের ধারণার (মতের) সম্বন্ধে যারা উপহাস করেছে, তারা তাঁর লোকদের জন্যে ঈশ্বরের তত্ত্বাবধান, ও তাদের গৌরবময় উদ্ধার স্বচক্ষে দেখবে। GCBen 77.3

যেমন ধার্মিকেরা নগরগুলি ও গ্রামগুলি ত্যাগ করে, তারা দুষ্টদের দ্বারা পশ্চাদ্ভাবিত হয়। সাধুগণকে হত্যা করা জন্যে তারা তাদের তরোয়াল ওঠায়, কিন্তু সেগুলি ভেঙ্গে যায়, ও খড়ের ন্যায় শক্তিহীন অবস্থায় পতিত হয়। ঈশ্বরের দূতেরা সাধুগণকে আচ্ছাদন করেন। যেমন তারা উদ্ধারের জন্যে দিন ও রাত ক্রন্দন করে, তাদের ক্রন্দন ঈশ্বরের কাছে পৌঁছোয়। GCBen 77.4

______________________________________
আদিপুস্তক ৬ ও ৭ অধ্যায়( ৩২:২৪-২৮( গীতসংহিতা ৯১ অধ্যায়(মথি ২০:২৩( প্রকাশিত বাক্য ১৩:১১-১৭ দেখুন।
GCBen 77.5