পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

89/333

পুনর্মিলন

ভাইয়েরা ভয়ে এবং বিস্ময়ে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। মিসরের শাসনকর্তা হলেন তাদের ভাই যোষেফ, যাকে তারা প্রচন্ড হিংসা করত এবং যাকে তারা হত্যা করতে চেয়েছিল, কিন্তু শেষে ক্রিতদাস হিসাবে বিক্রি করেছিল! তার সাথে যত খারাপ ব্যবহার করেছিল সবই তাদের মনের পর্দায় ভেসে উঠল। তাদের আরো মনে পড়ল যে তার স্বপ্নগুলিকে তারা কত ঘৃণা করত এবং এই স্বপ্ন বাস্তবায়ন যাতে না হয় তার জন্য কত প্রচেষ্টাই না তারা চালিয়েছিল। তথাপি তারা সেগুলি পূরণার্থেই তারা আপন আপন ভূমিকা রেখেছে। এখন যেহেতু ওরা সম্পূর্ণই তারই নিয়ন্ত্রণে ও নিশ্চয়ই ঐ অন্যায়ের প্রতিশোধ নেবে। PPBeng 160.1

তাদের বিহবলতা দেখে তিনি দয়ার স্বরে বললেন, “বিনয় করি, আমার নিকটে আইস”, তারা কাছে এলে পর তিনি বলতে থাকলেন, “আমি যোষেফ, তোমাদের ভাই, যাহাকে তোমরা মিসরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে। কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তেমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন।” তার প্রতি তাদের নিষ্ঠুরতার জন্য তারা যথেষ্ট কষ্ট পেয়েছে ভেবে, তিনি মহত্বের সাথে তাদের তিক্ততা ও আত্ম-অনুশোচনা দূর করতে চাইলেন । PPBeng 160.2

“আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিগকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন । তোমরা শীঘ্র করিয়া আমার পিতার নিকটে যাও, তাঁহাকে বল, তোমার পুত্র যোষেফ এইরূপ বলিল, “ঈশ্বর আমাকে সমস্ত মিসর দেশের কর্তা করিয়াছেন; তুমি আমার নিকটে চলিয়া আইস, বিলম্ব করিও না। তুমি ... গোশন প্রদেশে বাস করিবে।...কেননা আর পাঁচ বৎসর দুর্ভিক্ষ থাকিবে; পাছে তোমার ও তোমার পরিজনের ও তোমার সকল লোকের দৈন্যদশা ঘটে।” “পরে যোষেফ আপন ভাই বিন্যামীনের গলা ধরিয়া রোদন করিলেন, এবং বিন্যামীনও তাঁহার গলা ধরিয়া রোদন করিলেন । আর যোষেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন, ও তাঁহাদের গলা ধরিয়া রোদন করিলেন; তাহার পরে তাঁহার ভ্রাতারা তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।” তারা বিনীত ভাবে তাদের অপরাধ স্বীকার করল ও তার ক্ষমা ভিক্ষা করল। PPBeng 160.3

যা ঘটেছিল তার সংবাদ দ্রুত রাজার নিকট পৌঁছাল। তিনি প্রশাসকের আমন্ত্রণে এই বলে অনুমোদন করলেন যে, “সমস্ত মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য তোমাদেরই।” PPBeng 161.1

আনন্দজনক সংবাদসহ যাকোবের ছেলেরা তাদের পিতার কাছে পৌঁছাল। “যোষেফ এখনও জীবিত আছে, আবার সমস্ত মিসর দেশের উপরে সেই শাসনকর্তা হইয়াছে।” প্রথমে বৃদ্ধ অভিভূত হয়ে পড়লেন; যা শুনলেন তা বিশ্বাস করতে পারছিলেন না; কিন্তু যখন তিনি মাল বোঝাই গাড়ী ও পশুর বহর দেখতে পেলেন, এবং যখন বিন্যামীন আবার তার সঙ্গে মিলিত হল, তখন তিনি বিশ্বাস করলেন। আনন্দের আতিশয্যে তিনি চিৎকার করে উঠলেন, “এই যথেষ্ট, আমার পুত্র যোষেফ এখনও জীবিত আছে; আমি গিয়া মরিবার পূর্বে তাহাকে দেখিব ।” PPBeng 161.2

দশ ভাইয়ের জন্য আর একটি অবমাননাকর কাজ বাকী ছিল। এখন তারা তাদের পিতার নিকট সেই প্রতারণা ও নিষ্ঠুরতার কাহিনী স্বীকার করল যা এত কাল তার ও তাদের জীবনকে তিক্ত করে রেখেছিল। যাকোব অবশ্যই এত নীচু অপরাধ যে তাদের দ্বারা সম্ভব, তা সন্দেহ করেন নি, কিন্তু তিনি তা এখন তাদের বিরুদ্ধে ধরে রাখলেন না, এবং তিনি তার বিপথগামী ছেলেদের ক্ষমা করলেন ও আশীর্বাদ করলেন। PPBeng 161.3

শীঘ্রই পিতা ও ছেলেরা, তাদের পরিবার, তাদের মেষপাল, পশুপাল, তাদের দাস-দাসী, সমস্ত কিছু সহ মিসরের পথে যাত্রা করলেন। রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে ঈশ্বরের ধ্বনি আসল, “তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সে স্থানে তোমাকে বৃহ জাতি করি। আমিই তোমার সঙ্গে মিসরে যাইব, এবং আমিই তথা হইতে তোমাকে ফিরাইয়া আনিব।” PPBeng 161.4

অব্রাহামকে এমন এক বংশের প্রতিজ্ঞা করা হয়েছিল যাদের সংখ্যা আকাশের নক্ষত্রসমূহ হতেও অধিক; কিন্তু অদ্যাবধি এই মনোনীত জাতির সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। আর কনান দেশ শক্তিশালী পৌত্তলিকতার উপজাতিদের অধীন ছিল যাদের “চতুর্থ পুরুষ” পর্য্যন্ত বিতাড়িত করা সম্ভব হয়নি। যদি ইস্রায়েলের বংশধর এত অধিক হয় তবে হয় তারা দেশের অধিবাসীদের তাড়িয়ে দিতে হবে নতুবা নিজেরা সমস্ত জাতিদের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। যদি তারা কনানীয়দের সাথে মিশে তাহলে তারা পৌত্তলিকতার মধ্যে জড়িয়ে পড়তে পারে। মিসর ঈশ্বরের লক্ষ্য বাস্তবায়নের জন্য এক উপযুক্ত পরিবেশ প্রদান করেছিল। দেশের একটি অংশ, যা উপযুক্ত জলসিক্ত ও উর্বর ছিল, তাদের দেয়া হল, যেখানে তাদের দ্রুত বৃদ্ধি বাস্তবায়ন সম্ভব হয়ে উঠল । আর মিসরের পৌত্তলিকতার অংশ গ্রহণ থেকে দূরে থেকে, তারা একটি বিশেষ ও পৃথক জাতি হবে । PPBeng 161.5

মিসরে পৌছার পর দলটি সোজা গোপন প্রদেশের দিকে চলেন । রাজকীয় পরিষদবর্গ দ্বারা পরিবেষ্টিত হয়ে, আপন রাজকীয় যানে চড়ে যোষেফ ঐখানে তাদের সহিত সাক্ষাৎ করতে গেলেন। একটিই চিন্তা তার মনকে আচ্ছন্ন করেছিল, একটি আকাঙ্ক্ষা তার হৃদয় ছেয়ে উঠেছিল। যখন তিনি ভ্রমণকারীদের এগিয়ে আসতে দেখলেন তখন যে ভালবাসা অনেক বৎসর যাবৎ চাঁপা দিয়ে রেখেছিল, তা আর বাঁধ মানল না। তিনি নিজ যান হতে নেমে তার পিতাকে স্বাগত জানাতে দ্রুত এগিয়ে গেলেন। “আর তাহাকে দেখা দিয়া তাঁহার গলা ধরিয়া অনেকক্ষণ রোদন করিলেন। তখন ইস্রায়েল যোষেফকে বলিলেন, এখন স্বাচ্ছন্দ্যে মরিব, কেননা তোমার মুখ দেখিতে পাইলাম, তুমি এখনও জীবিত আছ।” PPBeng 162.1

যোষেফ তার ভাইদের পৌত্তলিক রাজদরবারে প্রলোভন হতে রক্ষা করতে চাইলেন; সুতরাং তিনি তাদের পরামর্শ দিলেন যে তারা যেন সম্রাটকে তাদের সঠিক পেশা সম্বন্ধে বলে। যাকোবের সন্তানেরা তার পরামর্শ অনুসারে কাজ করলেন। আর তারা সযত্নে ব্যাখ্যা করলেন যে তারা এখানে চিরস্থায়ী ভাবে বাস করতে আসেন নি, কিন্তু মাত্র কিছু দিনের জন্য ভ্রমণকারীরূপে থাকবেন; আর এভাবে তারা ফিরে যাবার অধিকারও সংরক্ষণ করলেন । PPBeng 162.2