পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

79/333

২০—যোষেফের আশ্চর্য্য কাহিনী

ইতিমধ্যে যোষেফ তার বন্দীকারীদের সহিত মিসরের পথে চললেন। দূরের পর্বতরাজি দেখে ছেলেটি চিনতে পারল যে ঐখানেই তার পিতার তাঁবু রয়েছে। একাকীত্ব ও প্রেমে সে তার প্রিয় পিতার কথা স্মরণ করে প্রচুর ক্রন্দন করল। দোথনে তার কাকুতি-মিনতির উত্তরে যে তীব্র ও অপমানজনক কথা শুনেছিল তা তার কানে বাজতে লাগল। কম্পিত হৃদয়ে সে ভবিষ্যতের দিকে দৃষ্টি দিতে চেষ্টা করল । বন্ধু-বান্ধবহীন একা সেই অচেনা দেশে তার ভাগ্যে কি হবে? কিছুকালের জন্য যোষেফ অপরিসীম দুঃখ ও ভয়ে অভিভূক্ত হয়ে থাকল । PPBeng 145.1

কিন্তু এই অভিজ্ঞতাও তার নিকট একটি অনুগ্রহে পরিণত হয়েছিল । বহু বৎসরেও যা শিক্ষা সম্ভব হত না তা তিনি কয়েক ঘন্টায় শিক্ষালাভ করলেন । তার পিতা তার পক্ষপাতিত্ব ও আধিক্য দ্বারা তার ক্ষতি করেছিলেন। এর ফলে তার ভাইদের মধ্যে ক্রোধ সৃষ্টি হয়েছিল যার ফলে তারা তার প্রতি এই নিষ্ঠুর আচরণ করল এবং তাকে বাড়ী হতে দূর করল। তার চরিত্রে ত্রুটি সৃষ্টিতে উৎসাহ দেয়া হয়েছিল। সে অনুভব করল যে, দাসত্বের তিক্ত অযত্নশীল জীবনের কঠিন কষ্টকর অবস্থার সাথে খাপ খাওয়াবার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না । PPBeng 145.2

তখন তার চিন্তা তার পিতার ঈশ্বরের প্রতি ধাবিত হল। বাড়ী হতে নির্বাসনে পালিয়ে যাওয়ার সময় যাকোব যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের কাহিনী সে প্রায়ই শুনত । যাকোবের নিকট ঈশ্বর যে যে প্রতিজ্ঞা করেছিলেন, এবং কি ভাবে প্রয়োজনের মুহূর্ত্তে দূতগণ উপদেশ ও আশ্বাস দিতেন ও বিপদে রক্ষা করতেন, এই সমস্তই তাকে বলা হয়েছিল। মুক্তিদাতার বন্দোবস্ত করার মধ্যে ঈশ্বরের যে প্রেমের প্রকাশ পায় তা তাকে শিক্ষা দেয়া হয়েছিল । এখন এই সমস্ত মূল্যবান শিক্ষাই হুবহু তার সম্মুখে উপস্থিত হল। যোষেফ বিশ্বাস করতেন যে তার পিতার ঈশ্বর তারও ঈশ্বর হবেন। সেই মুহূর্ত্তেই সে নিজকে সম্পূর্ণভাবে ঈশ্বরের নিকট সঁপে দিলেন এবং প্রার্থনা করলেন যেন ইস্রায়েলের রক্ষক এই নির্বাসনে তার সঙ্গে সঙ্গে থাকেন। PPBeng 145.3

ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার মহান প্রতিজ্ঞা ও স্বর্গের রজার একজন উপযুক্ত প্রজার ভূমিকা পালন করার ইচ্ছায় তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল । সে তার ভাগ্যের পরীক্ষা সাহসের সহিত মোকাবেলা করবে এবং প্রত্যেক কাজ বিশ্বস্ততার সহিত সম্পাদন করবে। একদিনের ভয়ঙ্কর বিপদ তাকে এক আদরের সন্তান থেকে একজন চিন্তাশীল, সাহসী ও আত্ম-সচেতন ব্যক্তিতে রূপান্তরিত করেছে। PPBeng 146.1

মিসরে আগমনের পর, যোষেফকে রাজার রক্ষক-সেনাপতি, পোটিফরের নিকট বিক্রি করা হল। দশ বৎসর যাবত এখানে তিনি রাজকীয় জাকজমক, ঐশ্বর্য্য ও কৃষ্টি দ্বারা পরিবেষ্টিত পৌত্তলিকতা দ্বারা প্রলোভিত হলেন, তথাপি যোষেফ ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা রক্ষা করলেন। তার চতুর্দিকে ছিল পাপের দৃশ্য ও শব্দ, কিন্তু তিনি এমন ভাবে থাকতেন যেন এর কোনটাই তিনি দেখেন না বা শুনেন না। নিষিদ্ধ বিষয়ের উপর তিনি তার চিন্তাকে বেশীক্ষণ নিবদ্ধ থাকতে দিতেন না। মিসরীয়দের অনুগ্রহ লাভের আকাঙ্ক্ষায় কখনো তিনি তার নীতি গোপন করেন নি। তিনি যে ঈশ্বরের উপাসনাকারী, কখনো তা গোপন করার প্রচেষ্টা তিনি করেন নি PPBeng 146.2

“আর সদাপ্রভু যোষেফের সহবর্তী ছিলেন, এবং তিনি সফলকর্মা হইলেন, এবং তিনি যাহা কিছু করেন সদাপ্রভু তাঁহার হস্তে তাহা সফল করিতেছেন, ইহা তাঁহার মনিব দেখিলেন।” যোষেফের উপর পোটিফরের বিশ্বাস দৈনিক বৃদ্ধি পেতে লাগল, পরিশেষে তিনি তার সমস্ত কিছু তার হস্তে সমর্পণ করলেন এবং তাকে তার বাড়ীর তত্ত্বাবধায়কের পদে উন্নিত করলেন। “অতএব তিনি যোষেফের হস্তে আপনার সর্বস্বের ভার দিলেন, আপনি নিজ আহারীয় দ্রব্য ব্যতীত আর কিছুরই তত্ত্ব লইতেন না ।” PPBeng 146.3

যোষেফের পরিশ্রম, যতু ও শক্তি ঈশ্বরের অনুগ্রহ লাভ করল; এমন কি তার পৌত্তলিক প্রভুও এটাই তার উন্নতির গোপন সত্য বলে গ্রহণ করলেন। ঈশ্বর তার সন্তানদের বিশ্বস্ততার মাধ্যমে গৌরবান্বিত হলেন। তাঁর লক্ষ্য এটাই ছিল যে ঈশ্বরের উপর বিশ্বাস স্থাপনকারীরা মূর্তিপূজকদের হতে সম্পূর্ণ বিপরীত বলে প্রতীয়মান হবেন। আর এই ভাবে পৌত্তলিকতার মধ্যে স্বর্গীয় অনুগ্রহের আলো উজ্জ্বল হয়ে জ্বলবে । PPBeng 146.4

প্রধান সেনাপতি যোশেফকে দাসত্বের পরিবর্তে তার ছেলের মত মনে করতে লাগলেন। যুবককে তখন উচ্চ পদস্থ ও উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গের সংস্পর্শে আনা হল, এবং সে বিজ্ঞান, ভাষা, ও রাজনীতি বিষয়ে জ্ঞান লাভ করল । মিশরের ভাবি প্রধান মন্ত্রির জন্য এই শিক্ষার প্রয়োজন ছিল । PPBeng 147.1