পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

75/333

অন্তিম লড়াই

মন্দ ক্ষমতার সহিত যুদ্ধে ঈশ্বরের লোকদের অভিজ্ঞতা একই হবে। ঈশ্বর তাদের বিশ্বাস, তাদের একাগ্রতা, তার ক্ষমতার উপর তাদের আস্থার পরীক্ষা করবেন । শয়তান চেষ্টা করবে তাদের এই মনে করিয়ে ভয় দেখাতে যে তাদের পাপ এত প্রচন্ড ও প্রচুর যে ক্ষমা পাওয়া সম্ভব নয় । তারা যখন তাদের জীবন পর্যালোচনা করবে তখন তাদের মনে ভরসা রাখা সম্ভব হবে না। কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ও তাদের অনুতাপের ঐকান্তিকতা স্মরণ করে, তারা তার প্রতিজ্ঞা পূরণের অনুরোধ জানাবে। তাদের প্রার্থনার তাৎক্ষণিক উত্তর না পেলেও তাদের বিশ্বাস নষ্ট হবে না। তাদের আত্মার ভাষা হবে, “আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না।” PPBeng 135.3

যদি যাকোব প্রতারণার মাধ্যমে জ্যেষ্ঠাধিকার নিয়ে নেয়ার জন্য আগে থেকে অনুতাপ না করতেন, ঈশ্বর তা হলে তার অনুগ্রহের মাধ্যমে তার জীবন রক্ষা করতে পারতেন না। তদ্রূপ উৎপীড়নের সময়, যদি ঈশ্বরের লোকদের কোন গোপন ও অস্বীকৃত পাপ থাকে যা ভয় ও যাতনায় ক্লিষ্ট হওয়ার মুহূর্তে তাদের মনে ভেসে উঠে, তা হলে তাদের মনের নৈরাশ্য তাদের বিশ্বাস নষ্ট করে দেবে এবং ফলে তাদের আত্ম-বিকাশের অভাবে তারা তাদের মুক্তির জন্য ঈশ্বরের নিকট অনুরোধ জানাতে পারবে না। কিন্তু যদি তাদের মধ্যে কোন গোপন অন্যায় প্রকাশিত হওয়ার অপেক্ষায় না থাকে, তাদের পাপ খ্রীষ্টের প্রায়শ্চিত্তের রক্তে ধূয়ে পরিষ্কার হয়ে যাবে এবং আর তারা তা স্মরণে আনতে পারবে না। যারা তাদের পাপ নানা অযুহাতে গোপন রাখে আর স্বর্গের খাতায় তা স্বীকারবিহীন ও ক্ষমাবিহীন রেখে দেয়, শয়তান তাদের উপর জয়লাভ করবে। যাদের পেশা যত উচ্চ ও যাদের পদ যত সম্মানিত মহাশত্রু তাদের উপর জয়লাভ করার সম্ভাবনা তত বেশী । PPBeng 136.1

যাকোবের ইতিহাস নিশ্চিত ভাবে প্রমাণ করে যে যারা প্রতারণার মাধ্যমে পাপে পতিত হয়েছে, কিন্তু সত্যিকার অনুতাপ সহকারে ঈশ্বরের নিকট ফিরে এসেছে, ঈশ্বর তাদের দূরে ঠেলে দেবেন না। ঈশ্বর তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন যে শুধুমাত্র স্বর্গীয় অনুগ্রহ তাকে সেই আশীর্বাদ দিতে পারে যা তিনি কামনা করছেন। শেষকালে যারা বাস করবেন তাদের বেলায়ও একই জিনিস হবে। আমাদের সকল অসহায় অযোগ্যতায় আমরা ক্রুশে নিহত ও পুনরায় জীবনপ্রাপ্ত মুক্তিদাতার উপর বিশ্বাস ন্যাস্ত করব। যারা এটা করবে তারা কেউই ধ্বংস প্রাপ্ত হবে না । PPBeng 136.2

যাকোবের অভিজ্ঞতা কাকূতি মিনতিপূর্ণ প্রার্থনার ক্ষমতার সাক্ষী বহন করে। এখনই আমাদের দৃঢ় বিশ্বাস সম্বন্ধে শিক্ষা গ্রহণ প্রয়োজন । মহা-বিজয় সেগুলি নয় যেগুলি প্রতিভা, শিক্ষা, ঐশ্বৰ্য্য অথবা মানুষের অনুগ্রহ লাভ করা হয় তখন যখন ঈশ্বর অকৃত্রিম ও যাতনাক্লিষ্ট বিশ্বাস ঈশ্বরের দরবারের ক্ষমতার হাতকে আঁকড়ে ধরে। যারা যাকোবের মত ঈশ্বরের প্রতিজ্ঞাকে আঁকড়ে ধরে, এবং যারা তার মত আন্তরিক ও অধ্যবসায়ী, তারাই যাকোবের মত কৃতকাৰ্য্য হবে । PPBeng 136.3