পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
এষৌ অনুতাপ করতে অক্ষম হলেন
ঐ অনুগ্রহ যখন তার আওতাধীন ছিল তখন এষৌ তা অবহেলা করেছেন, আর যখন তা তার কাছ থেকে চলে গিয়েছে, তখন তার দুঃখ ও ক্রোধ ভয়ঙ্কর হল, “হে পিতা, আমাকে, আমাকেও আশীর্বাদ করুন।” “আপনি কি আমার জন্য কিছুই আশীর্বাদ রাখেন নাই?” কিন্তু যে জ্যেষ্ঠাধিকার সে অযত্নে বিনিময় করেছিল তা আর ফিরে পাবে না। “এক মুঠো ডালের জন্য”, যে ক্ষুধাকে কখনো বাঁধা দান করা হয় নাই, সে ক্ষুধা মিটানোর জন্য, এষৌ তার উত্তরাধিকার বিক্রয় করে দিলেন । PPBeng 121.1
কিন্তু যখন তিনি তার ভুল বুঝতে পারলেন, তখন ওটা ফেরত পাবার সব সম্ভাবনাই বন্ধ হয়ে গিয়েছে। “তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না।” ইব্ৰীয় ১২ঃ১৭। পরিবর্তনের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা হতে এষৌকে বাধা দেয়া হয় নাই, কিন্তু জ্যেষ্ঠাধিকার পুনঃ লাভ করার কোন উপায়ই তার কাছে ছিল না। তার দুঃখ আপন পাপের অনুভূতির ফলে সৃষ্ট হয় নি; সে ঈশ্বরের সহিত পুনর্মিলিত হতে কোন ইচ্ছা প্রকাশ করে নি। সে পাপের ফলের জন্য দুঃখিত হয়েছিল, কিন্তু পাপের জন্য দুঃখিত হয় নি। PPBeng 121.2
শাস্ত্রে এষৌকে “ব্যভিচারী ও ধর্মবিরূপক” বলা হয়েছে। ইব্রীয় ১২ঃ১৬ পদ। সে হল তাদের প্রতিনিধি যারা, খ্রীষ্ট তাদের জন্য যে মুক্তি ক্রয় করেছেন তার কোন মূল্য দেয় না এবং পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জিনিসের জন্য তারা তাদের স্বর্গের উত্তরাধিকার ত্যাগ করতে প্রস্তুত রয়েছে। অসংখ্য লোকেরা ভবিষ্য সম্বন্ধে চিন্তা বা চেষ্টা না করে জীবন যাপন করে। এষৌর মত তারাও বলে, “আইস, আমরা ভোজন পান করি, কেননা কল্য মরিব।” ১ করিন্থীয় ১৫ঃ৩২। জৈব ক্ষুধা তাদের উপর জয়লাভ করে, এবং ঈশ্বর ও স্বর্গকে তারা প্রকৃতপক্ষে PPBeng 121.3
ঘৃণা করে। মাংসের ও আত্মার সমস্ত মন্দতা হতে মুক্ত হয়ে ঈশ্বরের ভয়ে ভীত থেকে পরিপূর্ণ পবিত্র জীবন গঠনের কর্তব্য তাদের নিকট যখন উপস্থাপন করা হয়, তখন তারা অসন্তুষ্ট হন। PPBeng 122.1
অসংখ্য লোক যৌন আতিশয্যের বিনিময়ে তাদের (স্বর্গের) উত্তরাধিকার বিক্রয় করে দিচ্ছেন। স্বাস্থ্য বলি দেয়া হচ্ছে, মানসিক বৃত্তিসমূহকে দুর্বল করা হচ্ছে। এবং স্বর্গ পরিত্যাগ করা হচ্ছে, আর এই সমস্তই করা হচ্ছে সাময়িক আমোদ-স্ফুর্ত্তির জন্য, আর এগুলো চরিত্রকে দুর্বল ও হীন করে ফেলেছে। এষৌ অনেক দেরীতে তার ক্ষতিপূরণ করতে চেয়েছিলেন। আর যারা আত্ম তৃপ্তির সাথে স্বর্গের উত্তরাধিকার বিনিময় করেছেন, ঈশ্বর শেষ দিনে তাদের জন্য একই ধরণের ঘটনা ঘটাবেন। PPBeng 122.2