পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
সকল প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত
অব্রাহামের পরবর্ত্তী প্রজন্মের নিকট বিশ্বাসের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছিলেন। কিন্তু তার বিশ্বাসের সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ ছিল না। হাগারকে বিবাহ করার মাধ্যমে তিনি ঈশ্বরের প্রতি অবিশ্বাস দেখালেন। যেন তিনি সর্ব্বোচ্চ মানে পৌঁছান তার জন্য ঈশ্বর তাকে আরেকটি পরীক্ষায় ফেললেন, যা কোন মানুষকে আর কখনো ফেলা হয় নি, এমন এক পরীক্ষায় তাকে ফেলা হল। রাতের স্বপ্নের মধ্যে তাকে নির্দেশ দেয়া হলো যে তিনি যেন তার পুত্রকে যে পাহাড় পরে দেখানো হবে এমন একটি নির্দিষ্ট পাহাড়ে নিয়ে গিয়ে হোম বলিরূপে উৎসর্গ করেন । PPBeng 94.2
অব্রাহামের বয়স একশ বিশ বৎসর হয়ে গিয়েছিল। যৌবনের উত্তেজনা বিদায় নিয়েছে । যৌবনের উদ্দীপনায় হয়তো কেউ এমন কষ্ট ও দুঃখ সহ্য করে নিতে পারে যা পরবর্তীকালে তার হৃদয়ের স্পন্দনকে থামিয়ে দেবে। কিন্তু ঈশ্বর অব্রাহামের জন্য সবচেয়ে যাতনাদায়ক পরীক্ষা সেই সময়ের জন্য রেখে দিয়েছিলেন। যখন বয়সের ভার তার কাছে অত্যধিক মনে হচ্ছিল এবং তিনি বিশ্রাম চাচ্ছিলেন। PPBeng 94.3
গোত্রপতি অনেক ধনী ছিলেন এবং স্থানীয় শাসনকর্তাগণ তাকে এক শক্তিশালী রাজপুত্ররূপে গণ্য করতেন। আত্মত্যাগ ও ধৈর্য্যশীল এই জীবনকে ঈশ্বর যেন অনেক আশীর্বাদযুক্ত করেছিলেন। PPBeng 94.4