পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

44/333

অব্রাহাম লোটকে উদ্ধার করেন

অনেক বৎসর পূর্বে এলমের রাজা কদর্লায়োমর কনান আক্রমণ করে এটাকে তার অধীনস্থ একটি উপ-রাজ্যে পরিণত করেন। কয়েকজন যুবরাজ সম্মিলিত ভাবে এখন বিদ্রোহ করলেন, ফলে এলমের রাজা তাদের বশ্যতা স্বীকার করানোর জন্য ঐ দেশে অভিযান চালালেন। কনানের পাঁচজন রাজা একত্রে আক্রমণকারীর মোকাবেলা করলেন, কিন্তু তারা সম্পূর্ণ ভাবে পরাস্ত হলেন। বিজয়ী সমভূমির শহরগুলোতে লুটতরাজ চালালেন এবং অনেক মূল্যবান সম্পদ হরণ করে ও বন্দী করে নিয়ে ফিরে চললেন, আর বন্দীদের মধ্যে লোট ও তার পরিজনেরাও ছিলেন । PPBeng 84.1

পলাতকদের একজনের কাছ থেকে অব্রাহাম তার ভাতিজার বিপদের কাহিনী শুনলেন। তার জন্য তার যত স্নেহ ভালবাসা ছিল তা জেগে উঠল ও তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে উদ্ধার করতে হবে। স্বর্গীয় পরামর্শ গ্রহণের পর অব্রাহাম যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। তার নিজ তাম্বুগুলি হতে তিনি তিনশত আঠারজন প্রশিক্ষণপ্রাপ্ত চাকরকে আহবান করলেন, এরা ঈশ্বরকে ভয় করার ব্যাপারে, তাদের মনিবের উপকার করার ব্যাপারে এবং অস্ত্র ব্যবহারের বিষয়ে শিক্ষালাভ করেছিল। তার সঙ্গে তার মিত্র মাম্রি, ইঙ্কোল, ও আনের যোগ দিলেন। আর একত্রে তারা আক্রমণকারীদের অনুসন্ধানে চললেন । ইলোমীয়েরা কনানের উত্তরে দানে এসে তাঁবু স্থাপন করেছিল। বিজয়ের উচ্ছ্বাসে তারা আনন্দে মাতোয়ারা হয়ে গিয়েছিল। কুলপতি রাতে এসে তাদের আক্রমণ করলেন। তার আক্রমণ ছিল আকস্মিক ও দুর্বার, আর তার ফল হল দ্রুত বিজয়লাভ। এলমের রাজা নিহত হলেন এবং তার ভীত-সন্ত্রস্ত সৈন্যবাহিনী সম্পূর্ণ পরাজিত হল । লোট ও তার পরিজন, তৎসঙ্গে সমস্ত বন্দী ও ধন সম্পদ উদ্ধার করা হল, এবং বিজয়িরা অনেক লুণ্ঠিত জিনিষ লাভ করলেন । PPBeng 84.2

আব্রাহাম শুধুমাত্র দেশের এক মহা উপকার সাধন করলেন তা নয়, কিন্তু তৎসঙ্গে নিজেকে এক বিক্রমশালী ব্যক্তিরূপে প্রমাণ করলেন। এটা সকলেই দেখতে পেল যে অব্রাহামের ধর্ম তাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে ও অত্যাচারীদের রক্ষা করতে সাহস দান করেছে। তার প্রত্যাবর্তনের পর সদোমের রাজা তার সহিত সাক্ষাৎ করে তাকে সম্মান প্রদর্শন করলেন ও বন্ধীদের মুক্তি দিতে অনুরোধ জানালেন । লুণ্ঠিত দ্রব্য সকলও বিজয়ীরই প্রাপ্য; কিন্তু অব্রাহাম দুর্ভাগাদের নিকট হতে কোন সুযোগ গ্রহণ করতে অস্বীকার করলেন, শুধুমাত্র তার মিত্রেরা যেন তাদের যথার্থ ভাগ পায় তা নিশ্চিত করলেন । PPBeng 84.3

যদি এ ধরণের পরীক্ষার সম্মুখীন হতেন তবে অধিকাংশই এরূপ লুণ্ঠিত সম্পদের লোভ সম্বরণ করতে অক্ষম হতেন। তার দৃষ্টান্ত স্বার্থান্বেষীদের প্রতি তিরস্কারস্বরূপ। তিনি বললেন, “আমি স্বর্গমর্ত্যের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, এক গাছি সূতা কি পাদুকার বন্ধনীও লইব না; পাছে আপনি বলেন, আমি অব্রাহামকে ধনবান করিয়াছি।” ঈশ্বর অব্রাহামকে আশীর্বাদ দেবার প্রতিজ্ঞা করেছেন, এবং শুধুমাত্র তারই গৌরব হওয়া উচিত। PPBeng 85.1

আর একজন যিনি বিজয়ী অব্রাহামকে স্বাগত জানাতে এসেছিলেন, তিনি ছিলেন সালমের রাজা মল্কীষেদক। “ঈশ্বরের পুরোহিত” হিসাবে, তিনি অব্রাহামের উপর আশীর্বাদ কামনা করলেন ও ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে সদাপ্রভু তার সন্তানদের মাধ্যমে মুক্তি দান করেছেন তার জন্য ধন্যবাদ করলেন এবং অব্রাহাম সমস্ত দ্রব্যের “দশমাংশ তাহাকে দিলেন।” PPBeng 85.2