পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

294/333

দায়ূদের আরেকটি ভুল

পলেষ্টীয়েরা শৌলের চেয়ে দায়ূদকে বেশী ভয় করত; আর তাদের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে দায়ূদ নিজ লোকদের দুর্বলতা ওদের নিকট প্রকাশ করে দিলেন। আর এই ভাবে তিনি ঐ নির্দয় শত্রুদের ইস্রায়েলকে অত্যাচার করতে উৎসাহিত করলেন। ঈশ্বরের লোকদের রক্ষা করার জন্যই দায়ূদকে নিযুক্ত করা হয়েছিল। ঈশ্বর চান না যে তাঁর লোকদের দুর্বলতা প্রকাশ করে দিয়ে তাঁর সন্তানগণ দুষ্টলোকদের দুষ্টামীতে অনুপ্রেরণা যোগায় । PPBeng 489.2

এছাড়া দায়ূদের লোকেরা ভাবলেন যে দায়ূদ পৌত্তলিকদের দেবতার আরাধনা করার জন্য তাদের নিকট চলে গেছেন। তার নিজের কার্যের ফলেই অনেকে তার বিরুদ্ধে সন্দেহ পোষণ করতে শুরু করলেন। যে জিনিস শয়তান তাকে দিয়ে করাতে চেয়েছিলেন, সেটাই তিনি করে বসলেন । ঈশ্বরের আরাধনা করা ও তাঁর কাজের প্রতি বিশ্বস্ত থাকা দায়ূদ ত্যাগ করেন নি, কিন্তু তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঈশ্বরের উপর নির্ভরশীলতা তিনি ত্যাগ করেছিলেন। PPBeng 489.3

পলেষ্টীয়দের রাজা দায়ূদকে সাদরে অভ্যর্থনা জানালেন। রাজা তাকে সম্মান দেখালেন এবং দায়ূদ যে তার নিকট আশ্রয় চেয়েছেন তাতে অত্যন্ত তোষামোদিত অনুভব করলেন। দায়ূদ তার পরিবার, তার আত্মীয়স্বজন, ও তার সমস্ত জিনিস পত্র ঐখানে স্থানান্তরিত করলেন, এবং তার অন্যান্য লোকেরাও তাই-ই করল । মনে হচ্ছিল যে তিনি পলেষ্টীয়দের মধ্যে স্থায়ী ভাবে বসবাস করতে আরম্ভ করলেন। এটা আখীশের জন্য অত্যন্ত সুখকর ছিল এবং সে ঐ পলাতক ইস্রায়েলদের রক্ষা করার ওয়াদা দিল। PPBeng 489.4

দায়ূদের অনুরোধে রাজা তাকে সিব্লগ নগরে স্থায়ী বন্দোবস্ত দিলেন। দায়ূদও তার লোকদের জন্য এই নগর সম্পূর্ণ ভাবে পৃথক করে দেয়ায় তারা গাতের চেয়ে অধিক স্বাধীনতার সহিত ঈশ্বরের আরাধনা করতে পারতেন, এবং এখানে পৌত্তলিক আচার-অনুষ্ঠান তাদের জন্য কোন মন্দ প্রভাবের উস হতে পারত না । PPBeng 489.5

এই স্থানে থাকা কালে দায়ূদ গশ্বরীয়, গির্ষীয় ও অমালেকীয়দের বিরুদ্ধে যুদ্ধ করলেন, এবং গাতে খবর পৌছানোর মত কাউকেই জীবিত রাখলেন না। তিনি আখীশকে বুঝতে দিলেন যে তিনি যিহূদার লোকের বিরুদ্ধে, অর্থাৎ তার আপন লোকের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই কপট আচরণ দ্বারা তিনি পলেষ্টীয়দের হাতকে শক্তিশালী করলেন, কারণ রাজা বললেন, “দায়ূদ নিজ জাতি ইস্রায়েলের নিকটে আপনাকে নিতান্ত ঘৃনাস্পদ করিয়াছে; অতএব সে চিরকাল আমার দাস থাকিবে।” যখন দায়ূদ ঐ ধরণের প্রতারণায় আশ্রয় নিয়েছিলেন তখন তিনি ঈশ্বরের পরামর্শ অনুসারে চলছিলেন না । PPBeng 490.1

“সেই সময় পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিবার ইচ্ছায় যুদ্ধের জন্য নিজেদের সৈন্যদল সংগ্রহ করল। আর আখীশ দায়ূদকে বললেন, “নিশ্চয় জানিবে, তোমাকে ও তোমার লোকদিগকে সৈন্যদলভূক্ত হইয়া আমার সহিত যাইতে হইবে।” দায়ূদ প্রতারণা মূলক ভাবে রাজাকে বললেন, “আপনার এই দাস কি করিতে পারে, তাহা আপনি জানিবেন।” আখীশ প্রতিজ্ঞা করলেন যে দায়ূদকে পলেষ্টীয়দের রাজ দরবারে একটি সম্মানিত স্থান দেবেন । PPBeng 490.2

কিন্তু যদিও ঈশ্বরের অঙ্গিকার সমূহের প্রতি তার বিশ্বাস কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তথাপি দায়ূদ স্মরণ করলেন যে শমূয়েল তাকে ইস্রায়েলের রাজারূপে অভিষিক্ত করেছিলেন। শৌলের হাত থেকে রক্ষা করায় ঈশ্বরের আশীর্বাদের কথা তিনি বিবেচনা করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে একটি পবিত্র আমানতের তিনি বিশ্বাসঘাতকতা করতে পারবেন না। যদিও ইস্রায়েলের রাজা তার জীবন হরণের চেষ্টা করছেন, তথাপি তিনি তার সৈন্যদলকে তার লোকদের শত্রুদের সাথে একত্রে যুদ্ধে যেতে দেবেন না । PPBeng 490.3