পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

279/333

দায়ূদের বিশেষ শিক্ষক

যে ভাবে মোশি তার কাজের জন্য প্রশিক্ষণ পেয়েছিলেন, ঠিক একই ভাবে ঈশ্বর যিশয়ের ছেলেকে তাঁর মনোনীত লোকদের পরিচালনা করার জন্য প্রস্তুত করছিলেন। যে সকল নির্জন পর্বত ও জঙ্গলাকীর্ণ গিরীসংকট দিয়ে দায়ূদ তার মেষপাল নিয়ে ঘুরে বেড়াতেন, সে সকল জায়গা হিংস্র প্রাণীর দ্বারা পরিপূর্ণ ছিল। প্রায়ই সিংহ অথবা ভল্লুকের ক্ষুধার তাড়নায় মেষদের আক্রমণ করতে আসত। দায়ূদ শুধু একটি লাঠি ও একটি গুতি সঙ্গে রাখতেন; তথাপি তিনি প্রমাণ করেছিলেন যে মেষপাল রক্ষা করায় তিনি সাহসী ছিলেন । পরবর্তী কালে এই সকল ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলেছিলেন: “ইতিমধ্যে এক সিংহ ও এক ভাল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল; আমি তাহার পিছনে পিছনে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম; পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাঁড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম।” তার অভিজ্ঞতা তার মধ্যে সাহস, বীরত্বপূর্ণ সহিষ্ণুতা ও বিশ্বাস বৃদ্ধি করল। PPBeng 467.2

যখন পলেষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হল, তখন যিশয়ের তিন পুত্র শৌলের সৈন্য বাহিনীতে যোগ দিল, কিন্তু দায়ূদ বাটীতে থাকলেন। কিছুদিন পর তিনি শিবিরে ভাইদের দেখতে গেলেন। তার পিতার আদেশে তাকে তার বড় ভাইদের নিকট একটি সংবাদ ও কিছু খাবার নিয়ে যেতে হল । কিন্তু যিশয়ের জানা ছিল না যে ইস্রায়েল সৈন্যরা ভীষণ বিপদগ্রস্ত হয়ে পড়ে ছিল, এবং দায়ূদকে তার লোকদের বাঁচানোর জন্য একজন দূত পরিচালনা করছিলেন । PPBeng 467.3

যখন দায়ূদ সৈন্যদের নিকটবর্তী হলেন, তখন ইস্রায়েল আর পলেষ্টীয় সৈন্যরা একে অপরের মোকাবেলা করে দাঁড়িয়েছিল। পলেষ্টীয় বীর গলিয়াৎ এগিয়ে এল, আর অবমাননাকর ভাষায় ইস্রায়েলদের আহবান জানাল যে তারা যেন তাদের মধ্য হতে একজনকে পাঠায় যে তার সহিত মল্লযুদ্ধ করবে। যখন দায়ূদ জানতে পারলেন যে ঐ পলেষ্টীয় দিনের পর দিন এই ভাবে ইস্রায়েলদের প্রতিদ্বন্দ্বিতায় আহবান জানাচ্ছিল আর কোন বীরই ওর আহবানে সাড়া দিচ্ছিল না, তখন তিনি ঈশ্বরের সম্মান রক্ষার জন্য উদ্দীপনায় জ্বলে উঠলেন। PPBeng 468.1

ইস্রায়েল সৈন্যরা নিরুৎসাহিত হয়ে পড়েছিল। তারা একে অপরকে বলছিল, “এই যে ব্যক্তি উঠিয়া আসিল, ইহাকে তোমরা দেখিতেছ ত? এ ত ইস্রায়েল-সন্তানদিগকে টিটকারী দিতে আসিয়াছে।” ক্রোধে ও লজ্জায় দায়ূদ চিৎকার করে উঠলেন, “এই অচ্ছিন্নত্বক পলেষ্টীয়টা কে যে, জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারী দিয়াছে?” PPBeng 468.2

রাখালরূপেও দায়ূদ এমন সাহস, বীরত্ব ও শক্তি দেখিয়েছিলেন, যা সচরাচর দেখা যায় না, আর শমূয়েল তাদের পিতার সহিত রহস্যপূর্ণ সাক্ষাৎ, দায়ূদের ভাইদের মনে তাদের সাথে দায়ূদের সাক্ষাতের বিষয়ে সন্দেহ সৃষ্টি করল । তাদের ঈর্ষাও জেগে উঠল । PPBeng 468.3

আর এখন দায়ূদের এই প্রশ্নে ইলীয়াবের মনে হল যে ঐ দৈত্যকে নীরব করতে তার ভীরুতার প্রতিই যেন এই প্রশ্ন এক তিরস্কারস্বরূপ । বড় ভাই ক্রোধের সাথে চিৎকার করে উঠল, “তুই কেন নামিয়া আসিলি? প্রান্তরের মধ্যে সেই মেষকয়টি কার কাছে রাখিয়া আসিলি? তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি, তুই যুদ্ধ দেখিতে আসিয়াছিস।” দায়ূদের উত্তর ছিল সম্মানসূচক কিন্তু দৃঢ়, “আমি কি করিলাম? এ কি বাক্যমাত্র নহে?” PPBeng 468.4