পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
মানব-জীবনকে অবহেলা করা হচ্ছিল
ঈশ্বরের নীতির বিরুদ্ধে গিয়ে বহু-বিবাহ প্রথা প্রথমেই স্থাপিত হয়। ঈশ্বর আদমকে এক স্ত্রী দিয়েছিলেন। কিন্তু পতনের পর মানুষ তার নিজের পাপপূর্ণ ইচ্ছা অনুসারে চলতে শুরু করল। ফলে অপরাধ ও চরম দুর্দশা বৃদ্ধি পেল। বিবাহ অথবা সম্পত্তির অধিকার কোনটাকেই সম্মান দেখানো হচ্ছিল না। মানুষ অতিরিক্ত অত্যাচার করতে শুরু করল। তারা প্রাণী হত্যাতে আনন্দ পেত আর যেহেতু মাংস খাদ্যরূপে ব্যবহার করা হচ্ছিল, তাই তা মানুষকে আরো নিষ্ঠুর ও রক্তপিপাসু করে তুলল; আর পরিশেষে তারা মানুষের জীবনকেও অত্যন্ত অবহেলার চোখে দেখতে আরম্ভ করল । PPBeng 54.1
পৃথিবী তখনও নবীন ছিল কিন্তু অন্যায়-অবিচার এত গভীর ও প্রসারিত হয়ে পড়ল যে ঈশ্বর বললেন, “আমি যে মানুষকে সৃষ্টি করিয়াছি, তাহাকে পৃথিবী হতে নির্মূল করিব”। তিনি ঘোষণা দিলেন যে, তাঁর আত্মা দোষী জাতিকে সর্বদা সহ্য করবে না। যদি তারা পাপের পথ পরিত্যাগ না করে তবে তিনি তাদের তাঁর সৃষ্টি হতে মুছে ফেলবেন; যে সমস্ত পশু ও উদ্ভিদ এত সমারোহ সহকারে খাদ্যের বন্দোবস্তে ব্যবহৃত হচ্ছিল, তাও তিনি ভাসিয়ে নিয়ে যাবেন, এবং এই পৃথিবীকে তিনি এক ধ্বংসস্তূপে পরিণত করবেন। PPBeng 54.2