পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

275/333

বাধ্যতা হল বিশ্বাসের ফল

“বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম।” ধৈর্য্য, বিশ্বাস, ও বাধ্য হৃদয় ছাড়া যে কোন বলিই মূল্যহীন। ঈশ্বর যেগুলিকে ধ্বংস করার আদেশ দিয়েছিলেন শৌল যখন সেগুলিকে বলিদান দেবার প্রস্তাব আনলেন, তখন স্বর্গীয় কর্তৃত্বের প্রতি প্রচন্ড অবহেলা প্রদর্শন করা হল । ঐ প্রার্থনা ঈশ্বরের প্রতি একটি অবমাননাকর কাজ হল। তথাপি অনেকেই এই ধরণের কাজ করে থাকেন। যখন তারা ঈশ্বরের কোন কোন ব্যবস্থার প্রতি আস্থা রাখতে ও তা মানতে অস্বীকার করেন, তখন আবার তারা ঈশ্বরের নিকট তাদের আনুষ্ঠানিক প্রার্থনা উপস্থিত করেন। যদি তারা ঈশ্বরের ব্যবস্থাগুলির একটিও স্বেচ্ছায় অবমাননা করেন তবে সদাপ্রভু তাদের গ্রহণ করতে পারেন না । PPBeng 460.3

“কারণ আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা, পৌত্তলিকতা ও ঠাকুর-পূজার সমান।” যারা ঈশ্বরের শাসনের বিরূদ্ধে চলেন তারা প্রধান মন্দতার (অর্থাৎ শয়তানের) সাথে এক চুক্তিতে আবদ্ধ হয়েছেন। সে সমস্ত কিছুই একটি আবছা অন্ধকারে রেখে দেয়। আমাদের প্রথম পিতামাতার মতই এর আদেশ অমান্য করায় অনেক উপকার দেখতে পান। PPBeng 460.4

এই ভাবে অনেকেই শয়তানের পরিচালনার মধ্যে থেকেও মনে করেন যে তারা ঈশ্বরের সেবায় নিযুক্ত রয়েছেন। খ্রীষ্টের সময় যিহূদী প্রধান ও প্রাচীনেরা, যারা ধর্মের বিষয়ে অতি উৎসাহী বলে মনে হয়, ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছামত চলতে চান, তাদের হৃদয়ে একই প্রকার আত্মা বাস করে। PPBeng 461.1

শৌলের ভয়ানক দুঃসাহস শয়তানের যাদুবিদ্যার ফল। যারা যাদুবিদ্যা ব্যবহার করে তারা যেমন শয়তান দ্বারা পরিচালিত হয়, ঈশ্বরের আদেশের অবাধ্য হওয়াতে শৌল ঠিক একই ভাবে শয়তানের দ্বারা পরিচালিত হয়েছিলেন; আর যখন তিরস্কার করা হল তখন তিনি বিদ্রোহের সাথে অবাধ্যতাকেও যুক্ত করলেন। প্রকাশ্যে পৌত্তলিকদের সাথে যুক্ত হলেও তিনি ঈশ্বরের আত্মাকে এর চেয়ে অধিক অপমানিত করতে পারতেন না। PPBeng 461.2

শৌলের মধ্যে ঈশ্বর ইস্রায়েলকে তাদের আত্মার সাহস মোতাবেকই এক রাজা দিয়েছিলেন, কারণ শমূয়েল বলেছিলেন, “অতএব এই দেখ, সেই রাজা যাঁহাকে তোমরা মনোনীত করিয়াছ ও যাচঞা করিয়াছ।” ১ শমূয়েল ১২:১৩। তাদের হৃদয়ে রাজার যে ছবি ছিল তারই অনুরূপ ছিল তার চেহারা। সৈন্য পরিচালনায় তার সাহস ও অন্যান্য জাতির শ্রদ্ধা অর্জন করতে পারত। তারা এমন কাউকে চায়নি যার চরিত্র হবে সত্যিকারের মহান চরিত্র, যে ঈশ্বরের পথে চলতে চাচ্ছিলনা, বরং তারা তাদের নিজের পথে চলতে চাচ্ছিল । সুতরাং ঈশ্বর তাদের ঠিক এমনই এক রাজা দিলেন যেমন এক রাজা তারা কামনা করেছিলেন .... এমন রাজা যার চরিত্র তাদের চরিত্রেরই প্রতিফলন ছিল । PPBeng 461.3

যদি শৌল ঈশ্বরের উপর নির্ভর করতেন তবে ঈশ্বর তার সাথে থাকতেন। কিন্তু যখন শৌল ঈশ্বরের বিরুদ্ধে নিজ ইচ্ছা অনুসারে কাজ করতে চাইলেন, তখন সদাপ্রভূ তাকে ত্যাগ করতে বাধ্য হলেন। তখন তিনি “নিজের মনের মত একজনকে” সিংহাসনের জন্য আহ্বান জানালেন, ১ শমূয়েল ১৩:১৪.... এমন একজন যিনি ঈশ্বরের উপর নির্ভর করবেন এবং তাঁর আত্মা দ্বারা পরিচালিত হবেন; যিনি, যখন পাপ করবেন, তখন তিরস্কার গ্রহণ করে সংশোধিত হতে আত্ম-সমর্পণ করবেন। PPBeng 461.4