পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

273/333

শৌল তার অবাধ্যতার প্রমাণ দেন

শৌল আত্ম-সমর্থনের চেষ্টা চালিয়ে যেতে থাকলেন; আমি ত সদাপ্রভুর রবে অবধান করিয়াছি, যে পথে সদাপ্রভু আমাকে পাঠাইয়াছেন, সেই পথে গিয়াছি, আর অমালেকের রাজা অগাগকে আনিয়াছি, ও অমালেকীয়দিগকে নিঃশেষে বিনষ্ট করিয়াছি। কিন্তু গিল্‌গলে আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলিদান করিবার জন্য লোকেরা বর্জ্জিত দ্রব্যের অগ্নিমাংশ বলিয়া লুটের মধ্য হইতে কতকগুলি মেষ ও গোরু আনিয়াছে । PPBeng 458.2

গম্ভীর ভাবে ভাববাদী মিথ্যার বেড়াজাল ভেঙ্গে অপরিবর্তনীয় দন্ডের আদেশ উচ্চারণ করলেন : “সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম। কারণ আজ্ঞালঙ্ঘন করা মন্ত্রপাঠ জন্য পাপের তুল্য, এবং অবাধ্যতা, পৌত্তলিকতা ও ঠাকুরপূজার সমান। তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন।” PPBeng 458.3

যখন রাজা এই ভয়ঙ্কর দন্ডের বাক্য শুনলেন তখন তিনি চিকার করে উঠলেন, “আমি পাপ করিয়াছি; ফলতঃ সদাপ্রভুর আজ্ঞা ও আপনার বাক্যে লঙ্ঘন করিয়াছি; কারণ আমি লোকদিগকে ভয় করিয়া তাহাদের বাক্য অবধান করিয়াছি।” ভয়ে শৌল তার অপরাধ স্বীকার করলেন, কিন্তু তথাপি তিনি লোকদের উপর তার অপরাধের দায়িত্ব চাপাতে চেষ্টা করলেন। PPBeng 458.4

পাপের জন্য দুঃখিত হয়ে নয়, বরং দন্ডের ভয়ে ইস্রায়েলের রাজা শমূয়েলের কাছে মিনতি করলেন, “এখন বিনয় করি, আমার পাপ ক্ষমা করুন, ও আমার সঙ্গে ফিরিয়া আইসুন; আমি সদাপ্রভুকে প্রণিপাত করিব।” যদি শৌলের প্রকৃত অনুতাপ হত তবে তিনি জনসমক্ষে তার পাপ স্বীকার করতেন। কিন্তু এটা ছিল শুধু তার ক্ষমতায় বহাল থাকার দুর্ভাবনা ও তার প্রতি লোকদের আনুগত্য বজায় রাখার প্রচেষ্টা মাত্র। তার কর্তৃত্ব বজায় রাখার জন্যই তিনি শমূয়েলের উপস্থিতি কামনা করছিলেন। PPBeng 459.1

ভাববাদীর উত্তর ছিল, “আমি তোমার সঙ্গে ফিরিয়া যাইব না; কেননা তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, আর সদাপ্রভু তোমাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছেন।” আর শমূয়েল যখন ফিরে যেতে উদ্যত হলেন তখন প্রচন্ড ভয়ে তাকে ধরে রাখার জন্য শৌল তার আঙরাখার প্রান্ত টেনে ধরলেন আর তাতে শমূয়েলের আঙরাখা তার হাতে ছিঁড়ে গেল। তখন ভাববাদী ঘোষণা করলেন, সদাপ্রভু অদ্য তোমা হইতে ইস্রায়েলের রাজ্য টানিয়া ছিঁড়িলেন, এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন ।” PPBeng 459.2

এর চেয়েও ভয়ঙ্কর একটি বিচারের কাজ সম্পন্ন করার প্রয়োজন ছিল । শয়েল আদেশ করলেন যে অমালেকীয়দের রাজাকে তার সামনে আনা হোক । অপরাধী ও দয়াহীন অগাগ ভাবলেন যে তার আর মৃত্যুর ভয় নাই এবং তিনি তার সামনে আসলেন। শমূয়েল ঘোষণা করলেন, “তোমার খড়্গগ দ্বারা স্ত্রীলোকেরা যেমন সন্তানহীনা হইয়াছে, তদ্রূপ তোমার মাতাও সন্তানহীনা হইবে। তখন শমূয়েল গিলৃগলে সদাপ্রভুর সাক্ষাতে অগাগকে খন্ডবিখন্ড করিলেন ৷” এইটা করার পর শমূয়েল রামায় ফিরে গেলেন । PPBeng 459.3