পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

271/333

৬১—রাজা হিসাবে শৌলকে অস্বীকার করা হয়

শৌলের ভ্রান্তি তখনও অসংশোধনীয় হয়ে উঠে নি। সদাপ্রভু তাকে আর একটি সুযোগ দেবেন যেন তিনি তাঁর উপর সন্দেহাতীত বিশ্বাস রাখতে শিখেন ও তাঁর আদেশ যথাযথ ভাবে পালন করতে আগ্রহী হন । PPBeng 455.1

গিল্‌গলে যখন ভাববাদী তাকে তিরস্কার করেছিলেন, শৌল মনে করেছিলেন যে তার প্রতি অন্যায় করা হচ্ছে ও তাই তিনি নানা ওজর-আপত্তি দেখাচ্ছিলেন। শমূয়েল শৌলকে ছেলের মতই ভালবাসতেন, কিন্তু শৌল শমূয়েলের তিরস্কারকে অপছন্দ করতেন ও যতদূর সম্ভব তাকে এড়িয়ে চলতেন । PPBeng 455.2

কিন্তু সদাপ্রভু তাঁর দাসকে আর একটি বাণী দিয়ে শৌলের নিকট পাঠালেন: স্বর্গীয় বাহিনীর সদাপ্রভু এই বাক্য বলেন, “ইস্রায়েলের প্রতি অমালেক যাহা করিয়াছিল, মিসর হইতে উহার আসিবার সময়ে সে পথের মধ্যে উহার বিরুদ্ধে যেরূপ ঘাঁটি বসাইয়াছিল, আমি তাহা লক্ষ্য করিয়াছি । এখন তুমি গিয়া অমালেককে আঘাত কর, ও তাহার যাহা কিছু আছে, নিঃশেষে বিনষ্ট কর, তাহার প্রতি দয়া করিও না; স্ত্রী ও পুরুষ, বালকবালিকা ও স্তন্যপায়ী শিশু, গোরু ও মেষ, উষ্ট্র, গৰ্দ্দভ সকলকেই বধ কর।” সদাপ্রভু মোশির মাধ্যমে অমালেকীয়দের উপর দন্ডাদেশ জারী করেছিলেন। ঐ আদেশের সাথে ইস্রায়েলদের প্রতি তাদের নিষ্ঠুরতার ইতিহাসও লেখা হয়েছিল, “তুমি আকাশ মন্ডলের নীচে হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।” দ্বিতীয় বিবরণ ২৫:১৯। PPBeng 455.3

চার'শ বৎসর পর্যন্ত এই দন্ড বিলম্ব করা হয়েছিল; কিন্তু অমালেকীয়রা তাদের পাপের পরিবর্তন করে নি। আর এখন এই দীর্ঘ বিলম্বিত দন্ডের আদেশ কার্যকর করার সময় হয়েছে। PPBeng 455.4

আমাদের করুণাময় ঈশ্বরের নিকট দন্ড প্রদান একটু অস্বাভাবিক কাজ । “সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নাই; বরং দুষ্ট লোক যে আপন পথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই আমার সন্তোষ।” সদাপ্রভু হলেন, “স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান; অপরাধের, অধর্মের ও পাপের ক্ষমাকারী; তথাপি তিনি অবশ্য (পাপের) দন্ড দেন।” যিহিষ্কেল ৩৩:১১; যাত্রাপুস্তক ৩৪:৬, ৭। যদিও তিনি দন্ড দানে আনন্দ পান না, তথাপি তিনি তার ব্যবস্থা লঙ্ঘনকারীদের দন্ড প্রদান করে থাকেন। পৃথিবীর অধিবাসীদের সম্পূর্ণ নষ্ট ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য তাকে বাধ্য হয়েই তা করতে হয়। যারা পাপের মধ্যে সম্পূর্ণ মগ্ন হয়ে গিয়াছে তাদের ধ্বংস করা প্রয়োজন যেন অন্যদের রক্ষা করা সম্ভব হয়। PPBeng 456.1

কিন্তু দন্ডাদেশ দেবার সময়ও সদাপ্রভু দয়া প্রদর্শন করেন। অমালেকীয়দের ধ্বংস করার সময় যে কেনীয়রা তাদের মধ্যে বাস করে তাদের রক্ষা করতে হবে। যদিও পৌত্তলিকতা হতে সম্পূর্ণ মুক্ত নয় তথাপি এরা ঈশ্বরের সেবা করত ও ইস্রায়েলদের প্রতি বন্ধুভাবাপন্ন ছিল। PPBeng 456.2