পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
শয়েলের নিকট রাজাকে প্রকাশ করা হয়
শহরের সদর দরজার নিকট ভাববাদী নিজে শৌলের সাথে সাক্ষা করলেন। ঈশ্বর শমূয়েলের নিকট প্রকাশ করেছিলেন যে ঐ সময় যে ইস্রায়েলের রাজা হবে সে তার সামনে উপস্থিত হবে। যখন তারা মুখামুখী হলেন, তখন সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, এ সেই ব্যক্তি, যাহার বিষয়ে আমি তোমার কাছে বলিয়াছিলাম, সেই আমার প্রজাদের উপরে কর্তৃত্ব করিবে।” PPBeng 441.2
হারানো পশুগুলি পাওয়া গেছে এই বলে শৌলকে আশ্বস্ত করার পর শমূয়েল রাতে ভোজে অংশ গ্রহণ করার জন্য নিমন্ত্রণ দিলেন, আর একই সাথে তার জন্য যে মহা ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তারও আভাস দিলেন। “আর ইস্রায়েলের সমস্ত বাঞ্চনীয় দ্রব্য কাহার? সে সকল কি তোমার এবং তোমার সমস্ত পিতৃকুলের নয়?” যদিও একজন রাজার জন্য অনুসন্ধান সমস্ত জাতির একটি একাগ্র বিষয় হয়ে উঠেছিল, তথাপি বিনম্র আত্ম অস্বীকৃতিতে শৌল উত্তর দিলেন, “আমি কি ইস্রায়েল কুল সকলের মধ্যে ক্ষুদ্রতম বিন্যামীন বংশীয় নহি? আবার বিন্যামীন বংশের মধ্যে আমার গোষ্ঠী কি সর্বাপেক্ষা ক্ষুদ্র নয়? তবে আপনি কেন আমাকে এই প্রকার কথা বলেন?” PPBeng 441.3
শমূয়েল পথিককে সমাজ গৃহে নিয়ে গেলেন । শহরের মধ্য দিয়ে যাত্রা করে তিনি তার চাকরকে আগে চলে যেতে বললেন। তার পর তিনি শৌলকে চুপ করে দাঁড়িয়ে ঈশ্বর তার প্রতি যে সংবাদ পাঠিয়েছেন, তা শুনতে বললেন। আর শমূয়েল তেলের শিশি লইয়া তার মস্তকে ঢাললেন, এবং তাঁহাকে চুম্বন করে বলেন, “সদাপ্রভু কি তোমাকে আপন অধিকারের নায়ক করিবার জন্য অভিষেক করিলেন না?” তিনি শৌলকে নিশ্চিত করলেন যে, যে লক্ষ্য তার জন্য অপেক্ষা করে আছে তার জন্য তাকে ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা যোগ্য করে তোলা হবে। “তখন সদাপ্রভুর আত্মা সবলে তোমার উপর উপস্থিত হইবেন,...তোমার হাত যাহা করিতে পায় তাহা করিও, কেননা ঈশ্বর তোমার সহবর্ত্তী। ভাববাদীর আদেশ অনুসারে শৌলকে সবচেয়ে ভাল আসনে বসানো হল এবং খাদ্য দ্রব্যের সবচেয়ে ভাল ভাল অংশ তাকে দেয়া হল। যখন আরাধনার আচার অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন শমূয়েল তার অতিথিকে তার নিজ বাড়ীতে নিয়ে গেলেন এবং সেখানে যে মহান নীতিসমূহ দ্বারা ইস্রায়েলের শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে সে সকল তার সাথে আলোচনা করলেন, এই ভাবে তিনি তাকে মহান দায়িত্ব ভার গ্রহণের জন্য প্রস্তুত করলেন। PPBeng 442.1
পরদিন যখন শৌল যাত্রা শুরু করলেন, তখন ভাববাদী তার সঙ্গে সঙ্গে চললেন। যখন শৌল আপন পথে ফিরে চললেন তখন ভাববাদী যা যা বলেছেন তা সবই হুবহু ঘটল। তার নিজের শহর গিবিয়ায় এক দল ভাববাদী “উচ্চ স্থান” হতে ফিরছিলেন, আর তারা নানা প্রকার বাদ্যযন্ত্র সহকারে ঈশ্বরের গীত গাচ্ছিলেন। আর যখন শৌল তাদের নিকটবর্তী হলেন তখন ঈশ্বরের আত্মা তার উপর আসলেন, আর তিনি তাদের সহিত গীত গাওয়ায় অংশীদারী হলেন, ও ভাবোক্তি প্রচার করলেন। তিনি যথেষ্ট বাগ্মীতা- সহকারে জ্ঞানের কথা বললেন এবং গীত গাওয়ায় অত্যন্ত নিবিষ্ট ভাবে আত্ম-নিয়োগ করলেন। যারা তাকে জানতেন তারা বিস্ময়ে অবাক্ হয়ে বলতে লাগলেন, “কীশের পুত্রের কি হইল? শৌলও কি ভাববাদীদের মধ্যে একজন?” PPBeng 442.2
পবিত্র আত্মা তার মধ্যে এক মহা পরিবর্তন সাধন করেছিলেন। স্বাভাবিক মাংসের হৃদয়ের অন্ধকারের মধ্যে স্বর্গীয় পবিত্রতার আলো জ্বলে উঠেছিল। তিনি নিজেকে ঠিক ঈশ্বরের সম্মুখে দেখতে পেলেন। তিনি পবিত্রতার সৌন্দর্য্য দেখতে পেলেন। তাকে পাপের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে আহবান করা হয়েছিল এবং তাকে বুঝতে দেয়া হল যে এই যুদ্ধে তার শক্তি একমাত্র ঈশ্বরের নিকট হতেই আশা উচিত। যে পরিত্রাণের পরিকল্পনা আগে অস্পষ্ট ও অনিশ্চি মনে হয়ে ছিল, তা এখন তার মনের কাছে খুলে দেয়া হল । তার উঁচু লক্ষ্যের জন্য সদাপ্রভু তাকে সাহস ও জ্ঞান দান করলেন । PPBeng 442.3