পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

253/333

দুর্ঘটনার খবর এলির মৃত্যু ঘটায়

যখন সৈন্যরা যুদ্ধ করতে যায় তখন এলি শীলোতে থাকলেন। দুর্ঘটনার ভয়ে ভীত হয়ে তিনি যুদ্ধের ফলাফলের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ “তাঁহার অন্তঃকরণ ঈশ্বরের সিন্দুকের জন্য থরথর করিয়া কাঁপিতেছিল।” যুদ্ধের মাঠ হতে সংবাদ বাহকের প্রত্যাশায় দিনের পর দিন তিনি ধর্মধামের বাইরের সদর রাস্তায় বসে থাকতেন । PPBeng 424.2

অবশেষে একজন বিন্যামীন বংশের লোক যাহার “পোশাক ছেঁড়া ও মাথায় ধূলা ছিল”, দৌড়াতে দৌড়াতে শহরে এল এবং আগ্রহী জনতার কাছে পরাজয়ের সংবাদ দিল । ধর্মধামের পাশে পথ চেয়ে বসা লোকের কর্ণে চিৎকার ও কান্নার ধ্বনি পৌঁছল । সংবাদ বাহককে তার কাছে আনা হল; এবং লোকটি বলল, “ইস্রায়েল পলেষ্টীয়দের সম্মুখ হইতে পলায়ন করিয়াছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হইয়াছে; আবার আপনার দুই পুত্র হনি ও পীনহসও মরিয়াছে।” যদিও এগুলি ভয়ঙ্কর ছিল তবুও এলি তা সহ্য করতে পেরেছিলেন কেননা তিনি এরকম কিছুরই প্রত্যাশা করছিলেন। কিন্তু যখন সংবাদ বাহক বলল, “এবং ঈশ্বরের সিন্দুক শত্রুদের হস্তগত হইয়াছে” তখন এক অব্যক্ত যাতনা তার চেহারায় দেখা দিল। তার পাপ ঈশ্বরের অসম্মানের কারণ হয়েছে এবং তাই ঈশ্বর ইস্রায়েলদের মধ্য হতে সরে গিয়েছেন”। এই চিন্তা তার সহ্যের অতিরিক্ত ছিল। তিনি পড়ে গেলেন এবং “তাহার ঘাড় ভাঙ্গিয়া গেল, তিনি মরিয়া গেলেন।” PPBeng 424.3

পীন্হসের স্ত্রী ঈশ্বরকে ভয় করত। তার শ্বশুর ও স্বামীর মৃত্যু, এবং সর্বোপরি ঐ দুঃসংবাদ যে ঈশ্বরের নিয়ম-সিন্দুক শত্রুরা নিয়ে গিয়েছে, তারও মৃত্যু ঘটাল । সে অনুভব করেছিল যে ইস্রায়েল-সন্তানদের আর কোন আশা নাই; এবং ঐ দুঃখের সময় তার যে সন্তান হয়েছিল, সে তার নাম রেখেছিল ঈখাবোদ বা “হীনপ্রতাপ”। সে মৃত্যুর সময় কান্নার স্বরে এই কথাগুলি বলেছিল, “ইস্রায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুদের হস্তগত হইয়াছে।” PPBeng 425.1

কিন্তু সদাপ্রভু সম্পূর্ণরূপে তাঁর লোকদের পরিত্যাগ করেন নি, এবং তিনি নিয়ম-সিন্দুকের মাধ্যমে পলেষ্টীয়দের শাস্তি দিলেন। অদৃশ্য ঈশ্বরের উপস্থিতি তখনও এর সাথে থাকবে যেন তাঁর আজ্ঞা অমান্যকারীকে তিনি ধ্বংস করতে সক্ষম হন। ইস্রায়েলদের কষ্ট দেখে দুষ্টরা শুধু কিছুকালই আনন্দিত হবে, কিন্তু সময় আসবে যখন তারাও এক পবিত্র ও পাপ ঘৃণাকারী ঈশ্বরের হাতে শাস্তি ভোগ করবে। PPBeng 425.2