পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
একজন দুর্বল মহিলা একজন শক্তিশালী পুরুষকে পরাভূত করে
বিশ্বাসঘাতক যখন তার প্রশ্ন দ্বারা শিশোনকে অনুরোধ জানাতে লাগল, সে তাকে এই বলে প্রতারিত করল যে যদি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয় তবে অন্যদের দুর্বলতা তার মধ্যে এসে যাবে ও সে অন্য যে কোন লোকের মত দুর্বল হয়ে পড়বে। যখন সে বিষয়টি পরীক্ষা করে দেখল, তখন প্রতারণা ধরা পড়ল। তখন সে তাকে মিথ্যা কথা বলার অভিযোগে অভিযুক্ত করল : “তুমি কি প্রকারে বলিতে পার যে তুমি আমাকে ভালবাস? তোমার মন ত আমাতে নাই; এই তিনবার তুমি আমাকে উপহাস করিলে; কিসে তোমার এমন মহাবল হয়, তাহা আমাকে বলিলে না।” তিনবার শিমশোন প্রকৃষ্ট প্রমাণ পেয়েছিল যে পলেষ্টীয়রা তাকে ধ্বংস করার জন্য এই সুন্দরী মহিলার সাথে গোপন যোগসূত্র স্থাপন করেছে; কিন্তু দলীলা বিষয়টিকে একটি কৌতুকরূপে উপস্থাপন করেছে, এবং শিশোন অন্ধভাবে তার মনের ভয়কে দূর করে দিয়েছে। PPBeng 408.2
একটি সূক্ষ্ম শক্তি দিনের পর দিন শিশোনকে দলীলার নিকট ধরে রাখল। অবশেষে পরাজিত হয়ে শিমশোন তার গোপন তথ্য প্রকাশ করলঃ “আমার মস্তকে কখনও ক্ষুর উঠে নাই, কেননা মাতার গর্ভ হইতে আমি ঈশ্বরের উদ্দেশে নাসরীয়;...এবং আমি দুর্বল হইয়া অন্য সকল লোকের সমান হইব।” PPBeng 408.3
বিলম্ব না করে দ্রুত আসার সংবাদ একজন দূতের মাধ্যমে পলেষ্টীয় নেতাদের কাছে পাঠানো হল। যখন যোদ্ধা ঘুমিয়ে ছিল, তখন তার চুল মাথা হতে কেটে ফেলা হল । তখন সে (দলীলা) তাকে ডেকে বলল “হে শিম্শোন, পলেষ্টীয়রা তোমাকে ধরিল।” সহসা ঘুম থেকে জেগে উঠে সে আগের মতই তার শক্তি খাটাতে উদ্যত হল, কিন্তু তার নির্জীব হাত তার কথায় সাড়া দিল না। সে বুঝতে পারল যে “সদাপ্রভু তাঁহাকে ত্যাগ করিয়াছেন।” দলীলা তাকে বিরক্ত করতে লাগল ও ব্যথা দিতে শুরু করল; কেননা পলেষ্টীয়রা তার শক্তি চলে গিয়েছে না জেনে তার কাছে আসতে সাহস করছিল না। তারপর তারা তাকে ধরে ফেলল, এবং তার দু’ চোখ উপড়ে ফেলে তাকে ঘসাতে নিয়ে গেল। সেখানে তারা তাকে তাদের জেলখানায় শিকল দিয়ে বেঁধে রাখল ও কঠোর পরিশ্রম করাতে লাগল । PPBeng 408.4
কি পরিবর্তন! দুর্বল, অন্ধ, কারারুদ্ধ, নিম্নতম দৈহিক পরিশ্রমে রত ! ঈশ্বর অনেকদিন পর্যন্ত তার সাথে ধৈর্য ধরেছিলেন। কিন্তু সে যখন পাপের মধ্যে এমন ভাবে আত্ম-সমর্পণ করল যে নিজ গোপন তথ্য পর্যন্ত প্রকাশ করে দিল, তখন সদাপ্রভু তাকে ছেড়ে চলে গেলেন। তার লম্বা চুলে ত কোন বিশেষ গুণ ছিল না, কিন্তু তা ছিল ঈশ্বরের প্রতি বাধ্যতার একটি প্রতীক কিন্তু যখন আবেগ পূর্ণ করতে গিয়ে ঐ প্রতীকটি বলি দেয়া হল, তখন যে অনুগ্রহের চিহ্নরূপে প্রতীকটি ছিল সেই অনুগ্রহ পরিত্যাগ করা হল । PPBeng 409.1
পলেষ্টীয়দের একটি ক্রীড়াতে পরিণত হয়ে, কষ্টভোগ ও অবিশ্বাসের মধ্যে, তার দুর্বলতা সম্পর্কে কোন দিন সে যা জানত না, শিশোন এখন তাই জানতে লাগল । তার যাতনা তাকে অনুতাপ করায় পরিচালিত করল। যতই তার চুল বাড়তে থাকল, তার শক্তিও ততই ফিরে আসতে থাকল। শৃঙ্খলিত অসহায় বন্দি চিন্তা করে তার শত্রুরা কোন বিশেষ সতর্কতা অবলম্বন করল না । PPBeng 409.2