পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

235/333

ঈশ্বরের সহজ যুদ্ধ পরিকল্পনা

ঈশ্বরের নির্দেশে একটি আক্রমণ পরিকল্পনা তৈরি করা হল। তিন'শ সৈন্যকে তিনটি দলে বিভক্ত করা হল। প্রত্যেক সৈন্যকে এক একটি মাটির ঘটে লুকানো একটি মশাল ও একটি শিঙ্গা দেয়া হল । সৈন্যদের এমন ভাবে স্থাপন করা হল যে তারা ভিন্ন ভিন্ন দিক হতে মিদিয়নীয়দের শিবিরে আসতে পারে। গভীর রাতে গিদিয়োনের যুদ্ধের তুরী ধ্বনির ইঙ্গিতের সাথে তিনটি দলই নিজ নিজ শিঙ্গা বাঁজাতে আরম্ভ করল। তারপর তাদের মাটির ঘট ভেঙ্গে এবং উজ্জ্বল মশালের আলো বিকিরণ করে ভয়ঙ্কর চিৎকারের সহিত শত্রুদের উপর ঝাপিয়ে পড়ল, “সদাপ্রভুরও জন্য গিদিয়োনের খড়গ। PPBeng 397.3

ঘুমন্ত সৈন্যরা সহসা জেগে উঠল। চতুর্দিকে মশালের উজ্জ্বল আলো দেখা যেতে লাগল। আর চতুর্দিক হতে শিঙ্গাধ্বনি ও যুদ্ধের চিৎকার... শুনা গেল। তারা একটি বিশাল বাহিনীর করুণার উপর নির্ভরশীল ভেবে মিদিয়নীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। ভয়ে চিকার করে তারা জীবন নিয়ে পালাতে শুরু করল, আর তাদের নিজ সৈন্যদের শত্রু সৈন্য মনে করে একে অপরকে হত্যা করতে লাগল । PPBeng 397.4

যখন যুদ্ধ জয়ের সংবাদ ছড়িয়ে পড়ল, তখন যে সকল হাজার হাজার লোকদের ঘরে পাঠিয়ে দেয়া হয়েছিল তারা ফিরে এসে পলায়নরত শত্রুদের পশ্চাৎধাবন করল । গিদিয়োন ইফ্রয়িমের বংশদের নিকট সংবাদ প্রেরণ করলেন যে তারা যেন দক্ষিণ দিকের জলাভূমিতে পলাতকদের আক্রমণ করে। ইতিমধ্যে গিদিয়োন ও তার তিন শ’ সঙ্গী “ক্লান্ত হইলেও তাড়া করিয়া যাইতেছিল,” এবং যারা অত্যন্ত দূরে পালিয়ে যাচ্ছিল তাদের পেছনে তাড়া করে নদী পার হলেন। সেব ও সলমুন্ন নামক দুজন রাজপুত্র পনেরো হাজার সৈন্য পালিয়ে গিয়েছিল। গিদিয়োন তাদের ধরে ফেলে তাদের সৈন্যদলকে ছিন্ন ভিন্ন করে দেন ও তাদের নেতাদের বন্ধী ও হত্যা করেন। PPBeng 398.1

আক্রমণকারীদের এক লাখ বিশ হাজার সৈন্য ধ্বংস হয় । মিদিয়নীয়দের ক্ষমতা ধ্বংস হয়। আর কোন দিনই তারা ইস্রায়েলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে পারে নি। যখন আশে পাশের জাতিরা শুনতে পেল কি একটি সহজ পদ্ধতি এই সাহসী যোদ্ধা জাতির পরাজয়ের কারণ হয়েছে, তখন বর্ণনাতীত ভয়ে তারা ভীত হয়ে উঠল । PPBeng 398.2

মিদিয়নীয়দের পরাস্ত করার জন্য ঈশ্বর যে নেতাকে মনোনয়ন করেছিলেন তিনি কোন শাসক, যাজক, অথবা কোন লেবীয় ছিলেন না। তার পিতার বংশে তিনি নিজেকে অত্যন্ত নগন্য বলে মনে করতেন। আর তিনি নিজেদের উপর আস্থা রাখতেন না এবং সদাপ্রভুর পরিচালনা মোতাবেক চলতে রাজী ছিলেন। ঈশ্বর তাদের বেছে নেন যাদের তিনি ভালভাবে ব্যবহার করতে পারবেন। “সম্মানের আগে নম্রতা থাকে।” হিতোপদেশ ১৫:৩৩। তাদের দুর্বলতাকে তাঁর শক্তির সাথে যুক্ত করে তিনি তাদের শক্তিশালী করেন এবং তাদের অজ্ঞতা তাঁর জ্ঞানের সাথে যুক্ত করে তিনি তাদের জ্ঞানী করেন। PPBeng 398.3

যাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করার পরে যারা ঈশ্বরের উপর তাদের নির্ভরশীলতা ভুলে যান না এমন লোক খুবই অল্প। এই জন্যই তাঁর কার্য্যের জন্য কর্মী নিয়োগের সময় সদাপ্রভু তাদের মনোনয়ন করেন না যাদের পৃথিবীর লোক মহৎ, কর্মদক্ষ ও বুদ্ধিমান বলে মনে করেন। তারা গর্বিত এবং ঈশ্বরের পরামর্শ ছাড়াই কাজ করতে পারবেন বলে ধারণা রাখেন । PPBeng 398.4

গিদিয়োন ও যিহোশূয় কনানীয়দের সহিত যুদ্ধের সময় যেরূপ করেছিলেন আত্মিক যুদ্ধেও ঠিক সেইরূপ ঈশ্বরের উপর বিশ্বাস ও তাঁর ইচ্ছার প্রতি বাধ্য থাকা একান্ত প্রয়োজন। তাঁর লোকদের প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করতে, ও দুর্বল মানুষের মাধ্যমে মহান কাজ সাধন করতে ঈশ্বর এখনও প্রস্তুত । ঈশ্বর “আমাদের সমস্ত যাচঞার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন।” ইফিষীয় ৩:২০ । PPBeng 398.5

যখন গিদিয়োনের আহবানে ইস্রায়েলের লোকেরা মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য একত্রিত হয়েছিল, তখন ইফ্রয়িমের বংশ পেছনে রয়ে গিয়েছিল। যেহেতু গিদিয়োন তাদের বিশেষ ভাবে আহবান জানান নি তাই তারা তাদের ভ্রাতাদের সাথে সংযুক্ত না হবার একটি ছুতা পেয়ে গেল। কিন্তু যখন ইস্রায়েলদের বিজয়ের সংবাদ তাদের কাছে পৌঁছাল, তখন তারা এতে অংশ গ্রহণ করে নি বলে ইফ্রয়িমরা ঈর্ষান্বিত হল । PPBeng 399.1

মিদিয়নীয়দের পরাভূত করার পর তারা বিজয় পূর্ণ করার জন্য যুদ্ধে অংশ গ্রহণ করল । এতদ্‌সত্ত্বেও গিদিয়োন নিজ ইচ্ছা ও বিচারবুদ্ধি অনুসারে কাজ করেছেন মনে করে তারা ঈর্ষান্বিত ও ক্রুদ্ধ হল। ইস্রায়েলদের বিজয়ে তারা ঈশ্বরের হস্ত দেখতে পেল না, এবং এতেই প্রমাণিত হলো যে তারা তাঁর বিশেষ কার্যের জন্য ব্যবহৃত হবার অনুপযুক্ত ছিল। বিজয়ের পুরস্কার নিয়ে ফিরে এসে তারা গিদিয়োনের প্রতি ক্রোধান্বিত হল ও বল্‌ল “তুমি মিদিয়োনের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহবান কর নাই, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করিলে?” PPBeng 399.2