পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
৪৬—আশীর্ব্বাদ ও অভিশাপসমূহ
আখনের শাস্তি বিধান করার পর, সমস্ত যোদ্ধাদের একত্রিত করে অয়ের বিরুদ্ধে আবার অভিযান চালানোর জন্য যিহোশূয়কে আদেশ দেয়া হল । ঈশ্বরের ক্ষমতা তাঁর লোকদের সাথে ছিল, আর তারা শীঘ্রই বহরটি দখল করে নিল ৷ PPBeng 354.1
লোকেরা কনানে বসতি স্থাপনের জন্য তাদের কোন ঘর বা জায়গা ছিল না এবং এর জন্য কনানীয়দের তাড়ানো প্রয়োজন ছিল। কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ অন্য একটি কর্তব্য, প্রথমে তাদের মনোযোগ আকর্ষণ করল। ঈশ্বরের প্রতি তাদের আনুগত্যের নিয়মটিকে তাদের নূতন করতে হবে । PPBeng 354.2
মোশির উপর শেষ নির্দেশ ছিল যে শিখিমের এবল ও গরিষীম পর্বতদ্বয়ে একটি সমাবেশ আহবানপূর্বক ঈশ্বরের ব্যবস্থার স্বীকৃতি দিতে হবে। এই আদেশের প্রতি বাধ্যতা প্রদর্শন করে, সকল পুরুষেরা, স্ত্রীলোকেরা, বালক- বালিকারা ও তাহাদের মধ্যবর্তী প্রবাসিগণ গিগল পরিত্যাগপূর্বক তাদের শত্রুদের মধ্য দিয়ে দেশের মধ্য স্থানে অবস্থিত শিখিমের উপত্যকায় উপস্থিত হল । যদিও তারা অপরাজিত শত্রুদের দ্বারা প্রতিবেষ্টিত ছিল, কিন্তু “চারিদিকের নগর-সমূহ ঈশ্বর হইতে ত্রাস” (আদিপুস্তক ৩৫:৫) ছিল এবং যিহূদীরা কোনরূপ আক্রান্ত হল না । PPBeng 354.3
এই খানেই অব্রাহাম ও যাকোব উভয়েই তাঁবু স্থাপন করেছিলেন । এই খানেই শেষোক্ত জন একটি মাঠ খরিদ করেছিলেন যেখানে যোষেফের বংশধরেরা তাকে কবর দিয়েছিল। আর এইখানেই ছিল সেই কূপ যা যাকোব খনন করেছিলেন । PPBeng 354.4
যে স্থান মনোনয়ন করা হল এইরূপ মনোরম একটি অনুষ্ঠান পরিচালনার জন্য ইহা ছিল খুবই উপযুক্ত । জলপাই বৃক্ষ দ্বারা শোভিত, চির প্রবাহমান ঝর্ণার জল দ্বারা সিক্ত ও সুন্দর বন্য ফুল দ্বারা পরিবেষ্টিত সবুজ মাঠ এই ঊষর পর্বতরাজির মধ্যে একটি উষ্ণ অভ্যর্থনায় আহ্বান জানায়। উপত্যকার দুই বিপরীত দিকে অবস্থিত ও বেশ কাছাকাছি ছিল, এবং এমন ভাবে দু'টি প্রাকৃতিক মঞ্চে পরিণত হয়েছিল যে একটি হতে কথা বললে অন্যটিতে স্পষ্টরূপে শুনা যায়। প্রসারিত পর্বত প্রান্তের একটি বিশাল সমাবেশের জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিল। এবল পর্বতে পাথরের নির্মিত একটি স্মৃতিসৌধ ছিল। আগে থেকে সিমেন্ট দ্বারা প্রলেপ দিয়ে প্রস্তুত করা এই পাথরগুলির উপর ঈশ্বরের আজ্ঞা লিখিত ছিল শুধু মাত্র সীনয় থেকে কথিত ও প্রস্তর ফলকে লিখিত দশ আজ্ঞাই নয়, কিন্তু মোশিকে যে সমস্ত ব্যবস্থা দেয়া হয়েছিল এবং যা একটি বইতেও লিখিত ছিল। স্মৃতিসৌধের কাছে একটি সম্পূর্ণ অক্ষত পাথরে একটি যজ্ঞবেদী তৈরী করা হয়েছিল যার উপরে সদাপ্রভুর নিকট বলি উৎসর্গ করা হল। ঈশ্বরের ব্যবস্থা অমান্য করায় ইস্রায়েলদের যথার্থই তাঁর ক্রোধের সঞ্চার করেছিল এবং যজ্ঞবেদী দ্বারা প্রদর্শিত খ্রীষ্টের প্রায়শ্চিত্ত ব্যতিরেকে ঈশ্বরের ক্রোধ তাদের উপর তখনই উপস্থিত হত। PPBeng 354.5
ছয়টি বংশকে গরিষীম পর্বতে, এবং অন্য ছয় বংশকে এবল পর্বতে সম্মিলিত করা হল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক নিয়ে মধ্যের উপত্যকার স্থানে নিলেন। এই বৃহৎ সম্মেলনের সামনে দাড়িয়ে যিহোশূয় ঈশ্বরের ব্যবস্থার প্রতি বাধ্য হলে যে সকল আশীর্বাদ পাওয়া যাবে তা পড়ে শুনালেন। গরিষীমের উপরিস্থিত বংশসমূহ বললেন, “আমেন।” তার পর একই ভাবে ব্যবস্থা অমান্য করলে যে অভিশাপ উপস্থিত হবে তিনি তা পড়লেন, আর এবলের উপরিস্থিত সকল বংশের লোক তাদের স্বীকৃতি জ্ঞাপন করলেন, আর হাজার হাজার কন্ঠের একত্রিত স্বীকৃতিতে প্রান্তর প্রকম্পিত হয়ে উঠল। তারপর মোশি প্রদত্ত সমস্ত ধারা-উপধারা ও বিচার পদ্ধতিসহ ঈশ্বরের ব্যবস্থাসমূহ পড়া হল । PPBeng 355.1
সীনয় পর্ব্বতে ইস্রায়েলরা ঈশ্বরের মুখ হতে ব্যবস্থাগুলি লাভ করেছিল, যা ঈশ্বর তাঁর নিজ হস্তে লিখেছিলেন, এবং যা নিয়ম-সিন্দুকে রক্ষিত ছিল। আর এখন ইহা এমন জায়গায় লেখা হল যেখানে সকলেই সেগুলি পড়তে পারবে এবং সেই নিয়মের শর্তাবলী জানতে পারবে যে শর্তের আওতায় তারা কনানের দখল ভোগ করতে পারবে। মাত্র কয়েক সপ্তাহ আগে মোশি কথোপকথনের মাধ্যমে লোকদের নিকট সম্পূর্ণ দ্বিতীয় বিবরণ পুস্তকখানি দিয়েছিলেন। তথাপি এখন আবার যিহোয় সমস্ত ব্যবস্থ লোকদের পড়ে শুনালেন । PPBeng 355.2
শুধু মাত্র যে ইস্রায়েলের পুরুষেরা শুনল তা নয়, কিন্তু “স্ত্রীলোকেরা ও বালক-বালিকারা” এই ব্যবস্থা পাঠ শুনতে পেল, কেননা এটা প্রয়োজন ছিল যে তারাও এগুলি শুনবে এবং আপন আপন কর্তব্য করবে। মোশি আদেশ করেছিল, “সাত সাত বৎসরের পরে... যখন সমস্ত ইস্রায়েল তোমার ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে তাঁহার সম্মুখে উপস্থিত হইবে, তৎকালে তুমি সমস্ত ইস্রায়েলের সাক্ষাতে তাহাদের কর্ণগোচরে এই ব্যবস্থা পাঠ করিবে। তুমি লোকদিগকে, পুরুষ, স্ত্রী, বালক-বালিকা, ও তোমার নগর-দ্বারের মধ্যবর্তী বিদেশী সকলকে একত্রিত করিবে, যেন তাহারা শুনিয়া শিক্ষা পায় ও তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করে, এবং এই ব্যবস্থার সমস্ত কথা যত্নপূর্বক পালন করে; আর তাহাদের যে সন্তানগণ এই সকল জানে না, তাহারা যেন শুনে, এবং যে দেশ অধিকার করিতে তোমরা যৰ্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশে যত কাল প্রাণধারণ করে, তাহারা তত কাল যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে শিখে।” দ্বিতীয় বিবরণ ৩১:১০-১৩। PPBeng 356.1