পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

1/333

পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

এই বইটি কেন পড়বেন?

আমরা কোথা হতে এসেছি? আন্তর্জাতিক সংঘাত কেন আমাদের সভ্যতাকে মুছে ফেলতে চায়? অপরাধ প্রবণতা কেন লাগামহীন ভাবে বেড়ে চলেছে? নৈতিকতার এত অবক্ষয় কেন হচ্ছে? এই সমস্ত বিষয়ে কি ঈশ্বর শুধুমাত্র একজন নিষ্ক্রিয় দর্শক? তিনি কি আমাদের সমস্যা সমাধানে সাহায্য দানের জন্য কোন কিছু করছেন? PPBeng 7.1

এই বইটি হলো পাঁচটি বইয়ের ধারাবাহিক সিরিজের প্রথমটি এবং এতে এ সব প্রশ্নের উত্তর রয়েছে। আমাদের পৃথিবীর সৃষ্টির ইতিহাস এবং মানবজাতির উৎপত্তির ধারা বিবরণী। হাজার হাজার বছর আগে স্বর্গে যে মর্মান্তিক বিদ্রোহ সংঘটিত হয় তার বর্ণনা এতে রয়েছে, আর ঈশ্বর ও শয়তানের মধ্যের মহা বিরোধ এই পৃথিবী নিবাসী প্রত্যেকে কি ভাবে প্রতিপালন করে তার বিবরণ এতে পাওয়া যায়। PPBeng 7.2

ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, এর মধ্যে আমাদের পৃথিবীর ভূমিকা কি তা লেখক অনন্য দক্ষতার সঙ্গে বর্ণনা করেন। PPBeng 7.3

বিশেষ করে এটি শয়তানের বিভিন্ন কলা-কৌশল প্রকাশ করে এবং আমাদের সেই শক্তির সন্ধান দেয় যার সহায়তায় আমরা আমাদের ব্যক্তিগত জীবনে শয়তানকে পরাভূত করতে পারি । PPBeng 7.4

লেখকের সহজ-সরল প্রকাশ ভঙ্গি, এবং সহজ ও প্রত্যক্ষ ভাষার ব্যবহার পাঠককে প্রথম থেকে শেষ পর্যন্ত বইটিতে আগ্রহান্বিত রাখে। কিন্তু এই সমস্ত গুণাবলী ছাড়াও অধিকাংশ পাঠক অন্য একটি জিনিস বইটিতে পান। যখন তারা পাঠ করতে থাকেন তখন তারা অনুভব করতে পারেন যে লেখক ঈশ্বর থেকে অনুপ্রেরণা লাভ করেছেন । PPBeng 7.5

আমরা বইটিতে তাদের নিকট উপস্থাপন করছি যারা আমাদের পৃথিবীর সৃষ্টির নির্ভরযোগ্য তথ্য জানতে চান, যারা ধর্মীয় ইতিহাসে আগ্রহান্বিত, যারা প্রকৃতিতে এবং মানব হৃদয়ে ভালর সাথে মন্দের সংমিশ্রণে হতবম্ভ, যারা পবিত্র শাস্ত্র সম্বন্ধে আরো গভীর ভাবে জানতে আগ্রহী । PPBeng 7.6