পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

195/333

পৌত্তলিকদের সহিত বন্ধুত্বের ফল

অধার্মিকদের সাথে বন্ধুত্ব স্থাপন ও তাদের আনন্দে অংশ গ্রহণ, ইত্যাদির মাধ্যমে শয়তান খ্রীষ্টের অনুগামীদের কৃতকার্য্যতার সাথে পাপে লিপ্ত .. করাতে সক্ষম হয়। অতীতকালে যেরূপ ইস্রায়েলদের নিকট চাওয়া হয়েছিল, আজও তদ্রূপ ঈশ্বর চান যেন তার লোকরা পৃথিবীর কার্য্য পদ্ধতি, অভ্যাস ও রীতি-নীতির মধ্যে সচেতন ভাবে পার্থক্য নির্ণয় করেন। পৌত্তলিকতার মধ্যে জড়িয়ে পড়ার বিরুদ্ধে ইস্রায়েলদের যে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছিল, অধার্মিকদের নিয়ম-কানুনের সহিত একত্রিত হওয়ার বিরুদ্ধে একই ধরনের সতর্কতা অবলম্বনের জন্য খ্রীষ্টের উপর বিশ্বাসীদের নির্দেশ দেয়া হচ্ছে। যারা আমাদের ঈশ্বর হতে দূরে সরিয়ে নেয়ার জন্য প্রভাব বিস্তার করে তাদের নিকট হতে দূরে সরে থাকতে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন প্রয়োজন । যখন আমরা প্রার্থনা করি “আমাদিগকে পরীক্ষাতে আনিও না” তখন আমাদের প্রলোভন এড়িয়ে চলা উচিত। PPBeng 325.3

ইস্রায়েলরা যখন আরাম ও নিরাপত্তার মধ্যে ছিল তখন তারা পাপের পথে পরিচালিত হয়েছিল। আরাম ও আত্ম-ইচ্ছাপূরণ আত্মার আশ্রয়স্থলকে অরক্ষিত রেখে দিয়েছিল, ফলে সেখানে কুচিন্তা প্রবেশের পথ পেয়ে গিয়েছিল । দেয়ালের অভ্যন্তরের বিশ্বাসঘাতকরা নীতির শক্ত ঘাটিসমূহ ধ্বংস করে দিয়ে ইস্রায়েলদের শয়তানের ক্ষমতার আওতায় সমর্পণ করল। এই ভাবেই শয়তান আত্মাকে ধ্বংস করতে চায়। খ্রীষ্টে বিশ্বাসীদের খোলা ভাবে কোন পাপ করার আগে তার হৃদয়ে পৃথিবীর নিকট অজ্ঞাত একটি দীর্ঘ প্রস্তুতি প্রক্রিয়া চলতে থাকে। অনাবিলতা ও পবিত্রতা হতে মন সহসাই কলুসিত, ভ্রষ্টতা ও পাপের দিকে ধেয়ে পড়ে না। মন্দ চিন্তায় নিমগ্ন হবার ফলে, যে পাপ একদা ঘৃণ্য মনে হত, তাই খুব আনন্দদায়ক মনে হবে । PPBeng 326.1

আমরা আমাদের শহরের রাস্তায় হাটলেই আকর্ষণীয় বিজ্ঞাপন চোখে পড়ে যাতে দেখা যায় অপরাধ, হয় কোন গল্পের বইতে উপস্থান করা হচ্ছে নতুবা কোন মঞ্চে অভিনীত হচ্ছে। দুশ্চরিত্রবান ও দুষ্কৃতিকারীরা যে কাৰ্য্য পদ্ধতি চালায় তা সাপ্তাহিক খবরের কাগজের পাতায় জনগণের মধ্যে তুলে ধরা হয়, আর যা কি মোহ সৃষ্টি করে তা তাদের কাছে আরো মোহ করে উপস্থাপন করা হয়। তারা এত বেশী ভয়ানক ও নীচ অপরাধের কথা শুনে যে তাদের বিবেক কঠিন হয়ে পড়ে, আর ঐ সমস্ত জিনিষে যথেষ্ট আগ্রহ সহকারে চিন্তা করে। PPBeng 326.2

যারা খ্রীষ্টে বিশ্বাসীরূপে পরিচয় দেয় তাদের মধ্যে জনপ্রিয় ক্রীড়া- সমূহের ফল যা হচ্ছে পৌত্তলিকদের মধ্যেও সেই একই ফল হয়েছিল। নাটকের মাধ্যমে শয়তান যুগে যুগে কুপ্রবৃত্তি জাগিয়ে তুলেছে ও মন্দতাকে গৌরবান্বিত করেছে। কামনাকে জাগিয়ে তোলার জন্য শয়তান নাট্যাভিনয়, নৃত্য, ও তাস খেলার ব্যবহার করে থাকে । PPBeng 326.3

যে সকল আনন্দোৎসবে গর্ব জাগিয়া তোলা হয় অথবা কামনা-বাসনার প্রশ্রয় দেয়া হয়, আর যেখানে ঈশ্বরকে ভুলে যেতে ও স্বর্গীয় স্বার্থকে পিছনে রাখতে লোকদের পরিচালিত করা হয়, ঐখানে শয়তান আত্মাতে তার শৃঙ্খলে আবদ্ধ করে থাকে । PPBeng 326.4