পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
পীনহস্ ইস্রায়েলদের জন্য পাপের প্রায়শ্চিত্ত করল
স্বর্গীয় রব হল, “পীনহস্ ইস্রায়েলগণ হইতে আমার ক্রোধ নিবৃত্ত করিল।” “সে আপন ঈশ্বরের পক্ষে অন্তর্জালা প্রকাশ করিয়াছে, এবং ইস্রায়েলদিগের জন্য প্রায়শ্চিত্ত আদায় করিয়াছে।” PPBeng 323.4
ইস্রায়েলদের উপর যে বিচার নেমে এসেছিল তা সেই বৃহৎ দলের বাকী রক্ষা-প্রাপ্তদের ধ্বংস করল যারা এই বলে দন্ডাজ্ঞা প্রাপ্ত হয়েছিল, “তাহারা প্রান্তরে মরিবেই মরিবে।” যদ্দনের সমভূমিতে অবস্থানকালে “মোশি ও হারোণ যখন সীনয় প্রান্তরে ইস্রায়েলসন্তানগনকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্তৃক গণিত হইয়াছিল....তাহাদের মধ্যে যিফুন্নির পুত্র কালের ও নূনের পুত্র যিহোশূয় ছাড়া একজনও অবশিষ্ট রহিল না।” গণনা ২৬:৬৪, ৬৫। PPBeng 323.5
মিদিয়নীয়দের প্ররোচনায় আত্মসমর্পণ করার জন্য ঈশ্বর ইস্রায়েলদের দন্ডাজ্ঞা প্রেরণ করেন, কিন্তু প্ররোচনাদানকারীও স্বর্গীয় দন্ডাজ্ঞা হতে রেহাই পাবে না। মোশিকে ঈশ্বর আদেশ করলেন, “তুমি ইস্রায়েলদিগের জন্য মিদিয়নীয়দিগকে প্রতিফল দাও; তারপর তুমি আপন লোকদের নিকট সংগৃহীত হইবে।” প্রত্যেক বংশ হতে এক হাজার করে লোক বাছাই করে পীন্হসের অধীনে প্রেরণ করা হল। “পরে মোশির প্রতি সদাপ্রভুর দেওয়া আদেশ মোতাবেক তাহারা মিদিয়নের সহিত যুদ্ধ করিল। আর তাহারা...মিদিয়নের এই পাঁচ রাজাকে হত্যা করিল; বিয়োরের পুত্র বিলিয়মকেও খড়গ দ্বারা হত্যা করিল।” PPBeng 324.1
যারা ঈশ্বরের লোকদের বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করেছিল, তাদের শেষ গতি এভাবেই হল। যখন মানুষ “ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধে, নির্দোষের রক্তকে দোষী করে,” সদাপ্রভু “তাহাদের অধর্ম তাহাদের উপরেই বর্তাইয়াছেন, তাহাদের দুষ্টতায় তাহাদিগকে উচ্ছিন্ন করিবেন।” গীতসংহিতা ৯৪:২১, ২৩। PPBeng 324.2