পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

177/333

হারোণের মৃত্যু হতে শিক্ষা

মোশি ও ইলীয়াসরকে ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে নেমে আসতে দেখা গেল। ইলীয়াসরের উপর মহা-যাজকের পোশাক দেখা গেল, তা হতে বুঝা গেল যে সে তার পিতার পদের অধিকারী হয়েছে। যখন একত্রিত হলো মোশি তাদের বললেন যে হারোণ হোর পর্বতে তার কোলে মৃত্যুবরণ করেছেন এবং তারা তাকে ঐ স্থানেই কবর দিয়েছেন। সমাজের লোকেরা ক্রন্দন ও আর্ত- চিৎকারে ভেঙ্গে পড়লেন । “তখন সমস্ত ইস্রায়েল কুল হারোনের জন্য ত্রিশ দিন পর্যন্ত শোক করিল।’ PPBeng 300.3

পুস্তকে খুবই সংক্ষিপ্ত ভাবে এর ইতিহাস বর্ণনা করা হয়, “হারোণ সে স্থানে মরিলেন, এবং সেই স্থানে তাঁহার কবর দেওয়া হইল।” দ্বিতীয় বিবরণ ১০:৬। পক্ষান্তরে, কোন উচ্চপদস্থ ব্যক্তি মারা গেলে তার সমাধির জন্য অনেক সাজ-সজ্জা করা হয়। যখন হারোণ মৃত্যুবরণ করলেন তখন তার কবর দানের জন্য তার নিকটতম দু'জন বন্ধু উপস্থিত ছিলেন। সেই জনহীন কবর ইস্রায়েলদের দৃষ্টি হতে চিরকাল জন্য লুকিয়ে ফেলা হল। মৃত দেহকে ভূমিতে প্রত্যাবর্তন করানোর সময় অতিরিক্ত ব্যয় দ্বারা ঈশ্বরের মহিমা প্রকাশিত হয় না । PPBeng 300.4

হারোণের মৃত্যু মোশিকে স্মরণ করিয়ে দিল যে, তারও অন্তিম মুহূর্ত নিকটবর্তী হচ্ছে । যে অনেক বৎসর যাবত তার আশা ও আনন্দের সহভাগী ছিল তার অনুপস্থিতি তিনি গভীররূপে অনুভব করলেন। এখন হতে মোশিকে একাই কাজ করতে হবে; কিন্তু তিনি জানতেন যে ঈশ্বরই তার পরম বন্ধু এবং তার উপরেই তিনি আরো দৃঢ়রূপে নির্ভরশীল হলেন। PPBeng 301.1

হোর পর্বত পরিত্যাগের অব্যবহিত পরেই ইস্রায়েলরা কনানীয় রাজা অরাদের সহিত যুদ্ধে পরাজয় বরণ করল। কিন্তু যখন তারা ঈশ্বরের সাহায্য কামনা করল, তখন তাদের স্বর্গীয় সাহায্য দেয়া হল আর তাদের শত্রুরা সম্পূর্ণরূপে পরাজিত হল। এই বিজয়ের ফলে তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ না হয়ে বরং গর্বিত ও আত্ম-বিশ্বাসী হয়ে উঠল । PPBeng 301.2

বৃক্ষ ও ছায়াহীন উত্তপ্ত উপত্যকা দিয়ে ভ্রমণ করে তারা দক্ষিণ দিকে চললেন। তারা ক্লান্ত ও জলের পিপাসায় কষ্ট পেতে লাগলেন। আবারও তারা বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষায় অকৃতকার্য হলেন। অন্ধকারের দিক সমূহ আলোচনার মাধ্যমে তারা ঈশ্বরের থেকে আরো দূরে সরে পড়লেন। তারা ভুলে গেলেন যে যদি না তারা কাদেশে জল শেষ হওয়ার পর অভিযোগ তুলতেন তবে তাদের ইদোম দেশ পরিবেষ্টন করে ভ্রমণ করতে হত না। তারা এই ভাবে আত্ম-তুষ্টি লাভ করতে চেষ্টা করলেন যে যদি ঈশ্বর ও মোশি তাদের বাধা হয়ে না দাঁড়াতেন তবে এত দিনে তারা প্রতিজ্ঞাত দেশের অধিকার লাভ করতে পারতেন। ঈশ্বর যেরূপ চান নি, তাদের অবস্থা তার চেয়েও অধিক কষ্ট সাধ্য করার পর এখন তারা তাদের সহিত তাঁর ব্যবহারের তিক্ত সমালোচনা করতে লাগল এবং সমস্ত কিছুতেই অসন্তোষ প্রকাশ করতে লাগল। স্বাধীনতা ও যে দেশে ঈশ্বর তাদের নিয়ে যাচ্ছিলেন সে দেশের চেয়ে মিসর তাদের নিকট আরো বেশী আকাঙ্খিত মনে হল । PPBeng 301.3