পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ

168/333

মোশির প্রতি অন্যায় আক্রমণ

কিন্তু অনেকেই মোশির বিরুদ্ধে কোরহের অভিযোগে সায় দিতে প্রস্তুত ছিলেন না। তার ধৈর্য্যপূর্ণ আত্মত্যাগী দয়ার কথা, তাদের স্মরণে আসল, এবং তাদের বিবেক বিচলিত হল। সুতরাং প্রয়োজন হল কিছু আত্ম-স্বার্থের অভিযোগ তোলা; তাই পুরাতন অভিযোগ তোলা হল যে তাদের মরুপ্রান্তরে পরিচালিত করে নিয়ে আসার উদ্দেশ্য হল যে তারা সকলে মারা যাবে এবং মোশি তাদের ধন-সম্পদ দখল করে নেবেন । PPBeng 280.2

আন্দোলন যখন যথেষ্ট শক্তি সঞ্চার করল যাতে প্রকাশ্যে অভিযোগ উঠানো সম্ভব হয় তখন কোরহ, মোশি ও হারোণকে জনসমক্ষে অভিযুক্ত করল। ষড়যন্ত্রকারীরা তাদের বলল, “তোমরা বড়ই অভিমানী; কেননা সমস্ত সমাজের প্রত্যেক জনই পবিত্র, এবং সদাপ্রভু তাহাদের মধ্যবর্তী; তবে তোমরা কেন সদাপ্রভুর সমাজের উপর নিজদিগকে উন্নত করিতেছ?” PPBeng 280.3

মোশি এই গভীর ষঢ়যন্ত্র টের পাননি, এবং তিনি ঈশ্বরের সম্মুখে বিচারের জন্য উঁবুড় হলেন। তারপর তিনি শান্ত ভাবে এবং শক্তি যুক্ত ভাবে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, “কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র,... তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্তী করিবেন।” যারা যাজকত্বের আকাঙ্খা করে তারা সকলে এক একটি কয়লার চুলা নিয়ে আসবে এবং সমাগম-তাম্বুর সামনে তাতে ধূপ দেবে। তথাপি নাদব ও অবিহূ “ঈশ্বরের আদেশ অমান্য করে অন্যরকম আগুন নিবেদন করাতে” ধ্বংস প্রাপ্ত হয়েছিল। তথাপি মোশি অভিযোগকারীদের আহবান জানালেন যেন যদি তারা এই ধরণের ঝুকি নিতে প্রস্তুত হয়, তবে তা ঈশ্বরের নিকট উপস্থিত করা হোক। PPBeng 280.4

কোরহ ও তার সাথী লেবীয়দের উদ্দেশ্য করে মোশি বললেন, “ইহা কি তোমাদের কাছে ক্ষুদ্র বিষয় যে, ইস্রায়েলের ঈশ্বর তোমাদিগকে ইস্রায়েল মন্ডলী হইতে পৃথক করিয়া সদাপ্রভুর আবাসের সেবাকর্ম করনার্থে....আপনার নিকটবর্তী করিয়াছেন? আর তোমাকে ও তোমার সহিত তোমার সমস্ত ভ্রাতাকে অর্থাৎ লেবির সন্তানদিগকে আপনার নিকটবর্তী করিয়াছেন? আর তোমরা কি যাজকত্বেরও চেষ্টা করিতেছ? অতএব তুমি ও তোমার সমস্ত দল সদাপ্রভুরই প্রতিকূলে একত্র হইয়াছ; আর হারোণ কে যে তোমরা তাঁহার প্রতিকূলে বচসা কর?” PPBeng 281.1

দাথন ও অবীরাম কোরহের মত দৃঢ় অবস্থান গ্রহণ করেনি; তাই মোশি তাদের ডেকে পাঠালেন যেন তার বিরুদ্ধে তাদের কি অভিযোগ আছে তা তিনি শুনতে চান। কিন্তু তারা ঔদ্ধত্বের সহিত তার আদেশের প্রতি অবজ্ঞা প্রদর্শন করল: “ইহা কি ক্ষুদ্র বিষয় যে, তুমি আমাদিগকে মরুভূমিতে মারিবার জন্য দুগ্ধমধুপ্রবাহী দেশ হইতে আনিয়াছ? তুমি কি আমাদের উপরে সর্ব্বতোভাবে কর্তৃত্বও করিবে? আর, তুমি ত আমাদিগকে দুগ্ধমধুপ্রবাহী দেশে আন নাই, শস্যক্ষেত্রের ও দ্রাক্ষাক্ষেত্রের অধিকারও দেও নাই । তুমি কি এই লোকদের চুক্ষ উৎপাটন করিবে? আমরা যাইব না।” PPBeng 281.2

এই ভাবে তারা ঘোষণা করল যে এখন হতে তারা মোশির ইচ্ছানুসারে, কখনও কনানের দিকে আর কখনও মরু প্রান্তরের দিকে অন্ধ ভাবে পরিচালিত হতে রাজী নয়। এই ভাবে তার চরিত্রকে একজন অত্যাচারী এক নায়ক ও স্বেচ্ছাচারীর চরিত্রের সমতুল্য করা হল। কনানে প্রবেশ করতে না পাবার জন্য তাকে দায়ী করা হল। PPBeng 281.3

মোশি আত্ম-অনুমোদনের কোনই চেষ্টা করলেন না। তিনি জন-সমক্ষে ঈশ্বরের নিকট অনুরোধ করলেন এবং তাকেই তার বিচারক হওয়ার জন্য অনুরোধ জানালেন । PPBeng 281.4