পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
৩৫—কোরহ একটি বিদ্রোহে নেতৃত্ব দেয়
ইস্রায়েলদের উপর যে দন্ডাদেশ দেয়া হয় তাতে তারা কিছুকাল পর্যন্ত অভিযোগ করা ও অবাধ্য হওয়া থেকে বিরত থাকে। তথাপি তাদের মধ্যে বিদ্রোহী আত্মা তখনও বিরাজ করছিল। এখন ঈশ্বর দ্বারা মনোনীত নেতৃবৰ্গকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি গভীর ষড়যন্ত্র করা হল । PPBeng 278.1
এই আন্দলনের মূল নেতা কোরহ, যে মোশির কাকাত ভাই ছিল, এক ক্ষমতাশালী ও প্রতাপশালী ব্যক্তি ছিল। সে তার নিজের পদে সন্তুষ্ট ছিল না এবং যাজকত্ব পদের আকাঙ্খী হয়ে উঠল। যদিও সে খোলাখুলী বিদ্রোহ করতে সাহস পাচ্ছিল না, তথাপি বেশ কিছুদিন যাবত সে গোপনে মোশি ও হারোণের কর্তৃত্বের বিরোধীতা করে আসছিল। পরিশেষে সে রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্তৃত্ব কুক্ষিগত করার এক বিস্তারিত ষড়যন্ত্র প্রস্তুত করল। দাথন ও অবীরাম নামক দু'জনে রাজপুত্র ও তার উচ্চাভিলাসী ষড়যন্ত্রে সহজেই যোগ দিলেন এবং কোরহের সাথে যাজকত্বের মর্য্যাদা ভাগাভাগি করার সিদ্ধান্ত নিলেন । PPBeng 278.2
লোকদের তখনকার অনুভূতি কোরহের পক্ষে ছিল। হতাশা ও তিক্ততার মুহূর্তে পূর্বেকার সন্দেহ, ঈর্ষাপরায়ণতা, ও ঘৃণা তাদের মধ্যে আবার ফিরে এল, এবং আবার তাদের অভিযোগ তাদের ধৈর্য্যশীল নেতৃত্বের প্রতি নিক্ষিপ্ত হতে লাগল। তারা ভুলে গেল যে তারা স্বর্গীয় পরিচালনার অধীনে রয়েছে, ভুলে গেল যে মোশি তাঁর (খ্রীষ্টের) নিকট হতেই নির্দ্দেশ লাভ করে থাকেন । PPBeng 278.3
মরুপ্রান্তরে মৃত্যুবরণ করতে অনিচ্ছুক হওয়ায় তারা ভাবতে আরম্ভ করল যে ঈশ্বর নয় বরং মোশিই তাদের ধ্বংসের আদেশ দিয়েছেন। তাদের বিপথগামীতায় ঈশ্বরের অসন্তুষ্টির চিহ্ন যদিও তাদের সম্মুখে তখনও উপস্থিত ছিল, তবুও তারা এই শিক্ষা অন্তরে গ্রহণ করে নাই । PPBeng 278.4
যিনি অন্তরের সমস্ত গোপন কথা জানেন তিনি তার লোকদের যথেষ্ট শিক্ষা ও সতর্ক বাণী দিয়েছিলেন যা তাদের ষড়যন্ত্রকারী ঐ লোকদের প্রতারণা থেকে রক্ষা করতে পারত । মোশির বিরুদ্ধে হিংসা ও অভিযোগের যে শাস্তি ঈশ্বর মরিয়মকে দিয়েছিলেন তা তারা স্বচক্ষে দেখেছিল। সদাপ্রভু ঘোষনা করেছিলেন, “তাহার সহিত আমি সম্মুখাসম্মুখি হইয়া কথা কহি।” তিনি আরও বলেছিলেন, “অতএব আমার দাসের প্রতিকূলে, মোশির প্রতিকূলে, কথা কহিতে তোমরা কেন ভীত হইলে না ।” গণনা ১২৪৮। এই শিক্ষা শুধু হারোণ ও মরিয়মের জন্য ছিল না, কিন্তু সমস্ত ইস্রায়েলদের জন্যই ছিল । PPBeng 278.5
কোরহ ও তার সঙ্গী-ষড়যন্ত্রকারীরা সেই সকল লোকদের অন্তর্গত ছিল যারা মোশির সঙ্গে পর্বতে আরোহণ করে ঈশ্বরের মহিমা দেখেছিল। কিন্তু যে প্রলোভন প্রথমে অতি মাত্রায় নগণ্য ছিল মনের গভীরে লালন পালন করার জন্য তা এখন তাদের সমস্ত অন্ত্যসত্ত্বাকে শয়তানের সম্পূর্ণ আওতাধীনে নিয়ে গেল । প্রথমে তারা তাদের অসন্তুষ্টি কানাঘুষার মাধ্যমে পরস্পরের নিকট প্রকাশ করত, তারপর তা তারা ইস্রায়েলদের নেতৃস্থানীয়দের কাছে বলত। শেষে তারা বিশ্বাস করতে আরম্ভ করল যে তারা ঈশ্বরের অনুপ্রেরণায় অনুপ্রানিত হচ্ছে। PPBeng 279.1
তারা দু'শত পঞ্চাশ জন রাজপুত্রদের বিপথগামী করতে সক্ষম হল। এই প্রভাবশালী সমর্থকদের সমর্থনে তারা মোশি ও হারোণের প্রশাসন ব্যবস্থায় যথেষ্ট উন্নতি সাধন করতে পারবে বলে আস্থাবান হল। ঈর্ষা জন্ম দিল পরশ্রীকাতরতার, আর পরশ্রীকাতরতা জন্ম দিল বিদ্রোহের । এবং তারা নিজকে ও পরস্পরকে এই ভেবে প্রতারিত করল যে মোশি ও হারোণ নিজে নিজেই আসন দখল করেছেন, আরো চিন্তা করল যে এই নেতৃদ্বয় প্রশাসন ও যাজকত্ব গ্রহণের মাধ্যমে নিজেদিগকে গৌরবান্বিত করেছেন। তারা অন্যান্য লোকদের থেকে অধিকতর পবিত্র নন, আর তাদের ভাইদের সমপর্যায়ে হওয়া তাদের জন্য বাঞ্ছনীয়, কেননা ঐ সমস্ত ভাইয়েরাও ঈশ্বরের উপস্থিতি ও তার রক্ষার পাত্র । PPBeng 279.2