পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
অর্ধেক বাধ্যতা গ্রহণীয় নয়
ঈশ্বর অর্ধেক বাধ্যতা গ্রহণ করেন না। তাঁর প্রার্থনার সময় তিনি যে যে নির্দ্দেশ দিয়েছিলেন তার সবকটিই যে প্রায় পালন করা হয়েছিল, তাই যথেষ্ট ছিল না । কেউ নিজেকে এ বলে প্রতারিত না করে যে ঈশ্বরের আদেশের কোন অংশ ততটা প্রয়োজনীয় নয়, অথবা তিনি যা চান তার পরিবর্তে অন্য কোন কিছুও তিনি গ্রহণ করবেন। ঈশ্বর তাঁর পুস্তকে এমন কোন আদেশ দেন নি যা মানুষ ইচ্ছানুসারে মানলে বা অমান্য করলে তার উপযুক্ত ফল ভোগ করবে না । PPBeng 253.2
'পরে মোশি হারোণকে ও তাঁহার দুই পুত্র ঈথামর ও ইলীয়াসকে বলিলেন, তোমরা যেন মারা না পড়, এই জন্য, তোমরা নিজ নিজ মাথার চুল খুলিয়া নীচের দিকে পড়িতে দিও না, ও নিজ নিজ বস্ত্র চিরিও না, কেননা তোমাদের গায়ে সদাপ্রভুর অভিষিক্ত তেল আছে।” মহান নেতা তাঁর ভাইকে ঈশ্বরের আদেশ স্মরণ করালেন, “সকল লোকের সম্মুখে আমি গৌরবান্বিত হইব।” হারোণ নীরব থাকলেন। এই ভয়ঙ্কর পাপের মধ্যে তার ছেলেদের মৃত্যু। পাপ তার কর্তব্য অবহেলা করার জন্যই সংঘটিত হল বলে তিনি এখন বুঝতে পারলেন। তার হৃদয়কে দুঃখে অবশ করে ফেলল। কিন্তু দুঃখ প্রকাশের মাধ্যমে তিনি পাপের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে পারবেন না । মন্ডলী যেন কোন ভাবে ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ না আনে। ঈশ্বর তাঁর লোকদের তাঁর ন্যায় বিচারমূলক সংশোধন স্বীকার করে নিতে শিক্ষা দেন যেন অন্যেরা তাকে ভয় পায়। স্বর্গীয় তিরস্কার পাপকারীর সেই মিথ্যা সহানুভূতির উপর নেমে আসে যা তার পাপের প্রচন্ডতাকে ক্ষমা করতে চেষ্টা করে। অন্যায়কারী তার অবাধ্যতার প্রসার অনুধামন করতে অক্ষম, এবং পবিত্র আত্মার অভিযোগকারী শক্তির সহায়তা ছাড়া সে তার পাপের প্রতি আংশিক অন্ধ থাকে । অন্যায়কারীদের তাদের বিপদ সম্বন্ধে সতর্ক করে দেয়া খ্রীষ্টের দাসদের দায়িত্ব। মিথ্যা ও ভ্রান্ত সহানুভূতির জন্য অনেকেই অতল অন্ধকারে ডুবে গিয়েছেন। PPBeng 253.3
নাদব ও অবীহূ কোন মতেই এই ভয়ঙ্কর পাপ করত না যদি না তারা আগে থেকে স্বাধীন ভাবে মদ্যপানে আংশিক মাতালে পরিণত না হত । PPBeng 254.1
অমিতাচারের কারণে তারা তাদের পবিত্র দায়িত্ব পালনে অযোগ্য প্রমাণিত হল। তাদের মন হতবস্তু হয়ে পড়েছিল এবং তাদের দৃষ্টি ক্ষীণ হয়ে পড়েছিল যার ফলে তারা পবিত্র ও অপবিত্রের পার্থক্য নির্ণয় করতে অক্ষম হল। হারোণও তার ছেলেদের সতর্ক করে দিয়ে এই বলা হয়েছিল, “তোমরা যেন মারা না পড়, এই জন্য যে সময়ে সমাগম-তাঁবুতে প্রবেশ করিবে সে সময় আঙ্গুরের রস কি মদ্যপান করিও না।” উত্তেজনাকর মাদক দ্রব্য সেবনকারী পবিত্র জিনিসের পবিত্রতা অনুধাবন করতে অথবা ঈশ্বরের নিয়মের বাধ্য থাকতে অক্ষম হয়। যারা দায়িত্বপূর্ণ কাজে বহাল হন তারা কঠোর মিতাচারী লোক হবেন যেন ন্যায় অন্যায়ের পার্থক্য নিরূপণ করার সময় তাদের মন সতেজ থাকে । PPBeng 254.2
খ্রীষ্টের অনুগামীদের প্রত্যেকের উপর একই দায়িত্ব অর্পিত হয়েছে। ‘তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, (ঈশ্বরের) নিজস্ব প্রজা।” ১ পিতর ২:৯। যখন নেশাকারক দ্রব্য ব্যবহার করা হয় তখন ইস্রায়েলদের যাজকগণ যে ফল পেয়েছিল, সেই একই ফল পেতে হবে। বিবেক পাপের প্রতি অনুভূতিহীন হয়ে পড়বে আর পবিত্র অপবিত্রের গুরুত্বও নির্ণয় করা সম্ভব হবে না। “অতএব তোমরা ভোজন, কি পান, কি যাহা কিছু কর, সকলই ঈশ্বরের গৌরবার্থে কর।” ১ করিন্থীয় ১০:৩১। সকল যুগের খ্রীষ্টের মন্ডলীর প্রতি এই গম্ভীর ও ভয়ঙ্কর সতর্কবাণী উচ্চারিত হয়েছে, “যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই ।” ১ করিন্থীয় ৩:১৭। PPBeng 254.3