পিতৃকুলপতিগণ ও ভাববাদীগণ
ঈশ্বর কেন ইস্রায়েলকে মনোনীত করলেন
ভাববাদী বলেন, “দুষ্ট লোক কৃপা পাইলেও ধার্মিকতা শিখে না;... সদাপ্রভুর মহিমা দেখে না।” যিশাইয় ২৬:১০। প্লাবনের পরে সেরূপই হল । পৃথিবীর অধিবাসীরা আবার সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করল। দু'বার পৃথিবীর লোক ঈশ্বরের চুক্তির অবমাননা করল। প্লাবনের আগের লোকেরা এবং নোহের বংশধরেরা উভয় দলই ঈশ্বরের কর্তৃত্ব অস্বীকার করল। তখন ঈশ্বর অব্রাহামের সাথে চুক্তিতে আবদ্ধ হলেন এবং নিজের জন্য এমন একদল লোক গ্রহণ করলেন যারা তার ব্যবস্থা পালনকারী হবে। PPBeng 234.2
এই লোকদের বিপথগামী করে তাদেরও ধ্বংস করার জন্য শয়তান দ্রুত তপর হয়ে তার ফাঁদ বিস্তার করল। যাকোবের বংশধরেরা পৌত্তলিকদের সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের মূর্তির পূজা করায় প্রলোভিত হল । কিন্তু যোষেফের বিশ্বাস ও বাধ্যতা সত্য বিশ্বাসের স্বপক্ষে একটি শক্তিশালী সাক্ষ্য । এই আলোক নিভিয়ে ফেলার জন্য শয়তান যোষেফের ভাইদের মাধ্যমে কাজ শুরু করল ও তাকে দাস হিসাবে বিক্রি করল। কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করলেন। পোটিফরের ঘরে ও জেলে যোষেফ এমন এক শিক্ষালাভ করলেন যা, ঈশ্বরের প্রতি ভয় সহকারে, তাকে জাতির প্রধান মন্ত্রীর পদের জন্য প্রস্তুত করল । তার প্রভাব সারা দেশে অনুভূত হল, এবং ঈশ্বর সম্পর্কিত জ্ঞান কাছে এবং দূরে ছড়িয়ে পড়ল। পৌত্তলিক যাজকরা প্রচন্ড ভয় পেল। স্বর্গীয় ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের শত্রুতার প্রভাবে তারাও প্রভাবিত হল, এবং আলোটি নিভায়ে দিতে সচেষ্ট হল । PPBeng 234.3
মিসর হতে মোশির পলায়নের পর মনে হল পৌত্তলিকতা জয়লাভ করছে। বসরের পর বসর ইস্রায়েলদের আশা ক্ষীণ হতে ক্ষীণতর হতে থাকল। রাজা এবং লোকেরা দু'দলেই ইস্রায়েলদের ঈশ্বরের বিদ্রূপ করতে লাগল । এই আত্মার বৃদ্ধি পেতে পেতে সেই ফরৌণের মধ্যে পূর্ণতা লাভ করল যাকে মোশি মোকাবেলা করেছিলেন। যখন যিহূদীদের নেতা ফরৌণের নিকট “সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর” বাণী নিয়ে গেলেন, তখন সত্য ঈশ্বর সম্বন্ধে অজ্ঞানতার জন্য নয়, বরং তার ক্ষমতার অবহেলা করে এই উত্তর দেয়া হয়েছিল, “সদাপ্রভুকে, যে আমি তাঁহার কথা” শুনিব? ” আমি সদাপ্রভুকে জানি...না।” প্রথম থেকে শেষ পর্য্যন্ত ফরৌণের বাধার কারণ ছিল ঘৃণা ও বিরোধীতা। PPBeng 234.4
যোষেফের সময় মিসর ছিল ইস্রায়েলদের জন্য একটি আশ্রয়স্থল । তার লোকদের যে দয়া প্রদর্শন করা হয়েছিল, তাতে ঈশ্বরের গৌরব হয়েছিল; আর এখন অনুগ্রহপূর্ণ ও ধৈর্য্যশীল ঈশ্বর তার প্রত্যেক দন্ড বিধানকে কার্য্যকরী হওয়ার জন্য যথেষ্ট সময় দিলেন। মিস্ত্রীয়রা ঈশ্বরের ক্ষমতার প্রমাণ পাচ্ছিল এবং যারাই ইচ্ছা করত তারা ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করে তার শাস্তি হতে রক্ষা পেতে পারত। রাজার একগুয়েমীর ফলে ঈশ্বর সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে পড়ে এবং তাতে অনেক মিস্ত্রীয়রা ঈশ্বরের নিকট এসে তার সাহাযে সমর্পিত হল। PPBeng 235.1
মিস্ত্রীয়দের জাজ্বল্যমান পৌত্তলিকতা এবং যিহূদীদের বসতি স্থাপনের সময়ে তাদের প্রতি মিস্ত্রীয়দের নিষ্ঠুরতা ইস্রায়েলদের মনে পৌত্তলিকতার প্রতি এক প্রচন্ড ঘৃণার উদ্রেক করা উচিত ছিল এবং তাদের পিতৃপুরুষদের ঈশ্বরের নিকট আশ্রয়ের জন্য পালিয়ে যেতে অনুপ্রাণিত করা উচিত ছিল। কিন্তু শয়তান তাদের মনকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিল এবং তাদের পৌত্তলিক প্রভুদের রীতিনীতি অনুকরণ করতে পরিচালনা দিয়েছিল। PPBeng 235.2
যখন বিশ লক্ষের অধিক ইস্রায়েলদের মুক্তির সময় উপস্থিত হয়েছিল তখন শয়তান দৃঢ় সিদ্ধান্ত করেছিল যে এই মহান জাতি যেন অজ্ঞতা, কুসংস্কার, অন্ধকার ও দাসত্বে আবদ্ধ থাকে যাতে সে তাদের মন থেকে ঈশ্বরের স্মৃতি মুছে ফেলতে পারে। PPBeng 235.3
যখন রাজার সামনে অলৌকিক কাজ সাধন করা হচ্ছিল, তখন শয়তানও ঈশ্বরের কাজের নকল সৃষ্টি করছিল যেন সে তার ইচ্ছাকে প্রতিহত করতে পারে । তাতে তার একমাত্র ফল হয়েছিল যে ঈশ্বরের আরো ক্ষমতা ও আরো গৌরব প্রদর্শনের পথ তৈরী হয়েছিল। PPBeng 235.4
ঈশ্বর “আপন প্রজাদিগকে আনন্দসহ, নিজ মনোনীত লোকদিগকে সংগীতের সহিত বাহির করিয়া আনিলেন...যেন তাহারা তাঁহার বিধি সকল পালন করে, তাঁহার ব্যবস্থা রক্ষা করে।” গীতসংহিতা ১০৫:৪৩-৪৫ । এমন কি যখন ঈশ্বর তাঁর ব্যবস্থা ঘোষণা করেছিলেন,শয়তান তখন তাদের পাপে লিপ্ত হতে অণুপ্রাণিত করছিল। তাদের পৌত্তলিকতার মধ্যে লিপ্ত করে, সে সমস্ত প্রশংসার ক্ষমতাকে ধ্বংস করতে চেয়েছিল, কেননা যা তার নিজের হাতের তৈরী, কি করে তা প্রশংসার উচ্চ আসনে স্থাপন করে তার গৌরব করা সম্ভব হবে? যদি মানুষ এই ধরণের বিদ্রোহী ও জড় পদার্থের নিকট নতি স্বীকারের মাধ্যমে তাদের স্বর্গীয় সম্পর্ককে ভুলে যেতে পারে, তাহলে তাদের হৃদয়ের কু- কামনা আর কোন বাঁধ মানবে না, আর শয়তান তার পূর্ণ কর্তৃত্ব বিস্তার করবে । PPBeng 235.5
মিসরে দাসত্বের সময় ইস্রায়েলদের অনেকেই ঈশ্বরের ব্যবস্থার জ্ঞান অনেকাংশেই হারিয়ে ফেলেছিল এবং তারা ব্যবস্থায় শিক্ষার সহিত অনেক পৌত্তলিক নিয়মকানুন ও ঐতিহ্য মিশিয়ে ফেলেছিল। ঈশ্বর তাদের সীনয়ে নিয়ে আসেন, এবং সেখানে তিনি তাঁর নিজ কন্ঠে তাঁর ব্যবস্থার ঘোষণা করেন। PPBeng 236.1
সীনয়ের পাদদেশেই শয়তান ঈশ্বরের ব্যবস্থা ধ্বংস করার পরিকল্পনা শুরুর মাধ্যমে সে স্বর্গে যা আরম্ভ করেছিল তা বজায় রাখতে চাইল । যে চল্লিশ দিন মোশি পর্বতে ছিলেন শয়তান তখন সন্দেহ, ধর্মদ্রোহীতা, এবং বিদ্রোহ ছড়াচ্ছিল। যখন মোশি ঈশ্বরের গৌরবময় চুক্তি হতে যা তারা মানতে প্ৰতিজ্ঞা করেছে সেই ব্যবস্থাসহ ফিরে আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে ঈশ্বরের সহিত প্রতিজ্ঞাবদ্ধ লোকেরা একটি স্বর্ণময় মূর্তির পূজা ও প্রণিপাত করছে। PPBeng 236.2
শয়তান তাদের ধ্বংসের পরিকল্পনা করেছিল। সে বিশ্বাস করেছিল যে যেহেতু লোকেরা এত নিম্ন স্তরে নেমে গিয়েছে তাই সদাপ্রভু তাদের তার কাছ থেকে তাড়িয়ে দেবেন। এই ভাবে যারা জীবন্ত ঈশ্বর সম্পর্কিত জ্ঞান রক্ষা করার কথা এবং যাদের মাধ্যমে শয়তানকে পরাস্তকারী সত্য বংশধর আসার কথা সেই অব্রাহামের বংশধরদের নির্মূল সাধন নিশ্চিত হবে। কিন্তু মহা- বিদ্রোহী আবারও পরাস্ত হল। যদিও যারা শয়তানের পক্ষ অবলম্বনে স্থির ছিল তাদের হত্যা করা হল, কিন্তু নম্র, অনুতপ্ত, ও অনুতাপকারী লোকদের অনুগ্রহ করা হল ও ক্ষমা করা হল। সমগ্র পৃথিবী সীনয়ের দৃশ্যের সাক্ষী হল; ঈশ্বরের রাজত্বের ও শয়তানের রাজত্বের পার্থক্য সকলেই অনুধাবন করতে সক্ষম হল । PPBeng 236.3