খ্রীষ্টীয় পরিচর্যা

137/273

কাজের জন্য প্রস্তুতি

যীশুর অনুসারীরা ঈশ্বরের মন এবং সংকল্প অনুযায়ী কাজকর্ম করছেন না, যদি তারা তাঁর বাক্যের বিষয়ে অজ্ঞ থেকে সন্তুষ্ট থাকেন। সবাইকে বাইবেল শিক্ষার্থী হতে হবে। খ্রীষ্ট তাঁর অনুগামীদের আদেশ দিয়েছেন, ” তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে ,তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিযাছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়।” পিতার আমাদের পরামর্শ দিয়েছেন, “হৃদয়মধ্যে খ্রীষ্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মান। যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে,তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাক। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও ।” Testimonies for the Church 2:633, 634. ChSBen 144.2

যারা সত্যিকার অর্থেই ধর্মান্তিক হন তাদের শাস্ত্রীয় অনুভূতিতে আরও বুদ্ধিমান হতে হবে, যেন যারা অন্ধকারে পড়ে আছে এবং পাপের দহনে জ্বলে মরছে তাদের কাছে আলো এবং পরিত্রাণের কথা বলতে সক্ষম হন। -Testimonies for the Church 9:121. ChSBen 144.3

মানুষকে আমাদের ঈশ্বরের সর্বশেষ সর্তকবার্তা দিতে হবে, এবং বাইবেল অধ্যয়নে আমাদের একনিষ্ঠতা, এবং আলোক বিচ্ছুরণে আমাদের উদ্যোগ কেমন হবে! ঐশী আলোকসজ্জা প্রাপ্ত প্রত্যেক আত্মাকে তা প্রদান করতে হবে। শ্রমিকদের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষের কাছে বাইবেল পাঠ করতে হবে, প্রকাশনাগুলি বিতরণ করতে হবে এবং তাদের নিজেদের আত্মাকে ধন্য করা আলোর আশিসের বিষয়ে অন্যদের বলতে হবে। -Gospel Workers, 353. ChSBen 144.4

একটি ভারসাম্যপূর্ণ কাজ উত্তমরূপে চালানো যেতে পারে যদি বাইবেল কর্মীদের জন্য প্রশিক্ষণ স্কুল চলতে থাকে। যখন জনসভা, অনুষ্ঠিত হয়, তা এই প্রশিক্ষণ বা নগর মিশনের সঙ্গে যুক্ত হওয়া দরকার, যেন গভীর আত্মিক উপলব্ধি প্রাপ্ত অভিজ্ঞ কর্মীরা বাইবেল শ্রমিকদের দৈনিক নির্দেশ প্রদান করতে পারেন এবং তারাও সাধারণ জনগণের প্রচেষ্টায় আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে পারে। -Testimonies for the Church 9:111. ChSBen 144.5