খ্রীষ্টীয় পরিচর্যা
নির্দিষ্ট আহ্বান
অনেককে ঘরে ঘরে শ্রমের জন্য কর্মক্ষেত্রে আহ্বান করা হবে, যারা আগ্রহশীল তাদের সঙ্গে বাইবেল পাঠ এবং প্রার্থনা করার জন্য। -Testimonies for the Church 9:172 ChSBen 142.3
বাড়ি বাড়ি গিয়ে কাজ এবং পরিবার সমূহে বাইবেল পাঠ দিতে অনেক কর্মীকে তাদের ভূমিকা পালন করতে হবে। -Testimonies for the Church 9:141 ChSBen 142.4
নিবেদিতা মহিলাদের ঘরে ঘরে বাইবেল পরিচর্যায় লিপ্ত হওয়া আবশ্যক। -Testimonies for the Church 9:120, 121. ChSBen 142.5
যদি আমরা খ্রীষ্টের পদাঙ্ক অনুসরণ করি, আমাদের অবশ্যই তাদের সন্নিকটে আসতে হবে আমাদের পরিচর্যা যাদের প্রয়োজন। বোদ্ধাদের কাছে আমাদের বাইবেল অবশ্যই খুলতে হবে, ঈশ্বরের ব্যবস্থার দাবিকে উপস্থাপন করতে হবে, দ্বিধাগ্রস্তদের কাছে প্রতিশ্রুতিগুলি পাঠ করতে হবে, অসাবধানীকে জাগ্রত করতে হবে, এবং দুর্বলদের শক্তিশালী করতে হবে। -Gospel Workers, 336. ChSBen 142.6
প্রভু তাঁর লোকদের যে কাজে আহ্বান করেছেন তা ফিলিপ এবং ইথিওপিয়ানের অভিজ্ঞতায় ব্যক্ত হয়েছে। ইথিওপিয়ান একটি বৃহৎ শ্রেণির প্রতিনিধিত্ব করে যাদের ফিলিপের ন্যায় মিশনারির প্রয়োজন, শিনারিগণ, যারা ঈশ্বরের কন্ঠস্বর শুনবেন এবং তিনি তাদের যেখানে পাঠাবেন সেখানেই যাবেন। জগতে এমন অনেক মানুষ আছেন যারা শাস্ত্র পাঠ করেছেন কিন্তু তার তাৎপর্য উপলব্ধি করতে পারছেন না। ঈশ্বরের বিষয়ে জ্ঞান রাখেন এমন পুরুষ এবং স্ত্রীদের এই সকল আত্মাদের কাছে বাক্যের ব্যাখ্যা করা দরকার। -Testimonies for the Church 8:58,59. ChSBen 143.1
আমাদের মণ্ডলীর সদস্যদের মধ্যে বাইবেল পাঠ দেওয়ার ক্ষেত্রে ঘরে ঘরে পরিশ্রম আরও বেশি হওয়া আবশ্যক । -Testimonies for the Church 9:127. ChSBen 143.2
কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে বাইবেল প্রচার করুন। -Testimonies for the Church 9:123. ChSBen 143.3
অনেক রাজ্যে পরিশ্রমী, স্বচ্ছল কৃষকের বসতি রয়েছে, যারা কখনও এই সময়কার সত্য পায়নি। এই রকম স্থানে কাজ করা প্রয়োজন । আমাদের অবর লে সদস্যগণ পরিষেবার এই লাইনটি গ্রহণ করুক। বই পড়তে দেওয়া বা বিক্রয় করে, কাগজপত্র বিতরণ করে এবং বাইবেল পাঠ দিয়ে, আমাদের লে সদস্যরা তাদের পাড়া-মহল্লায় অনেক কিছু করতে পারে। আত্মার প্রতি প্রেমে পরিপূর্ণ হয়ে তারা এমন পরাক্রমের সঙ্গে বার্তাটি প্রচার করতে পারে যে তাতে অনেকেই মনপরিবর্তন করবে। -Testimonies for the Church 9:35. ChSBen 143.4