খ্রীষ্টীয় পরিচর্যা
একটি সময়োপযোগী বার্তা
আমি আমাদের সমস্ত মন্ডলীর সদস্যদের খুব জোরালোভাবে অনুরোধ করতে পারি না, যারা প্রকৃত মিশনারি, যারা তৃতীয় দূতের বার্তাকে বিশ্বাস করেন, যারা যিশাইয় আটান্ন অধ্যায়ের বার্তা বিবেচনা করে বিশ্রামবার থেকে পা ফিরিয়ে নেন না। ঈশ্বর চান এই সময়ে তাঁর নিজের নিয়োজিত কার্য। বার্তাটি কোথায় প্রযোজ্য এবং পূর্ণতা প্রাপ্তির সময় সম্পর্কে আমাদের সন্দেহের অবকাশ নেই, কারণ আমরা পড়েছিঃ ” তোমার বংশীয় লোকেরা পুরাকালের উৎসন্ন স্থান সকল নির্মাণ করিবে; তুমি বহু পুরুষ পূর্বের ভিত্তিমূল সকলের উপরে গাথিঁয়া তুলিবে, এবং ভগ্নস্থান সংস্কারক ও নিবাসার্থক পথসমূহের উদ্ধারক বলিয়া আখ্যাত হইবে।” ঈশ্বরের স্মারক , সপ্তম দিবসীয় বিশ্রামবার, তাঁর জগৎ সৃষ্টিকর্মের নিদর্শন চিহ্ন, পাপ পুরুষের মাধ্যমে স্থানচ্যুত হয়েছে। তাঁর যে বিধান লঙ্ঘিত হয়েছে তা মেরামত করার জন্য ঈশ্বরের লোকদের একটি বিশেষ কাজ রয়েছে; এবং আমরা যতই শেষকালের নিকটবর্তী হচ্ছি ততই এই কাজটি আবশ্যক হয়ে উঠছে। যারা ঈশ্বরকে ভালবাসেন তারা প্রদর্শন করবেন যে তারা তাঁর আজ্ঞা সকল পালন করে তাঁর চিহ্নবহন করছেন। তারা বসবাসের পথসমূহের পুনরুদ্ধারকারী। ...প্রকৃত আরোগ্য মিশনারি কার্য ঈশ্বরের আজ্ঞা পালনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সংশ্লিষ্ট, যার মধ্যে বিশ্রামবার বিশেষভাবে উল্লিখিত, কারণ এটি ঈশ্বরের সৃষ্টিশীল কর্মের মহান স্মরণিকা। এর পালন মানুষের মধ্যে ঈশ্বরের লোকেরা এই সময়ে এগিয়ে নিয়ে যাবে। সঠিকভাবে সম্পাদিত এই পরিচর্যা মণ্ডলীর জন্য অঢেল আশীর্বাদ নিয়ে আসবে। -Testimonies for the Church 6:265,266. ChSBen 140.3