খ্রীষ্টীয় পরিচর্যা
সম্মিলিত খ্রীষ্টান বাহিনী
বিশ্বাসের ভাই ও বোনেরা, আপনার মনে কি প্রশ্ন জাগে, “আমি কি আমার ভাইয়ের রক্ষক?” আপনি যদি ঈশ্বরের সন্তান হওয়ার দাবি করেন তবে আপনিই আপনার ভাইয়ের রক্ষক। প্রভু তাদের আত্মার জন্য মণ্ডলীকে দায়িত্ব দিয়েছেন যেন মণ্ডলী তাদের পরিত্রাণের মাধ্যমে হয়। - Historical Sketches, 291. ChSBen 18.7
দুর্দশাগ্রস্ত, শোকসন্তপ্ত এবং প্রলুব্ধদের মধ্যে প্রচারের সক্ষমতা দিয়ে একটি মণ্ডলী প্রতিষ্ঠার জন্য ত্রাণকর্তা তাঁর মূল্যবান জীবন দান করেছেন। বিশ্ববাসীদের একটি দল দরিদ্র, অশিক্ষিত এবং অপরিচিত হতে পারে; তথাপি খ্রীষ্টে তারা ঘরে, সমাজে, এবং এমনকি “ওপারের অঞ্চলে” এমন কাজ করতে পারে যার ফলাফল অনন্তকাল পর্যন্ত সুদূরপ্রসারী হবে। - The Ministry of Healing, 106. ChSBen 19.1
দুর্বল এবং ক্রটিযুক্তরূপে এটি প্রদর্শিত হতে পারে, কিন্তু মণ্ডলীই একমাত্র বস্তু যার উপর ঈশ্বর বিশেষ অর্থে তাঁর সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। এটি তাঁর অনুগ্রহের নাটমন্দির, যেখানে তিনি তাঁর হৃদয় পরিবর্তনকারী শক্তি প্রকাশ করে আনন্দিত হন। - The Acts of the Apostles, 12. ChSBen 19.2
কেউ কেউ খ্রীষ্টের আদেশ অবশ্যই পূর্ণ করবেন; তারা অবশ্যই তিনি পৃথিবীতে যে কাজ শুরু করেছিলেন তা চালিয়ে নিয়ে যাবেন; আর গির্জাকে এই অধিকার দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই মণ্ডলী সংগঠিত করা হয়েছে। তবে কেন, মণ্ডলীর সদস্যরা এই দায়িত্ব গ্রহণ করেন নি? ? -Testimonies for the Church 6:295. ChSBen 19.3
তিনি মণ্ডলীকে আহ্বান করেছেন তাদের নির্দিষ্ট কর্তব্য পালন করার জন্য। তাদের নিজের অঞ্চলে সত্যিকারের সংস্কারের মান বাড়িয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ শ্রমিকদের নতুন ক্ষেত্রের দিকে ঝুঁকতে হবে। -Testimonies for the Church 6:292. ChSBen 19.4
থিষলনীকীয় বিশ্বসীগণ ছিলেন যথার্থ মিশনারি ... উপস্থাপিত সত্যের দ্বারা অন্তর জয় করা হয়েছিল, এবং বিশ্বসীদের সংখ্যায় অসংখ্য আত্মা সংযুক্ত হয়েছিল। - The Acts of the Apostles, 256. ChSBen 19.5
বারোজনের অভিষেকের সময়েই চার্চ সংগঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে খ্রীষ্টের চলে যাওয়ার পর পৃথিবীতে তাঁর কাজ বন্ধ না হয়। - The Acts of the Apostles, 18. ChSBen 19.6
ঈশ্বরের মণ্ডলী হল পবিত্র জীবনের দরবার, বিভিন্ন উপহার ভরা, এবং পবিত্র আত্মার দ্বারা সমৃদ্ধ। সদস্যগণ তাদের সুখেই সুখী হবেন যাদের তারা সাহায্য ও আশীর্বাদ করেন। প্রভু তাঁর মণ্ডলীর মাধ্যমে যে কাজ সম্পন্ন করার রূপরেখা রচনা করেছেন তা অনবদ্য, যাতে তাঁর নাম মহিমান্বিত হয়। - The Acts of the Apostles, 12, 13. ChSBen 19.7
আমাদের কাজ স্পষ্টতই ঈশ্বরের বাক্যে নিহিত। খ্রীষ্টান খ্রীষ্টানের সঙ্গে সংযুক্ত হবে, গির্জার সঙ্গে গির্জা একত্রিত হবে, মানব উপকরণ ঐশিকতার সঙ্গে সহযোগিতা করবে, প্রত্যেক সংস্থাকে পবিত্র আত্মার অধীন হতে হবে, এবং সকলেই একযোগে জগৎকে ঈশ্বরের অনুগ্রহের সুসংবাদ প্রদান করতে হবে। - The General Conference Daily Bulletin, February 28, 1893, 421. ChSBen 19.8
আমাদের মণ্ডলীকে আত্মিক চাষাবাদে সহায়তা করতে হবে, ক্রমে ক্রমে ফসল কাটাবার আশায় ... মাটি শক্ত, কিন্তু ঊষর মৃত্তিকাকে ভাঙতে হবে, ধার্মিকতার বীজ অবশ্যই বপন করতে হবে। ঈশ্বরের প্রিয় শিক্ষকগণ, থামলে চলবে না, যদিও শ্রমের সার্থকতা সম্পর্কে মনে সন্দেহ থাকে। -- Testimonies for the Church 6:420. ChSBen 20.1
মণ্ডলী মানুষের মুক্তিকল্পে ঈশ্বরের নিয়োগপ্রাপ্ত সংস্থা। এটি সেবার উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল, এবং এর মিশন হল বিশ্বে সুসমাচার পৌঁছে দেওয়া। প্রথম থেকেই ঈশ্বরের পরিকল্পনা ছিল তাঁর চার্চের মাধ্যমে জগতে তাঁর পরিপূর্ণতা এবং পর্যাপ্ততা প্রতিফলিত হবে। মণ্ডলীর সদস্যেরা, যাদের তিনি অন্ধকার থেকে বের করে তাঁর অবিশ্বাস্য আলোয় আহ্বান করেছেন, তারা যেন তাঁর মহিমা প্রদর্শন --The Acts of the Apostles, 9. ChSBen 20.2
কোন মণ্ডলী যেন মনে না করে যে কাজের প্রভাব খুব কম পড়ছে এবং সময়ের জন্য দুর্দান্ত কর্ম পরিষেবা দেওয়া কষ্টসাধ্য। ChSBen 20.3
ভ্রাতৃগণ, কাজ করতে যান। কেবল বড় শিবিরের সভাগুলি কিম্বা সম্মেলন এবং পরিষদগুলিই ঈশ্বরের বিশেষ অনুগ্রহ পায় না; নিঃস্বার্থ ভালবাসার নম্র প্রচেষ্টা তাঁর আশীর্বাদের মুকুট হবে এবং তার মহান পুরষ্কার লাভ করবে। আপনি যা করতে পারবেন তাই করুন, এবং ঈশ্বর আপনার সামর্থ্য বৃদ্ধি করবেন। -- The Review and Harald, March 13, 1888. ChSBen 20.4