খ্রীষ্টীয় পরিচর্যা
জাগ্রত থাকার আহ্বান
কাজটি দ্রুত হচ্ছে এবং প্রত্যেক দিকে অনাচার বৃদ্ধি পাচ্ছে। কাজ করার জন্য আমাদের হাতে সময় খুব অল্প। আসুন আমরা নিদ্রা থেকে জেগে উঠি এবং আমাদের সমস্ত কিছু পালনকর্তার উদ্দেশ্যে পবিত্র করি। তাঁর আত্মা প্রকৃত মিশনারিদের সঙ্গে থাকবেন এবং সেবার জন্য তাদের শক্তিমন্ত করবেন। -The Southern Watchman, April 9, 1903. ChSBen 84.9
ভাই ও বোনেরা, জেগে উঠুন। আর ঘুমাবেন না। “কেন সারাদিন এখানে অলস হয়ে দাঁড়িয়ে আছ?” যীশু আপনাকে ডেকে বলছেন, “আজ আমার দ্রাক্ষাক্ষেত্রে কাজ কর।” যিনি পবিত্র আত্মা পেয়েছেন, তিনি তা প্রকাশ করবেন; কারণ তার সমস্ত ক্ষমতা সর্বাধিক সক্রিয় সেবায় প্রযুক্ত হবে। যারা প্রকৃতই বিশ্বাসের মাধ্যমে খ্রীষ্টকে গ্রহণ করেন, তাঁরা কাজ করেন। তারা আত্মা বোঝা অনুভব করেন। ঈশ্বর এখন সত্যের জ্ঞান রাখেন এমন প্রত্যেক ব্যক্তিকে, যিনি সত্যের আমানতকারী, অন্যদের কাছে স্বর্গের আলো উত্থাপন ও প্রচার করার আহ্বান জানান। -The Review and Herald, December 5, 1893. ChSBen 84.10
জেগে উঠুন ভাইয়েরা; আপনার নিজের আত্মার জন্য জাগ্রত হন। খ্রীষ্টের অনুগ্রহ ব্যতীত আপনি কিছুই করতে পারবেন না। আপনি যখন পারেন তখন কাজ করুন। The Southern Watchman, July 17, 1906. ChSBen 84.11
আমাদের চোখ যদি যারা নিশ্চিন্ত বোধ করে এবং নিজেদের নিরাপদ মরে করে তাদের সঙ্গে পতিত স্বর্গদূতদের কাজের দৃশ্য দেখার জন্য উন্মুক্ত থাকে, তাহলে আমরা ততটা নিরাপদ বোধ করব না। দুষ্ট দূতগণ প্রতি মুহূর্তে আমাদের পথের উপর বিরাজমান। -Testimonies for the Church 1:302. ChSBen 85.1
ঈশ্বর প্রচারক এবং সাধারণ, উভয়কেই জাগ্রত হওয়ার আহ্বান জাগিয়েছেন। সমগ্র স্বর্গ এখন সচকিত। পৃথিবীর ইতিহাসের দৃশ্যগুলো দ্রুত সমাপ্ত হচ্ছে। আমরা শেষ দিনগুলির বিপদের মধ্যে আছি। বড় বিপদ আমাদের মধ্যে আছি। বড় বিপদ আমাদের সামনে, অথচ আমরা সজাগ নই। ঈশ্বরের পক্ষে এই ক্রিয়াকলাপ এবং আন্তরিকতার অভাব অতীব ভয়ঙ্কর। এই মৃত্যুময় নিশ্চলতা শয়তান থেকে এসেছে। -Testimonies for the Church 1:260, 261. ChSBen 85.2
ঈশ্বরের অবশিষ্টাংশকে জাগ্রত করতে আমি কি বলব? আমাকে দেখানো হয়েছে যে ভয়ঙ্কর দৃশ্যগুলি আমাদের সামনে রয়েছে; শয়তান এবং তার দূতেরা তাদের সর্বশক্তি দিয়ে ঈশ্বরের লোকেদের ওপর ভর করতে চলেছে। সে জানে যে তারা যদি আরও কিছুক্ষণ ঘুমায় তাহলে সে তাদের সম্পর্কে নিশ্চিত হয়ে যাবে, কেননা তাদের ধ্বংস অনিবার্য। -Testimonies for the Church 1:263. ChSBen 85.3
মনুষ্য সন্তানদের জন্য সুযোগকালের এই শেষ ঘটিকাগুলিতে, যখন অচিরেই প্রতিটি প্রাণীর ভাগ্য চিরকালের জন্য স্থিরীকৃত হয়ে যাবে, স্বর্গ এবং পৃথিবীর প্রভু প্রত্যাশা করেন যে তাঁর মণ্ডলী এমন সজাগ হয়ে কাজ করবে যেটা ইতিপূর্বে কখনও করেনি। অমূল্য সত্যের জ্ঞানের মাধ্যমে যারা খ্রীষ্টে স্বাধীনতা পেয়েছেন, তারা প্রভু যীশুর মনোনীত ব্যক্তিরূপে বিবেচিত হয়েছেন; জগতের বুকে তারা অন্য সকলের চেয়ে প্রিয়পাত্র; তিনি তাঁর প্রশংসা প্রদর্শন করতে তাদের দিকে তাকিয়ে রয়েছেন যেজন্য তিনি তাদের অন্ধকার থেকে আশ্চর্য আলোয় আহ্বান করেছেন। যে আশীর্বাদগুলি এত উদারভাবে দান করা হয়েছে, তা অন্যদের জ্ঞাপন করতে হবে। পরিত্রাণের সুসমাচার প্রত্যেক জাতি, বংশ, ভাষা এবং লোকবৃন্দের কাছে পৌঁঁছাতে হবে। Prophets and Kings, 716, 717. ChSBen 85.4
আমাদের ভিতর একশ’র মধ্যে একপনও সাধারণ, পার্থিব উদ্যোগে ব্যস্ত হওয়ার বাইরে কিছু করছেন না। যাদের জন্য খ্রীষ্ট মারা গিয়েছিলেন সেই আত্মাদের মূল্য সম্পর্কে আমরা অর্ধেকটাও জাগ্রত নই। -Testimonies for the Church 8:148. ChSBen 85.5
খ্রীষ্টের অনুগামীরা যদি কর্তব্য সম্পর্কে জাগ্রত থাকতেন তাহলে এখন যেখানে একজন রয়েছে সেখানে হাজার হাজার লোক থাকত এবং পরজাতীয়তদের মধ্যে সুসমাচার প্রচার করত। তাছাড়া যারা ব্যাক্তিগতভাবে কাজে নিযুক্ত হতে পারেন নি তারা তাদের সাহায্য, সহানুভূতি, এবং প্রার্থনার মাধ্যমে এই কাজ চালিয়ে যেতেন। এবং খ্রীষ্টান দেশগুলিতে আত্মার উদ্ধারে অনেক বেশি আন্তরিক পরিশ্রম করা হত। -Steps to Christ, 81. ChSBen 85.6
হাজার হাজারে মহান আলো এবং মূল্যবান সুযোগ সুবিধা উপভোগ করেন, কিন্তু তাদের প্রভাব এবং অর্থের মাধ্যমে অন্যদের আলোকিত করতে তারা কিছুই করেন না। তারা এমনকি নিজেদের প্রাণকেও ঈশ্বরের প্রেমে নিমগ্ন রাখার দায়িত্ব নেন না যাতে মণ্ডলীর বোঝা হতে হয় না। এমন ব্যক্তি স্বর্গের বোঝা এবং জঞ্জাল। খ্রীষ্টের কারণে, সত্যের স্বার্থে তাদের নিজের গরজে, তাদের উচিত জাগরিত হয়ে অনন্তকালের উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করা। -Review and Herald, March 1, 1887. ChSBen 86.1
খ্রীষ্টের মণ্ডলীকে কোন সেনাবহিনীর সঙ্গে উপযুক্তভাবে তুলনা করা যেতে পারে। সৈনিকের জীবন শ্রম, কষ্ট এবং বিপদ সংকুল। অন্ধকারের শক্তির রাজপুত্রের নেতৃত্বে পরিচালিত শত্রুরা প্রত্যেক দিকেই বিদ্যমান, তারা কখনও নিদ্রা যায় না এবং পদভ্রষ্ট হয় না। যখনই কোন খ্রীষ্টান তার টহলদারি বন্ধ করেন, তার শক্তিশালী বিপক্ষ অতর্কিতে এবং হিংসত্মক আক্রমণ করে। যদি না মণ্ডলীর সদস্যগণ সক্রিয় ও সজাগ থাকেন তারা তাহলে তার কৌশলে পরভূত হবেন। ChSBen 86.2
কর্তব্যরত থাকার আদেশ পেয়েও কোন সেনাবাহিনীর অর্ধেক সৈন্য যদি অলস এবং নিদ্রমগ্ন থাকে তাহলে কি ফুল হতে পারে, পরাজয়, বন্দিদশা বা মৃত্যু। শত্রুর হাত থেকে কেউ পালালে তাদের কি পুরস্কারের যোগ্য মনে করা যাবে? না; তারা দ্রুত মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এবং খ্রীষ্টের অসতর্ক কিম্বা অবিশ্বস্ত মণ্ডলী এর চাইতে গুরুতর ফলাফলের সঙ্গে সংশ্লিষ্ট। খ্রীষ্টান সৈন্যদের একটি ঘুমন্ত সেনাদল - এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? অন্ধকারের যুবরাজের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের বিরুদ্ধে কি অগ্রগতি সাধন করা যায়? যারা যুদ্ধের দিনে উদাসীনভাবে পিছনে দাঁড়ায়, তাদের যেন কোন আগ্রহ নেই এবং লড়াইয়ের বিষয়ে তারা কোন দায়বদ্ধতা অনুভব করে না, তাই সম্ভবত তাদের পথ পরিবর্তন করতে হবে নতুবা তারা একবারেই পদ ছেড়ে দিক। -Testimonies for the Church 5:394. ChSBen 86.3