খ্রীষ্টীয় পরিচর্যা
অধ্যায় ৭ — প্রচারক ও অবর প্রচারকদের মধ্যে সহযোগিতা
ঐক্যবদ্ধভাবে কর্মক্ষেত্রে প্রবেশ
প্রচারকগণ এবং অদক্ষ প্রচারকেরা পাকা শস্যক্ষেত্রে এগিয়ে যাবেন। যেখানেই তারা বাইবেলের ভুলে যাওয়া সত্যের ঘোষণা দেন সেখানেই তাদের ফসল পাওয়া যাবে। যারা সত্যকে গ্রহণ করবে এবং যারা খ্রীষ্টের উদ্দেশ্যে আত্মা জয়ের জন্য তাদের জীবন উৎসর্গ করবে তাদের তারা অনুসন্ধান করবেন। - Australasian Signs of the Times, August 3, 1903. ChSBen 71.1
নিয়োগপ্রাপ্ত প্রচারকরাই যে সত্যের বীজ বপনের কাজটির সিংহভাগ সম্পন্ন করবেন এমনটা ঈশ্বরের উদ্দেশ্যে নয়। যে সব লোককে প্রচারকার্যে আহ্বান করা হয় না তাদের নানবিধ দক্ষতা অনুসারে মালিকের উদ্দেশ্যে কাজ করার জন্য অনুপ্রেরণা দিতে হবে। শত শত নরনারী যারা আজ অলস তারা গ্রহণযোগ্য পরিষেবা দিতে পারেন। তাদের পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের নিবাসে সত্য পৌঁছানোর মাধ্যমে তারা প্রভুর জন্য একটা মহৎ কাজ করতে সক্ষম। -Testimonies for the Church 7:21. ChSBen 71.2
ঈশ্বর তাঁর কর্মীদের সত্য প্রচারের বার্তা দিয়েছেন। মণ্ডলীকে এটা গ্রহণ করতে হবে, এবং যোগাযোগের প্রতিটি সম্ভাব্য পথে প্রথম আলোকরশ্মিকে ধরে নিয়ে তাকে বিচ্ছুরিত করতে হবে। -Testimonies for the Church 6:425. ChSBen 71.3
প্রচারকগণ যেখানে তুলবেন জনগণকে সেখানে উঠতে হবে, এভাবে তার প্রচেষ্টায় অংশ নিলে এবং তাকে ভারবহনে সহায়তা করলে তার প্রভাব অতিরিক্ত চাপ আসবে না এবং তিনি নিরুদ্যম হবেন না। কোন মণ্ডলীর উপর এমন প্রভাব ফেলা যায় না যা স্থায়ী হবে যদি না লোকেরা বুদ্বিমত্তা এবং নীতিমালার মাধ্যমে কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। -The Review and Herald, August 23, 1881. ChSBen 71.4