খ্রীষ্টীয় পরিচর্যা

66/273

স্কুল বন্ধ হলে

স্কুল বন্ধ হলে, অনেকের ক্ষেত্রে প্রচারক হিসাবে কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ আসে। বিশ্বস্ত কলপার্টর অনেক বাড়িতে যাওয়ার পথ পায় এবং এই সময়কার সত্য সম্বলিত পঠন-পাঠনের জিনিসপত্র রেখে আসতে পারে। আমাদের শিক্ষার্থীদের জানা দরকার কিভাবে আমাদের বইপত্র বিক্রি করতে হয়। কাজের এই শাখাটিতে নিযুক্ত হওয়ার জন্য গভীর খ্রীষ্টীয় ChSBen 69.4

অভিজ্ঞতাসম্পন্ন মানুষ, সুষম প্রকৃতির লোক, এবং শক্তিশালী ও সুশিক্ষিত কর্মীর প্রয়োজন। কারও কারও প্রতিভা, শিক্ষা এবং অভিজ্ঞতা রয়েছে, যা তাদের এমনভাবে যুবসমাজকে প্রচারকার্যে প্রশিক্ষিত করতে যোগ্যতা দেবে যে এখনের কাজের তুলনায় অনেক বেশি সাধন করা সম্ভাপর হবে। যাদের এই অভিজ্ঞতা রয়েছে তাদের অন্যদের শেখানোর ক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করা উচিত। -Counsels to Parents, Teacher, and Students, 546, 547. ChSBen 70.1