খ্রীষ্টীয় পরিচর্যা
দিব্য জ্ঞানাঞ্জনের প্রয়োজনীয়তা
মণ্ডলীর উচিত তাদের চক্ষুদ্বয় স্বর্গীয় অঞ্জনে অভিষিক্ত করা, যেতে তারা ঈশ্বরের পরিচর্যার অফুরন্ত সুযোগ দেখতে পায়। বারবার ঈশ্বর তাঁর লোকদের ডেকে বলেছেন যে তারা যেন মহসড়কে এবং অলিগলিতে বেরিযে পড়ে এবং লোকদের ভিতরে আসতে অনুনয়-বিনয় করে, যাতে তাঁর গৃহ পূর্ণ হয়; তবুও এমনকি আমাদের নিজেদের দরজার ছায়ার মধ্যেও এমন সব পরিবার রয়েছে, যাদের প্রতি আমরা যথেষ্ট সন্নিহিত এই কাজের দায়িত্ব নেওয়ার জন্যই প্রভু এখন আমাদের আহ্বান জানান। আমাদের এই বলে দাঁড়াতে হবে না ঃ “কে আমার প্রতিবেশী?” আমাদের মনে রাখতে হবে, যে ব্যক্তির আমাদের সাহায্য ও সহানুভূতির সবচেয়ে বেশি প্রয়োজন, সেই আমাদের প্রতিবেশি। প্রতিটি প্রাণই আমাদের প্রতিবেশি যে বিপক্ষের দ্বারা আহত এবং ক্ষতবিক্ষত। প্রত্যেক ব্যক্তি আমাদের প্রতিবেশি যে ঈশ্বরের সম্পদ। খ্রীষ্টে প্রতিবেশী নির্ণয়ের ক্ষেত্রে ইহুদীদের তৈরি প্রভেদ নিশ্চিহ্ন হয়ে গেছে। কোন আঞ্চলিক সীমারেখা নাই, কোন কৃত্রিম বৈষম্য নাই, কোন জাতি নাই, নাই কোন আভিজাত্য। -Testimonies for the Church 6:294. ChSBen 43.2