খ্রীষ্টীয় পরিচর্যা
ফলের দায়িত্ব ঈশ্বরের হাতে ছাড়ুন
একটা ভালো বীজ হয়তো কোন শীতল, স্বার্থপর, পার্থিব হৃদয়ে কিছু সময় পর্যন্ত অজ্ঞাত থাকতে পারে, এর শিকড় মেলার কোন প্রমাণ থাকে না; কিন্তু পরবর্তীতে, ঈশ্বরের আত্মা যখন সেই আত্মার উপর নিঃশ্বাস ফেলেন, সেই সুপ্ত বীজ মাথা তোলে, এবং অবশেষে ঈশ্বরের গৌরবার্থে ফল প্রদান করে। আমাদের জীবন - কর্মে আমরা এটা কিম্বা ওটা, কোনটা সাফল্যের সুখ দেখবে তা জানি না। এটা আমাদের নির্ধারণের বিষয় নয়। আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে, এবং ফলাফলের ভার ঈশ্বরের হাতে অর্পণ করতে হবে। ” তুমি প্রাতঃকালে আপন বীজ বপন কর, এবং সায়ংকালেও হস্ত নিবৃত্ত করিও না। ঈশ্বরের মহান ব্যবস্থা ঘোষণা করে যে, ” যাবৎ পৃথিবী থাকিবে, তাবৎ শস্য বপনের এবং শস্য ছেদনের সময় নিবৃত্তি হইবে না। ” এই প্রতিজ্ঞায় আস্থা রেখে কৃষক জমি চাষ এবং বীজ বপন করে। আমরাও ঠিক একই ভাবে তাঁর নিশ্চয়তায় আস্থা রেখে আত্মিক বীজ বপনে পরিশ্রম করব, “আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে; তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।” ” যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দগান-সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে।” -Christ’s Object Lessons, 65. ChSBen 264.2