খ্রীষ্টীয় পরিচর্যা
আনুপাতিক সাফল্য
ঈশ্বর যখন কোন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পথ উন্মুক্ত করেন এবং সাফল্যের আশ্বাস দেন, তখন নির্বাচিত উপকরণটির প্রতিশ্রুতিময় সফলতা আনার জন্য স্বক্ষমতায় সব কিছু করা আবশ্যক। যে উৎসাহ এবং অধ্যবসায় সহকারে কাজটি এগিয়ে চলেছে, তার সমানুপাতে সাফল্য অর্জিত হবে। -Prophets and Kings, 263 ChSBen 262.2