খ্রীষ্টীয় পরিচর্যা
অধ্যায় ২৫ — পবিত্র আত্মা
প্রতিশ্রুতি
আমাদের কাছে আজ প্রথম শিষ্যদের মতোই পবিত্র আত্মার প্রতিশ্রুতি রয়েছে। পঞ্চাশত্তমীর দিন যারা মুক্তির বাক্য শুনেছিলেন তাদের তিনি যেমন মহিমান্বিত করেছিলেন তেমনি ঈশ্বর আজও পুরুষ ও মহিলাদের ঊর্ধ্ব হতে শক্তি প্রদান করেন। এই মুহূর্তে তাঁর আত্মা এবং তাঁর অনুগ্রহ তাদের সকলের জন্য, যাদের এগুলি প্রয়োজন এবং যারা তাঁকে তাঁর বাক্যের মাধ্যমে গ্রহণ করবেন। -- Testimonies for the Church 8:20. ChSBen 250.1
পবিত্র আত্মার প্রতিশ্রুতি কোনও বয়স বা কোনও জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। খ্রীষ্ট ঘোষণা করেছিলেন যে তাঁর আত্মার দিব্য প্রভাব তাঁর অনুসারীদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। পশ্চাশত্তমীর দিন থেকে বর্তমান সময় পর্যন্ত, এই সান্ত্বনাকরীকে তাদের সকলের কাছে প্রেরণ করা হয়েছে যারা নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর কাছে এবং তাঁর সেবার উৎসর্গ করেছেন। -- The Acts of the Apostles, 40. ChSBen 250.2
ঈশ্বর পবিত্র আত্মার উপহার দ্বারা তাঁর প্রজাদের সতেজ করতে ইচ্ছুক, তাদেরকে তাঁর ভালবাসায় নবরূপে বাপ্তাইজিত করে। মণ্ডলীতে পবিত্র আত্মার অভাববোধের প্রয়োজন নাই। খ্রীষ্টের স্বর্গরোহণের পরে, পবিত্র আত্মা অপেক্ষমান, প্রার্থনাশীল, বিশ্বাসী শিষ্যদের উপর পরিপূর্ণতা ও শক্তি নিয়ে এসেছিলেন, যা প্রত্যেকটি হৃদয়ে পৌঁছেছিল। ভবিষ্যতে পৃথিবী পবিত্র আত্মার মহিমায় আলোকিত হবে। যারা সত্যের মাধ্যমে পবিত্রীকৃত হয়েছেন তাদের মধ্যদিয়ে জগতে ঐশী প্রভাব পরিব্যাপ্ত হবে। পৃথিবী করুণার পরিবেশে মণ্ডিত হবে। পবিত্র আত্মা মানব হৃদয়ে কাজ করবেন, ঈশ্বরের জিনিসগুলো গ্রহণ করবেন এবং সেগুলি মানুষের কাছে প্রদর্শন করবেন। -- The Southern Watchmen, September 5,1905. ChSBen 250.3
এটা সত্য যে শেষকালীন সময়ে যখন জগতে ঈশ্বরের কাজ বন্ধ হতে যাচ্ছে, পবিত্র আত্মার পরিচালনায় পবিত্র ব্যক্তিদের দ্বারা উৎসর্গীকৃত আন্তরিক প্রচেষ্টা, দিব্য অনুগ্রহের বিশেষ নিদর্শন হবে। পূর্ব বর্ষণ এবং শেষ বর্ষার চিত্রে, যা প্রাচ্যের দেশগুলোতে বীজ ফেলা এবং ফসল কাটার পূর্ববর্তী সময়ে পতিত হয়, ইব্রীয় ভাববাদী ঈশ্বরের মণ্ডলীতে অপরিমেয়ভাবে আত্মিক অনগ্রহ প্রদানের ভবিষ্যদ্বাণী করেছেন। প্রেরিতদের দিনগুলিতে পবিত্র আত্মার বর্ষণ পূর্ব বর্ষা বা অগ্রিম বর্ষার সূত্রপাত, এবং তার ফলশ্রুতি গৌরবোজ্জ্বল। শেষ সময়ে, আত্মার উপস্থিত সত্য মণ্ডলীর সহবর্তী হবে। -- The Acts of the Apostles, 54, 55. ChSBen 250.4
প্রেরিতগণের সময়ে পবিত্র আত্মার ঢালন হচ্ছে “অগ্রিম বর্ষণ,” এবং এর ফলাফল গৌরবময়। কিন্তু বর্ষণ হবে আরও প্রবল। এই দিনগুলিতে বসবাসকারীদের জন্য কী প্রতিশ্রুতি আছে? ---- “হে আশার বন্দিগণ, তোমার ফিরিয়া দৃঢ় দুর্গে আইস. আমি অদ্যই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুন অংশ দিব। ” “তোমারা শেষ বর্ষায় সময়ে সদাপ্রভুর কাছে বৃষ্টি যাঞা কর; সদাপ্রভু বিদ্যুতের উৎপাদক। তিনি লোকদিগকে প্রচুর বৃষ্টি দিবেন, প্রত্যেক জনের ক্ষেত্রে তৃণ দিবেন। ” -- Testimonies for Church 8:21 ChSBen 251.1