খ্রীষ্টীয় পরিচর্যা
পালকীয় সেবাযত্ন
মেষপালক, যার একটা মেষ হারিয়ে গিয়েছিল সে কখনও মেষপালের প্রতি অযত্ন কিম্বা অবহেলা করেনি, সে তাদের নিরাপদ খোঁয়াড়ে রেখেছে, সে পাল থেকে একটি মেষ হারিয়ে গেছে বলে বলবে না, “আমার এখন নিরানব্বইটা মেষ আছে, যে একটি মেষ হারিয়ে গেছে সেট খুঁজে বের করা আমার জন্য ব্যয় সাপেক্ষ এবং খুবই কষ্টকর হবে। মেষটি নিজেই ফিরে আসুক এবং আমি খোঁয়ারের দরজা খোলা রাখব যেন মেষটি ভিতরে ঢুকতে পারে।” কখনো না; যে মুহূর্তে এটি হারিয়ে গেছে, সেই মুহূর্তেই মেষপালক উৎকণ্ঠা এবং দুশ্চিন্তায় পতিত হয়। সে বার বার তার মেষপালের মেষের সংখ্যা গণনা করতে থাকে। যখন সে নিশ্চিত হয় যে একটি মেষ হারিয়ে গেছে, সে ঘুমিয়ে পড়েনি। সে নিরানব্বইটি মেষ খোঁয়াড়ের মধ্যে রেখে হারিয়ে যাওয়া মেষটির খোঁজে বেরিয়ে পড়ে। গাঢ় অন্ধকার এবং নিঝুম রাতে বিপদসংকুল পথে মেষ পালকের উদ্বেগ যত বাড়ে তত আন্তকিভাবে সন্ধান চলতে থাকে। ঐ একটি হারানো মেষ ফিরে পেতে সে কোন প্রচেষ্টাই বাদ দেয়নি। ChSBen 245.3
সে হঠাৎ করে দূর থেকে ক্ষীণ কণ্ঠের ডাক শুনে আশ্বস্ত হয়। সেই শব্দ অনুসরণ করে সে এগিয়ে যায়, সে উঁচু খাড়া পাহাড় বেয়ে ওঠে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে খাড়াইয়ের কিনারায় চলে যায়। এইভাবে খুঁজতে খুঁজতে যখন মেষটির চিৎকার ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল সে বুঝতে পারে তার মেষটি মারা যাচ্ছে। অবশেষে তার প্রচেষ্টা পুরস্কৃত হয়, যা হারিয়ে গিয়েছিল তা ফিরে পাওয়া যায়। যদিও মেষটি তার এত কষ্টের কারণ হয়েছিল, সে তাকে তিরস্কার করেনি। সে তাকে চাবকে তাড়িয়ে নিয়ে যায়নি। সে এমনকি তাকে হাঁটিয়ে পর্যন্ত আনেনি। আনন্দে আত্মহারা হয়ে সে ভীত ও কম্পিত জীবটিকে তার কাঁধের উপর তুলে নেয়; মেষটির কোন অঙ্গ ভগ্ন বা আহত হয়েছে কিনা ভেবে সে তাকে দুবাহুর মধ্যে জড়িয়ে বুকের কাছে টেনে নেয়, যেন তার নিজের হৃদয়ের উত্তাপ মেষটিকে জীবন দিতে পারে। তার অনুসন্ধান বৃথা যায়নি বলে, কৃতজ্ঞতার সঙ্গে সে মেষটিকে খোঁয়াড়ে ফিরিয়ে আনে। -- Christ’s Object Lessons, 187,188. ChSBen 245.4