খ্রীষ্টীয় পরিচর্যা
মিতাচারের সংস্কার
যারা মিতাচারের মিত্র হিসাবে গণিত হওয়ার দাবি করেন, তাদের মধ্যে সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্টগণকে সামনের সারিতে দণ্ডায়মান হতে হবে। -- Gospel Worker, 384. ChSBen 218.4
মিতাচারের পাশাপাশি আমাদের একটা কাজ হচ্ছে জনসমক্ষে কথা বলা। আমাদের নীতিগুলি পুস্তিকা এবং আমাদের পত্রপত্রিকায় উপস্থাপন করতে হবে। যারা সত্য জানেন না তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য আমাদের অবশ্যই আমাদের লোকদের তাদের কর্তব্যে উদ্বদ্ধ করার জন্য প্রতিটি সম্ভাব্য উপায় অবলম্বন করতে হবে। মিশনারি কাজে আমরা যে সাফল্য পেয়েছি তা সম্পূর্ণরূপে আমাদের আত্মত্যাগ এবং আত্ম-বলিদানের প্রচেষ্টার সমানুপাতিক। কেবলমাত্র প্রভুই জানের যে আমরা প্রজা হিসাবে তাঁর সামনে নিজেদের বিনম্র করের এবং সুস্পষ্ট ও সরলতার সঙ্গে মিতাচার বিষয়ক সত্য ঘোষণা করে কতটা সাধন করতে পেরেছি। -- Gospel Workers, 385. ChSBen 218.5
মিতাচারের প্রশ্নটি ঈশ্বরের লোকেদের পূর্ণ সমর্থন পাবে। অমিতাচার কর্তৃত্ব লাভের জন্য লড়াই করছে; আত্মপ্রবৃত্তি বৃদ্ধি পাচ্ছে, আর তাই স্বাস্থ্য সংস্কারের জন্য প্রকাশিত প্রকাশনাগুলির আজ খুব প্রয়োজন। এই বিষয়ের সাহিত্যগুলি সুসমাচারের সহায়ক হাত, তা আত্মাকে সত্যের উত্তম উপলব্ধির জন্য বাইবেল অন্বেষণে প্রবৃত্ত করে। অমিতাচারিতার মহা মন্দতার বিরুদ্ধে সর্তকবাণীর সুরটি ধ্বনিত হওয়া উত্তম; এবং তা হতে পারে, প্রত্যেক শাব্বাথ পালনকারীকে আমাদের স্বাস্থ্য সাময়িকী এবং আমাদের বইয়েতে উল্লেখিত নির্দেশাবলি অধ্যয়ন এবং অনুশীলন করতে হবে। এবং তাদের এর চেয়ে বেশি করা উচিত; তাদের পাড়া প্রতিবেশীর মধ্যেই এই প্রকাশনাগুলি প্রচার করার জন্য তাদের একান্ত প্রচেষ্টা থাকা দরকার। -- The Southern Watchman, November 20, 1902. ChSBen 219.1
সমগ্র সংযমের অঙ্গীকার উপস্থাপন করে ব্যক্ত করুন যে তারা যে অর্থ মদ, তামাক, কিম্বা উপভোগের সামগ্রীর পিছনে ব্যয় করেন তা যেন অসুস্থ ও দরিদ্রদের সেবা কিম্বা শিশু ও যুবকদের বিশ্বের উপকারার্থে প্রশিক্ষণের জন্য নিবেদিত হয়। -- The Ministry of Healing, 211. ChSBen 219.2