খ্রীষ্টীয় পরিচর্যা
আতিথেয়তা অন্যতম খ্রীষ্টীয় গুণ
এই জগতে আমাদের কর্মময় জীবন অপরের কল্যাণ, অপরের আশীর্বাদ ও আতিথেতার জন্য উৎসর্গীত; এবং প্রায়শই এটি কিছু অসুবিধায়, যাদের সত্যিই আমাদের পরিচর্য, সমাজ, এবং গৃহের প্রয়োজন তাদের আমরা উপকার করে সন্তুষ্ট করতে পারি। কেউ কেউ এই আবশ্যক দায়কে এড়িয়ে চলেন। কিন্তু একজন তা অবশ্যই বহন করবেন; এবং সাধারণত ভাইয়েরা অতিথিপরায়ণ নয় বলে, এবং এই খ্রীষ্টীয় দায়িত্ব সমভাবে পালন করেন না বলে, অল্পসংখ্যক যাদের ইচ্ছুক হৃদয় রয়েছে এবং যারা প্রফুল্লচিত্তে অপরের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন মনে করেন, তাদের উপর চাপ পড়ে যায়। -- Testimonies for the Church 2:645. ChSBen 191.3
“তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না। কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয় দূতগণেরও আতিথ্য করিয়াছেন।” এই শদ্বগুলি সময়ের ব্যবধানে তাদের কেনও শক্তি হারায় নি। আমাদের স্বর্গস্থ পিতা এখনও অবিরত ছদ্মবেশে তাঁর সনÍানদের পথে আশীর্বাদস্বরূপ সুযোগ স্থাপন করেন; আর যারা এই সুযোগগুলির উন্নতি করেন তারা পরমানন্দের সন্ধান পান। -- Prophets and Kings, 132. ChSBen 192.1